For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছেলেদের টেস্ট ক্রিকেটে এই প্রথমবার মহিলা অফিশিয়াল, নজিরের সামনে দাঁড়িয়ে সিডনি

ছেলেদের টেস্ট ক্রিকেটে এই প্রথমবার মহিলা অফিশিয়াল, নজিরের সামনে দাঁড়িয়ে সিডনি

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেটাররা মাঠে রানের জন্য লড়েন, বোলাররা উইকেট নেওয়ার জন্য। মাঠে বসে কিংবা টিভির পর্দায় বাইশ গজে এই যুদ্ধে চোখ রাখেন কোটি কোটি ক্রিকেটভক্ত। মাঠের লড়াইয়ের আনন্দ উপভোগ করেন তারা। কিন্তু আম্পায়ার থেকে ম্যাচ অফিশিয়াল, যাঁদের অক্লান্ত পরিশ্রমে মধ্য়ে দিয়ে একটি উচ্চমানের ম্যাচ পরিচালনা হয়ে যাকে। যাদের জন্যে নির্ভুল সিদ্ধান্ত ম্যাচের ফল জানা যায়, তাদের কজন মনে রাখেন।

ছেলেদের টেস্ট ক্রিকেটে এই প্রথমবার মহিলা অফিশিয়াল, নজিরের সামনে দাঁড়িয়ে সিডনি

এবার সিডনিতে এমন একজন ম্যাচ অফিশিয়ালকে মনে রাখবে গোটা দুনিয়া। কারণটা খুবই স্পেশাল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার মহিলা ম্যাচ অফিশিয়াল।

হ্যাঁ, ঠিকই পড়েছেন। নিউ সাউথ ওয়েলসের, ৩২ বছরের মহিলা অফশিয়াল ক্লেয়ার পোলোসাক ইতিমধ্যে ছেলেদের ওডিআই ম্যাচ পরিচালনা করেছেন। আইসিসির দ্বিতীয় ডিভিশন লিগের নামিবিয়া বনাম ওমান ম্যাচ পরিচালনা করেছেন।

২০১৯ সালে ছেলেদের ক্রিকেটে এই ম্যাচ পরিচালনা করার পর, এবার টেস্টে ক্রিকেটে প্রথম মহিলা হিসেবে সিডনিতে ভারত অস্ট্রেলিয়া মহারণে তিনি চতুর্থ আম্পায়ারের ভূমিকায় থাকতে চলেছেন। বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল পাঁচটা থেকে ভারত-অজি সিডনি টেস্ট দেখা যাবে। সেই সঙ্গে টেস্টে ক্রিকেটে মহিলা অফিশিয়ালের হাত ধরে নতুন নজিরও তৈরি হতে চলেছে।

English summary
Claire Polosak set to become first female match official in men’s Test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X