For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিকেট ফ্যানেদের জন্য সুখবর, এই লিগে কবে থেকে বাইশ গজ কাঁপাতে দেখা যাবে গেইলকে

ক্রিকেট ফ্যানেদের জন্য সুখবর, এই লিগে কবে থেকে বাইশ গজ কাঁপাতে দেখা যাবে গেইলকে

  • |
Google Oneindia Bengali News

শেষ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়র লিগে চিটাগং চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন ক্রিস গেইল।

লিগে তাঁর অংশগ্রহণ নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছিল। গেইল নিজেই এই টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে আরও জল্পনা বাড়িয়ে দেন।

তবে ক্রিকেট ফ্য়ানেদের কাছে খুশির খবর শেষ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়র লিগে খেলবেন উইনিভার্স বস। টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধের সূচিতে মাঠে নামবেন এই ক্রিকেট সেলেব। টুর্নামেন্টে চিটাগং চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন তিনি। সোমবার দলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে গেইলের বাংলাদেশ প্রিমিয়র লিগে অংশগ্রহণ করার খবরে সরকারি সিলমোহর দেওয়া হয়েছে। ১১ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়র লিগ শুরু হবে।

ক্রিকেট ফ্যানেদের জন্য সুখবর, এই লিগে কবে থেকে বাইশ গজ কাঁপাতে দেখা যাবে গেইলকে

উল্লেখ্য টুর্নামেন্টের নিলামে গেইলের ড্রাফ্ট নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। ১৭ নভেম্বর ড্রাফ্টে চিটাগং চ্যালেঞ্জার্স তাঁকে দলে নেয়। এরপর সম্প্রতি আইপিএলের ঢঙে দক্ষিণ অফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগে গেইল চোটের কবলে পড়েন।

এই মুহূর্তে হ্যামস্ট্রিংয়ের চোটের কবলে রয়েছেন গেইল। যেকারণে টুর্নামেন্টে তাঁর অংশগ্রহণ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সেই সঙ্গে গেইলের নাম কীভাবে বিপিএলের ড্রাফ্টে গেল, সেই নিয়েও জল্পনা তৈরি হয়। গেইল নিজেই জানিয়েছেন,' জানিনা কীভাবে আমার নাম এই টু্র্নামেন্টের ড্রাফ্টে গেল।'

সব জল্পনা দূরে রেখে শেষ পর্যন্ত অবশ্য হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে দলে যোগ দেবেন। ৪ জানুয়ারির পর গেইল চিটাগং দলের হয়ে খেলবেন।

English summary
Chris Gayle will participate in second half of Bangladesh Premier League
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X