For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের প্রশংসায় ক্লাইভ লয়েড, কী বললেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক

ভারতকেই ইংল্যান্ড বিশ্বকাপের সবচেয়ে ভারসাম্যযুক্ত দল বাছলেন দুই বারের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক ক্লাইভ লয়েড।

  • |
Google Oneindia Bengali News

ভারতকেই ইংল্যান্ড বিশ্বকাপের সবচেয়ে ভারসাম্যযুক্ত দল বাছলেন দুই বারের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক ক্লাইভ লয়েড। বিরাট কোহলি বাহিনীকেই বিশ্বকাপ জয়ের প্রধান দাবিদারও ধরেছেন তিনি।

ভারতের প্রশংসায় ক্লাইভ লয়েড, কী বললেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক

রবিবার এজবাস্টনে বিশ্বকাপের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে মোকাবিলায় নেমেছে ভারত। তার আগে ক্যারিবিয়ান লেজেন্ডের প্রশংসা বিরাট কোহলি, রোহিত শর্মাদের উদ্বুদ্ধ করবে বলেই মনে করে ক্রিকেট বিশ্ব।

ক্লাইভ লয়েডের বক্তব্য, ইংল্যান্ড বিশ্বকাপে এখনও পর্যন্ত যে খেলাটা দেখিয়েছে ভারত, তা থেকে একটা বিষয় পরিষ্কার, এই দলকে শুধুমাত্র বেগ দিতে পারে অস্ট্রেলিয়া। অন্য কোনও দল যদি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে, তবে ভারতকে হারানো তাদের কাছে বাধ্যতামূলক বলেই মনে করেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান লেজেন্ড। কারণ, এই মুহূর্তে ব্যাটে-বলে টিম ইন্ডিয়াই সেরা দল বলে দাবি ক্লাইভ লয়েডের।

ইংল্যান্ড বিশ্বকাপে ভারতীয় ওপেনার রোহিত শর্মা দুটি শতরান পেলেও, কোনও ম্যাচেই তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তা সত্ত্বেও তাঁকেই এখনও পর্যন্ত এই বিশ্বকাপের সেরা ব্যাটসম্যান বেছেছেন লয়েড। বলেছেন, বিশ্বকাপে খেলা বিরাটের প্রতিটি ইনিংস ভীষণই গুরুত্বপূর্ণ। অন্যদিকে, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি সম্বলিত ভারতের বোলিং আক্রমণেরও প্রশংসায় পঞ্চমুখ দুই বারের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক।

English summary
Clive Lloyd says India is best-balanced side in World Cup 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X