For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে নেই রুট, স্টার্ক, খেলতে চান শ্রীসন্থ, আইপিএলের পর বিশ্রামের আর্জি রবি শাস্ত্রীর

আইপিএলে নেই রুট, স্টার্ক, খেলতে চান শ্রীসন্থ, আইপিএলের পর বিশ্রামের আর্জি রবি শাস্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২১ (IPL 2021) অনুষ্ঠিত হবে ভারতে। তার আগে চেন্নাইয়ে বসছে আইপিএলের ক্রিকেটারদের নিলামের আসর। ১৮ ফেব্রুয়ারি বিকেল ৩টে থেকে শুরু হবে আইপিএল নিলাম। তার আগে গতকালই শেষ হয়েছে নাম নথিভুক্তকরণ-পর্ব। জানা গিয়েছে, চোট থাকায় আইপিএল নিলামে নাম নথিভুক্ত করেননি অজি পেসার মিচেল স্টার্ক।

আইপিএলে নেই রুট, স্টার্ক, খেলতে চান শ্রীসন্থ, আইপিএলের পর বিশ্রামের আর্জি রবি শাস্ত্রীর

আইপিএল খেলবেন না ইংল্যান্ড অধিনায়ক জো রুট, পেসার জেমস প্যাটিনসন। তবে সাকিব আল হাসান, এস শ্রীসন্থ আইপিএলে কামব্যাক করতে চান। শ্রীসন্থের বেস প্রাইস ৭৫ লক্ষ টাকা। ২ কোটির বেস প্রাইসের তালিকায় সাকিব ছাড়াও আছেন হরভজন, ম্যাক্সওয়েল, স্মিথ, কেদার যাদব, মঈন আলি, স্যাম বিলিংস, রয়, প্লাঙ্কেট, উড ও ইনগ্রাম। টি ২০ আন্তর্জাতিকে ১ নম্বর তারকা ব্যাটসম্যান ডেভিড মালানের বেস প্রাইস দেড় কোটি। উমেশ যাদব, হনুমা বিহারীর বেস প্রাইস এক কোটি টাকা।

বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, আইপিএল নিলামের জন্য নাম নথিভুক্ত হয়েছে ১ হাজার ৯৭ জনের। তাঁদের মধ্যে ৮১৪ জন ভারতীয় এবং ২৮৩ জন বিদেশি ক্রিকেটার। ভারতীয় ক্যাপড ক্রিকেটারের সংখ্যা ২১, বিদেশি ক্যাপড ক্রিকেটারের সংখ্যা ১৮৬। ২৭ জন অ্যাসোসিয়েট ক্রিকেটার নাম নথিভুক্ত করিয়েছেন। অন্তত ১টি আইপিএল ম্যাচ খেলেছেন এমন আনক্যাপড ভারতীয় ও বিদেশি ক্রিকেটারের সংখ্যা যথাক্রমে ৫০ এবং ২।

আনক্যাপড ভারতীয় ক্রিকেটারের সংখ্যা ৭৪৩ এবং আনক্যাপড বিদেশির সংখ্যা ৬৮। ২৮৩ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি ওয়েস্ট ইন্ডিজের (৫৬), তারপরেই অস্ট্রেলিয়ার (৪২)। এ ছাড়া আফগানিস্তানের ৩০ জন, বাংলাদেশের ৫ জন, ইংল্যান্ডের ২১ জন, আয়ারল্যান্ডের ২ জন, নেপালের ৮ জন, নেদারল্যান্ডসের ১ জন, নিউজিল্যান্ডের ২৯ জন, স্কটল্যান্ডের ৭ জন, দক্ষিণ আফ্রিকার ৩৮ জন, শ্রীলঙ্কার ৩১ জন, সংযুক্ত আরব আমিরশাহীর ৯ জন, আমেরিকা ও জিম্বাবোয়ের ২ জন ক্রিকেটারের নাম নথিভুক্ত হয়েছে। তবে ২২ বিদেশি-সহ ৬১ জন ক্রিকেটারের নাম আইপিএলের চূড়ান্ত নিলামে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে, আইপিএলের পর অন্তত ২ সপ্তাহ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতকে নামতে না হলেই ভালো হয় বলে মন্তব্য করেছেন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। ভারত-ইংল্যান্ড সিরিজ সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ক্রিকেটাররাও মানুষ। বেশ কয়েক মাস ধরে তাঁরা কোয়ারান্টিন, বায়ো বাবলের মধ্যে আছেন। এটা মনের উপর প্রভাব তো ফেলেই। তা সত্ত্বেও ক্রিকেটাররা তিন ফরম্যাটেই নিজেদের উজাড় করে দিচ্ছেন। আমাদের দলের বেঞ্চশক্তিও ভালো অবস্থায় পৌঁছে গিয়েছে। সকলেই ম্যাচে নেমে পারফর্ম করতে প্রস্তুত।

এই খিদেটাই একজন ক্রিকেটারের কাছে বড়। টেস্ট সিরিজের পর আইপিএল হবে। আইপিএলের পর কয়েক সপ্তাহ, অন্তত ২ সপ্তাহ বিশ্রাম দেওয়া উচিত ক্রিকেটারদের। ম্যাচের পর ম্যাচ ভালো পারফরম্যান্স পেতে ক্রিকেটারদের বিশ্রাম জরুরি। আশা করি, আইপিএলের পর সেই ব্যবস্থা করা হবে। অধিনায়ক বিরাট কোহলির প্রশংসাও করেছেন রবি শাস্ত্রী। তিনি বলেন, খুব কাছ থেকে দেখেছি বিরাট নিজেকে কীভাবে প্রতিনিয়ত উন্নত করেছে। জীবনে উত্থান-পতন দুটোই থাকে। সাফল্য যেমন থাকে তেমন ব্যর্থতাও থাকে। তা কাটিয়ে ঘুরে দাঁড়ানোই জীবন। বিরাট খুব ভালোভাবে সবকিছু সামলাচ্ছেন। আমার মনে হয় একইভাবে পিতা হিসেবেও বিরাট নিজের দায়িত্ব, কর্তব্য পালন করতে পারবেন।

আপনারা আমায় বিশ্বাস দিন, আমি আপনাদের নিঃশর্ত সেবা দেব! সবার জন্য মমতাআপনারা আমায় বিশ্বাস দিন, আমি আপনাদের নিঃশর্ত সেবা দেব! সবার জন্য মমতা

English summary
Coach Ravi Shastri Wants Two Weeks Rest For Indian Cricketers After IPL 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X