For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যে তিন মাইলস্টোন ছুঁতে পারেন ভারতের পূজারা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যে তিন মাইলস্টোন ছুঁতে পারেন ভারতের পূজারা

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়া আইপিএল-কে পিছনে ফেলে ভারতীয় ক্রিকেটারদের সামনে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল সামলানোর চ্যালেঞ্জ। টুর্নামেন্টের প্রথম ফাইনাল জিততে মরিয়া বিরাট কোহলিরা। দলের প্রতিটি সদস্য যে ছন্দে রয়েছেন, তাতে সাফল্য আসবে বলে আশা করেন ভারতীয় ক্রিকেট প্রেমীরাও। এ লড়াইয়ে যে ব্যাটসম্যানের ওপর আলাদা নজর থাকবে, তিনি হলেন চেতেশ্বর পূজারা। যিনি এই ফাইনালে চেষ্টা করলেই তিন মাইলস্টোন ছুঁতে পারেন। সেগুলি কী কী, দেখে নেওয়া যাক।

পাখির চোখ টোকিও অলিম্পিক্স, ক্রোয়েশিয়ার পথে ভারতীয় শুটাররাপাখির চোখ টোকিও অলিম্পিক্স, ক্রোয়েশিয়ার পথে ভারতীয় শুটাররা

দ্বিশতরানে গাভাসকরকে ছোঁয়ার মুখে পূজারা

দ্বিশতরানে গাভাসকরকে ছোঁয়ার মুখে পূজারা

ভারতীয় দলের জার্সিতে টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত তিনটি অর্ধশতরান রয়েছে চেতেশ্বর পূজারার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের এক ইনিংসে ২০০-এর ঘরে প্রবেশ করতে পারলে কিংবদন্তি সুনীল গাভাসকরকে (৪টি টেস্ট দ্বিশতরান) ধরে ফেলবেন ভারতীয় ব্যাটসম্যান। স্বদেশী ক্রিকেটারদের তালিকার শীর্ষ স্থানে থাকা বিরাট কোহলি টেস্টে সাত বার দ্বিশতরান করেছেন। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের ঝুলিতে যথাক্রমে ৬ এবং ৫টি টেস্ট দ্বিশতরান রয়েছে।

টেস্টে সাড়ে ৬ হাজার রান

টেস্টে সাড়ে ৬ হাজার রান

ভারতীয় দলের হয়ে ৮৫টি টেস্ট ম্যাচ খেলে ৪৬.৬-র গড়ে ৬২৪৪ রান করেছেন চেতেশ্বর পূজারা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আর ২৫৬ রান করলে ৬৫০০-এর ঘরে প্রবেশ করবেন ডান হাতি ব্যাটসম্যান।

২০টি টেস্ট শতরান

২০টি টেস্ট শতরান

ভারতীয় দলের এখনও পর্যন্ত টেস্টে ১৮টি শতরান হাঁকিয়েছেন চেতেশ্বর পূজারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দুই ইনিংসেই তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারলে ২০টি শতরানের মালিক হবেন ডান হাতি ব্যাটসম্যান। বীরেন্দ্র শেহওয়াগ (২৩) ও মহম্মদ আজহারউদ্দিনের (২২) খুব কাছাকাছি পৌঁছে যাবেন পূজারা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

করোনা ভাইরাসের আবহে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনাল ম্যাচ ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা। আগামী ১৮ জুন থেকে সাউদাম্পটনে ভারত বনাম নিউজিল্যান্ডের যুদ্ধ শুরু হওয়ার কথা। ম্যাচ সময়ের আগে শেষ না হয়ে গেলে ২২ জুন ওই ফাইনালের পঞ্চম দিনের খেলা অনুষ্ঠিত হবে।

English summary
Cheteshwar Pujara will reach to the three milestones in World Test Championship final
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X