For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ICC WTC Final: ওয়াগনারের বলে ভাঙল হেলমেট, পূজারার ফর্ম চিন্তা বাড়াচ্ছে

Google Oneindia Bengali News

সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম ইনিংসে হতাশ করলেন চেতেশ্বর পূজারা। ৮৫ মিনিট ক্রিজে কাটালেও দুই অঙ্কের রানে পৌঁছানোর আগেই প্যাভিলিয়নে ফিরতে হল তাঁকে।

রানের খরা

রানের খরা

৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ৭৩ রান করেছিলেন। তারপর থেকে টেস্টে তাঁর রান যথাক্রমে ১৫, ২১, ৭, ০, ১৭ এবং আজকের ৮। ব্যাটিং লাইন-আপে যে পূজারা বছরের পর বছর ধরে তিন নম্বরে নেমে ভরসা দিয়ে আসছেন টেস্ট ক্রিকেটে, সাম্প্রতিক ফর্ম তাই একেবারেই পূজারা-সুলভ নয়। শুধু তাই নয়, পূজারার ব্যাট থেকে শেষ শতরান এসেছিল ২০১৯ সালের ৩ জানুয়ারি। শতরানের খরার নিরিখে তাই তিনি পিছনে ফেলেছেন বিরাট কোহলিকেও। সিডনি টেস্টে ১৯৩ রান করেছিলেন, ২০১৮-১৯ মরশুমে অস্ট্রেলিয়া সফরে তিনটি শতরানও পেয়েছিলেন পূজারা। তারপর ২৯টি ইনিংসে একটিও শতরান নেই।

শতরান নেই

শতরান নেই

এই ২৯টি ইনিংসে আটটি অর্ধশতরান করেছেন পূজারা। কিন্তু ৮১-র বেশি করতে পারেননি। এই ৮১ রানের ইনিংস খেলেছিলেন ২০১৯ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তনমে। গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চ টেস্টে তাঁর রান ছিল যথাক্রমে ১১, ১১, ৫৪ ও ২৪। অস্ট্রেলিয়া সফরে তিনটি অর্ধশতরান এসেছিল পূজারার ব্যাট থেকে, সর্বাধিক সিডনিতে ৭৭। ব্রিসবেন টেস্টে প্রথম ইনিংসে ২৫ করলেও দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৫৬ রান।

ফের ব্যর্থ

ফের ব্যর্থ

আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম রানের জন্য পূজারাকে অপেক্ষা করতে হয় ৩৬ বল অবধি। ইনিংসে ৩৬ ও ৩৭তম বলে নিল ওয়াগনারকে দুবার বাউন্ডারির বাইরে পাঠান। কিন্তু ৮ রানের বেশি করতে পারেননি। ট্রেন্ট বোল্টের বলে লেগ বিফোর হন। রিভিউ নিতে চাইছিলেন। কিন্তু উইকেটের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলি নিশ্চিত না থাকায় রিভিউ না নিয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন।

হেলমেট ভাঙল

হেলমেট ভাঙল

এদিন শুভমান গিল ও চেতেশ্বর পূজারার হেলমেটে লাগে দুটি বাউন্সার। ১৬.৫ ওভারে কাইল জেমিসনের বল লেগেছিল গিলের হেলমেটে। গিল তখন ৪৫ বলে ২৩ রানে ব্যাট করছেন। আর পূজারার ইনিংসের ৪৪তম বলটি হেলমেটে লাগে। নিল ওয়াগনারের শর্ট বলে পূজারার হেলমেট ভেঙে যায়। দুই ক্ষেত্রেই ফিজিও দৌড়ে মাঠে এলেও ব্যাটসম্যানদের খেলতে অসুবিধা হয়নি। যদিও পূজারা বোল্টের বলে আউট হন ৫৪ বলে ৮ রান করে। তাঁর ফর্ম ইংল্যান্ড সফরে নিশ্চিতভাবেই চিন্তায় রাখবে ভারতের টিম ম্যানেজমেন্টকে।

English summary
Cheteshwar Pujara's Wait For Test Century Continues As He Was Out For Only 8 In ICC WTC Final. He Was Surprised With Wagner's Short Ball Which Hits Pujara's Helmet.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X