For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গাভাসকর-বিরাটের ক্লাবে প্রবেশের থেকে ৪৫ রান দূরে পূজারা, আহমেদাবাদে সুযোগ

গাভাসকর-বিরাটের ক্লাবে প্রবেশের থেকে ৪৫ রান দূরে পূজারা, আহমেদাবাদে সুযোগ

  • |
Google Oneindia Bengali News

আগামী ৪ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচ জিতলে সিরিজ কব্জা করার পাশাপাশি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছবে বিরাট কোহলি শিবির। একই ম্যাচে আর ৪৫ রান করতে পারলেই কিংবদন্তি সুনীল গাভাসকরকে ধরে ফেললেন ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পূজারা

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পূজারা

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি চেতেশ্বর পূজারা। কিন্তু একই প্রেক্ষাপটে ব্রিটিশদের বিরুদ্ধে ১২টি টেস্ট খেলে ৫৩.০৫-এর গড়ে ৯৫৫ রান করেছেন সৌরাষ্ট্রের ব্যাটসম্যান। সামিল রয়েছে চারটি শতরান। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে পূজারার সর্বোচ্চ স্কোর অপরজিত ২০৬।

নজিরের থেকে ৪৫ রান দূরে

নজিরের থেকে ৪৫ রান দূরে

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। ওই ম্যাচে ৪৫ রান করতে পারলেই এক বিশেষ ক্লাবে প্রবেশ করবেন চেতেশ্বর পূজারা। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১ হাজার রান পূর্ণ করবেন ভারতীয় ব্যাটসম্যান।

তালিকায় গাভাসকর, কোহলি, বিশ্বনাথ

তালিকায় গাভাসকর, কোহলি, বিশ্বনাথ

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে রয়েছেন কিংবদন্তি সুনীল গাভাসকর। ২২ ম্যাচ খেলে ১৩৩১ রান করেছেন লিটল মাস্টার। তালিকার দ্বিতীয় স্থানে থাকা গুন্ডাপ্পা বিশ্বনাথ ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ১৭টি টেস্ট খেলে ১০২২ রান করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে ১২টি টেস্ট খেলে ১০১৫ রান করা বিরাট কোহলি তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন।

অনেকটা পিছিয়ে সচিন

অনেকটা পিছিয়ে সচিন

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান রয়েছে সচিন তেন্ডুলকরের। কিন্তু ঘরের মাঠে একই দলের বিরুদ্ধে লাল বলের ফর্ম্যাটে এক হাজার রান পূর্ণ করতে পারেননি। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১৫টি ম্যাচ খেলে ৯৬০ রান করেছেন মাস্টার ব্লাস্টার।

English summary
Cheteshwar Pujara will join Virat Kohli and Sunil Gavaskar in an elusive list against England
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X