For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে নেই ক্রিস গেইল! ইউনিভার্স বসের সিদ্ধান্তে হতবাক ক্রিকেটপ্রেমীরা, নজরে বর্ণময় কেরিয়ার

  • |
Google Oneindia Bengali News

আইপিএল-সহ সব ধরনের ক্রিকেটকে গুডবাই আগেই জানিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। এবার আরও তারকাকে ছাড়াই অনুষ্ঠিত হবে আইপিএল। এই প্রথম আইপিএলে খেলতে দেখা যাবে না ইউনিভার্স বস ক্রিস গেইলকে। আইপিএল নিলামের জন্য নিজের নাম নথিবদ্ধ করাননি গেইল। বর্ণময় অধ্য়ায়ের পরিসমাপ্তিতে হতাশ ক্রিকেটপ্রেমীরা।

আইপিএলে গেইল নেই

আইপিএলে গেইল নেই

টি ২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হতাশাজনক পারফরম্যান্সের পরই ক্রিস গেইলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। ডোয়েইন ব্র্যাভোর শেষ আন্তর্জাতিক ম্যাচে ক্রিস গেইলের হাবভাব দেখে মনে করা হচ্ছিল এটি তাঁর শেষ ম্যাচ। যদিও গেইল নিজের দেশেই ক্রিকেটকে গুডবাই জানাতে চান বলে ঘনিষ্ঠমহলে জানিয়েছেন। কিন্তু সীমিত ওভারের দলে টি ২০ বিশ্বকাপের পর গেইলকে রাখা হয়নি। ফলে গেইলের বিদায়ী আন্তর্জাতিক ম্যাচ নিয়ে জল্পনা তুঙ্গেই। কিন্তু এটাও ঠিক, ক্যারিবিয়ানদের হয়ে টি ২০ বিশ্বকাপে আর গেইলকে দেখা যাবে না।

ছন্দে ছিলেন না

গত বছরের আইপিএলে পাঞ্জাব কিংস দলে নিয়মিত ছিলেন না ক্রিস গেইল। জৈব সুরক্ষা বলয়ের ক্লান্তির কথা জানিয়ে টি ২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে আচমকাই আইপিএল শেষ হওয়ার আগেই সরে যান গেইল। গত বছরের আইপিএলে ১০টি ম্য়াচে গেইল ১৯৩ রান করেন, সর্বাধিক ৪৬, গড় ২১.৪৪, স্ট্রাইক রেট ১২৫.৩২। যা একেবারেই গেইল-সুলভ নয়।

বর্ণময় কেরিয়ার

আইপিএলে ক্রিস গেইল খেলেছেন কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজির হয়ে (কিংস ইলেভেন পাঞ্জাব ও পাঞ্জাব কিংস)। সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তিনি রয়েছেন সাতে। ১৪২টি ম্যাচে ১৪১ ইনিংসে তাঁর মোট রান ৪৯৬৫। সর্বাধিক ১৭৫, যা আইপিএলে রেকর্ড। গড় ৩৯.৭২, স্ট্রাইক রেট ১৪৮.৯৬। ৬টি শতরান ও ৩১টি অর্ধশতরান করেছেন। ৪০৫টি চার মেরেছেন। রেকর্ড সংখ্যক ৩৫৭টি ছক্কা হাঁকিয়েছেন। ছক্কা মারার নিরিখে গেইলের পর দ্বিতীয় স্থানে এবি ডি ভিলিয়ার্স (২৫১), তৃতীয় স্থানে রোহিত শর্মা (২২৭)।

টি ২০ কেরিয়ার

টি ২০ কেরিয়ার

এখনও পর্যন্ত ৪৫৩টি টি ২০ ম্যাচ খেলেছেন গেইল। ৪৪৫ ইনিংসে ৫২ বার অপরাজিত থেকে ১৪৩২১ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ১৭৫। গড় ৩৬.৪৪, স্ট্রাইক রেট ১৪৫.৪৪। ২২টি শতরান ও ৮৭টি অর্ধশতরান করেছেন। ১১০৮টি চার ও ১০৪৫টি ছক্কা মেরেছেন। ক্যাচ ধরেছেন ১০১টি। উইকেট রয়েছে ৮৩টি। টি ২০ আন্তর্জাতিকে ৭৯টি ম্যাচে ১৮৯৯ রান করেছেন, সর্বাধিক ১১৭, ২টি শতরান, ১৪টি অর্ধশতরান করেছেন, নিয়েছেন ২০টি উইকেট।

হতাশ ক্রিকেটপ্রেমীরা

এমন বর্ণময় ক্রিকেটার অবসর ঘোষণা না করলেও কেন আইপিএল থেকে সরে দাঁড়ালেন তা অবাক করছে অনেককেই। ১৪ বছর আইপিএল খেলে গেইল ৫৮.৬৫ কোটি টাকা রোজগারও করেছেন। ফলে বিপুল অর্থের হাতছানি থাকা বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি টি ২০ টুর্নামেন্ট থেকে গেইল মুখ ফেরানোয় তাঁর ক্রিকেট কেরিয়ার নিয়েও ধোঁয়াশা তৈরি হলো। আদৌ তাঁকে ব্যাট হাতে শাসন করতে দেখা যাবে কিনা তা স্পষ্ট নয়। ক্রিকেটপ্রেমীরাও হতাশ। তাঁদের কথায়, আইপিএলের জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম তারকা আকর্ষণ ছিলেন গেইল। এবি-র পর তাঁরও না থাকা আইপিএলকে জৌলুসহীন করে দেবে বলেই মত অনেকের। গেইল-হীন আইপিএল ২০২২ শুরুর আগে নিশ্চিতভাবে ইউনিভার্স বসের সিদ্ধান্তে এক বর্ণময় অধ্যায়ের পরিসমাপ্তি হলো।

English summary
Universe Boss Chris Gayle Does Not Register His Name For IPL 2022 Auction. Fans Are Very Upset Regarding This Decision As This Is The End Of An Era.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X