For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবসর নিয়ে ইউটার্ন নিলেন ইউনিভার্স বস! দানবিক ইনিংসে হল আরও এক মাইলফলক পার


 ইংল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী ইনিংসে ওয়ানডেতে ১০,০০০ রানের ক্লাবে যোগ দেওয়ার পর ওয়েস্টইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইল বলেছেন, অবসর গ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন।

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজেই দীর্ঘদিন বাদে একদিনের ক্রিকেটে ফিরেছেন ইউনিভার্সাল বস ক্রিস গেইল। আর ফেরার পর থেকেই একের পর এক ধুন্ধুমার ইনিংস খেলে চলেছেন। বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধেও একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন ওয়েস্টইন্ডিজের এই ব্য়াটসম্যান। এর ফলে একদিনের ক্রিকেটে ১০০০০ রানে মাইলফলক পার করেছেন তিনি।

আর তারপরই তিনি জানিয়েছেন, আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপের পরই যে তিনি অবসর নেবেন বলে জানিয়েছিলেন, সেই সিদ্ধান্ত আবার ভেবে দেখতে পারেন। তিনি জানিয়েছেন অধিকাংশ সময় টি২০ ক্রিকেট খেলেন বলে তাঁর শরীর ৫০ ওভারের ধকল কতটা নিতে পারবে এই নিয়ে চিন্তিত ছিলেন তিনি। কিন্তু তাঁর শরীর বেশ মানিয়ে নিচ্ছে।

সুরুচি সংঘ

সুরুচি সংঘ

দেখে নিন দক্ষিণের সুরুচি সংঘের প্রতিমা ও মণ্ডপ সজ্জা।

গেইলের ধুন্ধুমার

গেইলের ধুন্ধুমার

ইংল্যান্ডের ৪১৮ রান তাড়া করতে নেমে গেইল একার হাতেই প্রায় ওয়েস্টইন্ডিজ ইনিংসকে টানেন। ৯৭ বল খেলে ১১টি চার ও ১৪টি ছয় মেরে তিনি ১৬২ রান করেন। তবে শেষ পর্যন্ত ক্যারিবিয়ানরা ২৯ রানে পরাজিত হয়।

ত্রিধারা

ত্রিধারা

দক্ষিণের ত্রিধারা সম্মেলনীর মণ্ডপের সজ্জায় শৈল্পিক ছোঁয়া।

লারার পরেই

লারার পরেই

এর সঙ্গে সঙ্গে গেইল একদিনের ক্রিকেটে ব্রায়ান লারার পর দ্বিতীয় ক্যারিবিয়ান ব্য়াটসম্য়ান হিসেবে ১০০০০ রানের মাইলফলকে পৌঁছান। ২৮৮ ম্য়াচে তাঁর বর্তমান রান সংখ্যা ১০০৭৪। ২৯৯ ম্যাচে লারা করেছিলেন ১০৪০৫ রান।

ত্রিধারা সম্মেলনী

ত্রিধারা সম্মেলনী

ত্রিধারা সম্মেলনীর প্রতিমাতেও রয়েছেন অন্য মাত্রা।

অবসর ঘোষণা

অবসর ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই গেইল জানিয়ে দেন আসন্ন আইসিসি বিশ্বকাপের পরই তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন।

কলেজ স্কোয়ার

কলেজ স্কোয়ার

উত্তর কলকাতার কলেজ স্কোয়ারের সনাতনী প্রতিমা।

সাম্প্রতিক ফর্ম

সাম্প্রতিক ফর্ম

কিন্তু এরপরই তাঁর ব্যাটে রানের বন্য়া বইছে। চলতি ওডিআই সিরিজের প্রথম ম্য়াচেও তিনি ১৩৫ রানের ইনিংস খেলেছিলেন। সবমিলিয়ে অবসর ঘোষণার পর ৩ ইনিংসে ৩৪৭ রান করেছেন।

সন্তোষপুর লেকপল্লি

সন্তোষপুর লেকপল্লি

অন্য ধারার প্রতিমা সন্তোষপুর লেকপল্লির দুর্গা প্রতিমায়।

অবসর পুনর্বিবেচনা

অবসর পুনর্বিবেচনা

এরপরই গেইল অবসরের কথা আরও একবার ভেবে দেখবেন বলে জানিয়েছেন গেইল। তিনি জানিয়েছেন, তাঁকে শুধু একটু শরীর নিয়ে খাটতে হবে। অবস্থা দ্রুতই পাল্টে যায়, তিনি আশা করছেন পরের দুই মাসে তাঁর শরীরও দ্রুতই পাল্টে যাব। ফলে আরও একটু গেইল শো দেখা যাবে বলে জানিয়েছেন ইউনিভার্স বস।

অজয় সংহতি

অজয় সংহতি

অজয় সংহতির প্রতিমা গড়া হয়েছে বাংলা ছৌ নৃত্যশিল্পীদের আদলে।

সোনালী দুর্গা

সোনালী দুর্গা

দক্ষিণ কলকাতার এক মণ্ডপে সোনারূপী দুর্গা।

অজয় সংহতি

অজয় সংহতি

এমনই অসংখ্য ছৌ মুখোশ দিয়ে করা হয়েছে মণ্ডপের অন্দর সজ্জা।

বোসপুকুর তালবাগান

বোসপুকুর তালবাগান

বোসপুকুর তালবাগান মণ্‍ডপে প্রতিমা দেখতে দর্শকের ভিড়।

English summary
After joining the 10,000-runs club in ODI with a destructive knock against England, West Indies batsman Chris Gayle said he may rethink his retirement decision.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X