For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চেতেশ্বর পূজারা বর্ষশেষে স্বস্তিতে, সিরিজের সেরা হয়ে কাকে কৃতিত্ব দিলেন? একনজরে কামব্যাকের পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে একই সময় ভারতীয় টেস্ট দল থেকে ছিটকে গিয়েছিলেন। চলতি বছরের গোড়ায় দক্ষিণ আফ্রিকা সফরের পর তাঁদের বলা হয়েছিল প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ফের কামব্যাকের প্রয়াস চালাতে। রাহানে ফিরতে পারেননি এখনও। তবে পূজারা ফিরলেন দারুণভাবেই।

পূজারা সিরিজের সেরা হয়ে কাকে কৃতিত্ব দিলেন?

কাউন্টি ক্রিকেটে সফল। ভারতে ফিরেও ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করেন চেতেশ্বর পূজারা। ব্যাটিং স্ট্র্যাটেজিও বদলান। স্বভাববিরুদ্ধভাবে ঝোড়ো ইনিংসও উপহার দেন। কাউন্টিতে ভালো পারফরম্যান্সের সুবাদেই বার্মিংহ্যাম টেস্টে খেলেন। ১৩ ও ৬৬ রান করেছিলেন। এরপর ফের সুযোগ মিলল বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে। চট্টগ্রামে ৯০ ও অপরাজিত ১০২। মীরপুরে পূজারা করেন ২৪ ও ৬ রান।

রোহিত শর্মা চোটের কারণে ছিটকে যাওয়ার পর লোকেশ রাহুলের হাতে ক্যাপ্টেন্সির ব্যাটন যায়। তাঁর ডেপুটি হিসেবে পূজারাকে করা হয় সহ অধিনায়ক। এরপর সিরিজের শেষে সিরিজ-সেরার পুরস্কার আপাতত নিশ্চিত করে দিল ভারতীয় টেস্ট দলে পূজারার জায়গা। পূজারার কথায়, দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক একটা সিরিজ গেল। আমি নিজের খেলাকে নিয়ে অনেক ঘষামাজা করেছি। অনেক প্রথম শ্রেণির ম্যাচে নেমে ছন্দ পেয়ে নিজের খেলা চালিয়ে যেতে পেরেছি। সেটাই রান পাওয়ার ক্ষেত্রে সহায়ক হয়েছে।

পূজারা ভারতের হয়ে টেস্ট খেলেন। টেস্ট সিরিজের মাঝে যে বিরতি থাকে সেটাকে প্রস্তুতির দারুণ সময় বলে মনে করেন পূজারা। তিনি বলেন, টেস্ট ম্যাচের মধ্যে পর্যাপ্ত বিরতি থাকে। সেটা প্রস্তুত হওয়ার ক্ষেত্রে সহায়ক। খেলার উন্নতি ঘটাতে গেলে প্রথম শ্রেণির ক্রিকেট খেলাই সেরা উপায়। মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। যদি কেউ মানসিকভাবে শক্তিশালী থাকেন এবং প্রস্তুতি ভালো থাকে, তাহলে ভালো কিছুই যে হবে সেটা আমি বিশ্বাস করি। উল্লেখ্য, বাংলাদেশে টেস্ট সিরিজের আগে পূজারা ভারতীয় এ দলের হয়েও ম্যাচ খেলেছেন। তার আগে সৈয়দ মুস্তাক আলি টি ২০ ও বিজয় হাজারে ট্রফিতেও নেমেছিলেন। দেশে ফিরে রঞ্জি খেলেই অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুত হওয়ার প্রক্রিয়া চালাবেন পূজারা।

English summary
Cheteshwar Pujara Receives Player Of The Series. Pujara Credits First-Class Cricket For His Success.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X