For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হয় কমেন্ট্রি নয় আইপিএল, সচিন-সৌরভকে বাছতে বলল বিসিসিআই

সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে টিভি স্বত্ত্ব ও আইপিএলের মধ্যে যে কোনও একটি বাছতে বলল বিসিসিআই।

  • |
Google Oneindia Bengali News

সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে টিভি স্বত্ত্ব ও আইপিএলের মধ্যে যে কোনও একটি বাছতে বলল বিসিসিআই। ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তী দুটি দায়িত্ব একসঙ্গে পালন করলে স্বার্থের সংঘাত ঘটতে পারে বলেও ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে।

হয় কমেন্ট্রি নয় আইপিএল, সচিন-সৌরভকে বাছতে বলল বিসিসিআই

সুনীল গাভাস্কর, হরভজন সিং, অনিল কুম্বলে, সঞ্জয় মঞ্জেরেকর, বীরেন্দ্র শেহবাগ, গৌতম গম্ভীর, ইরফান পাঠানদের মতো প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে ইংল্যান্ড বিশ্বকাপে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যায় সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণকেও। একাধারে প্রথম জন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের পরামর্শদাতা, দ্বিতীয় জন দিল্লি ক্যাপিটলসের টেকনিক্য়াল অ্যাডভাইজার এবং তৃতীয় জন সাইরাইজার্স হায়দরাবাদের মেন্টরও বটে।

অন্যদিকে, টার্বুনেটর ভাজ্জিকে ভারতীয় দলের জার্সিকে দেখা না গেলেও চেন্নাই সুপার কিংসের জার্সিতে তাঁকে এবারও আইপিএল কাঁপাতে দেখা গেছে। কিন্তু এখন থেকে তা করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট প্রদত্ত লোধা প্যানেলের গড়ে দেওয়া বিসিসিআইয়ের এথিক্স কমিটি। এথিক্স অফিসার ডি কে জৈনের মতে, দেশের প্রাক্তন ক্রিকেটাররা দুটি দায়িত্ব একসঙ্গে পালন করলে অভ্যন্তরীণভাবে স্বার্থের সংঘাত ঘটতে বাধ্য।

উল্লেখ্য, এই ইস্যুতে সচিন, সৌরভ এবং লক্ষ্মণকে তলব করেছিল বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি। কিন্তু তাতে সাড়া দিতে অস্বীকার করেন মাস্টার ব্লাস্টার।

English summary
Choose Commentry or IPL roles, BCCI tells Sachin Tendulkar, Sourav Ganguly.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X