For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চেতেশ্বর পূজারা যেন জস বাটলার! আইপিএলে ব্রাত্য থেকে সাসেক্সের হয়ে কাউন্টিতে টানা শতরান

Google Oneindia Bengali News

জস বাটলার আইপিএলে ইতিমধ্যেই তিনটি শতরান হাঁকিয়েছেন। আর বাটলারের দেশে গিয়ে আইপিএলে ব্রাত্য থাকা চেতেশ্বর পূজারাও শতরানের ফুলঝুরি ছোটাচ্ছেন। ডার্বিশায়ারের বিরুদ্ধে করেছিলেন দ্বিশতরান, যা ফলো অনে বাধ্য হওয়া সাসেক্সকে ম্যাচ ড্র রাখতে সাহায্যে করেছিল। আর এবার ওরচেস্টারশায়ারের বিরুদ্ধে পূজারার শতরানই লজ্জার হাত থেকে বাঁচাল সাসেক্সকে।

পরিত্রাতা পূজারা

ওরচেস্টারশায়ারের প্রথম ইনিংসে ৪৯১ রানের জবাবে খেলতে নেমে প্রথম বলেই জ্যাক লিচের শিকার হয়েছিলেন আলি অর। এরপরই অধিনায়ক টম হেন্সের সঙ্গে জুটি বাঁধেন পূজারা। ডার্বিশায়ারের বিরুদ্ধে হেন্স দ্বিতীয় ইনিংসে করেছিলেন ২৪৩। চারে নামা চেতেশ্বর পূজারা অপরাজিত ছিলেন ৩৮৭ বলে ২০১ রানে। মেরেছিলেন ২৩টি চার। পূজারা ও হেন্স গড়েছিলেন ৩৫১ রানের পার্টনারশিপ। তবে গতকাল হেন্স দলের ৩৪ রানের মাথায় আউট হন, ৩০ বলে ব্যক্তিগত ২৬ রানে। টম ক্লার্ককে নিয়ে এরপর পূজারা দলকে পৌঁছে দেন ১৫৫ রানে। ১২১ রানের পার্টনারশিপে ক্লার্কের অবদান ১০৬ বলে ৪৪। ক্লার্ক ফেরার পরের বলেই পাকিস্তানের তারকা উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান জ্যাক লিচের বলে কট বিহাইন্ড হন। ১৫৫ রানেই পঞ্চম উইকেটটিও হারায় সাসেক্স। জেমি অ্যাটকিন্সও লিচের শিকার।

তিনে নেমে বিপর্যয় সামলালেন

তিনে নেমে বিপর্যয় সামলালেন

গতকাল দিনের শেষে চেতেশ্বর পূজারা অপরাজিত ছিলেন ৮৫ রানে। সাসেক্সের প্রথম ইনিংসের স্কোর ছিল ৫ উইকেটে ১৬৯। কাউন্টিতে সাসেক্সের হয়ে প্রথম ম্যাচে পূজারা দুই ইনিংসেই নেমেছিলেন চার নম্বরে। তবে এই ম্যাচে তাঁকে পছন্দের তিন নম্বরেই নামানো হয়। দলের আস্থার মর্যাদা দিয়ে তিনি সর্বাধিক রান করলেন, পরপর দুই ইনিংসে শতরান হাঁকালেন। কেন না, ডার্বিশায়ারের বিরুদ্ধে ফলো অনে বাধ্য হওয়া সাসেক্সের দ্বিতীয় ইনিংসে পূজারা অপরাজিত ডাবল সেঞ্চুরি হাঁকান। আর এবার শতরান এল প্রথম ইনিংসে। গতকাল পূজারা অর্ধশতরান পূর্ণ করেছিলেন ১০৯ বলে।

টানা দ্বিতীয় শতরান

ইনিংসের ৬১তম ওভারে ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলা স্পিনার জ্যাক লিচের তৃতীয় বলটিতে চার মেরে শতরানে পৌঁছান পূজারা। শতরান করতে নিলেন ১৮৪ বল। যদিও এরপর আর বেশিক্ষণ তিনি ক্রিজে টিকতে পারেননি। ৬৬.৪ ওভারে দলের ২০২ রানের মাথায় পূজারা সাজঘরে ফেরেন ডিলন পেনিংটনের বলে এড পোলকের হাতে ক্যাচ দিয়ে। ২৮০ মিনিট ক্রিজে কাটিয়ে ২০৬ বলে ১০৯ রান করেন পূজারা।

টেস্ট দলের দরজা খুলবে?

টেস্ট দলের দরজা খুলবে?

মহম্মদ আজহারউদ্দিনের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দ্বিশতরান হাঁকিয়েছিলেন পূজারা। তার আগে টানা ৫২টি ইনিংসে তাঁর ব্যাটে শতরান আসেনি। এরপর এদিনের শতরান নিঃসন্দেহে পূজারার আত্মবিশ্বাস বাড়াবে। দ্বিশতরান হাঁকানোর পরই বলেছিলেন, সাসেক্সের হয়ে আরও এমন বড় ইনিংস খেলতে চান। সেই কথা রাখলেন। দক্ষিণ আফ্রিকা সফরের পর পূজারাকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়। সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ বোর্ডকর্তা ও নির্বাচকদের বার্তা ছিল, রঞ্জিতে ভালো খেললে তবেই দলে কামব্যাক করা যাবে। দলের দরজা বন্ধ হয়নি, সেই বার্তাও দেওয়া হয়। রঞ্জিতে সৌরাষ্ট্রর হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে ০ ও ৯১, গোয়ার বিরুদ্ধে ৮ এবং ওডিশার বিরুদ্ধে ২৮ ও অপরাজিত ৬৪ করেন পূজারা। তারপর কাউন্টিতে যাওয়ার সিদ্ধান্ত। জুলাইয়ে ইংল্যান্ডে ভারত একটি টেস্ট খেলবে। কাউন্টির পারফরম্যান্স সেই দলে পূজারাকে জায়গা করে দেয় কিনা সেটাই দেখার।

English summary
Cheteshwar Pujara Hits Consecutive Hundreds For Sussex In County Championship Division Two. Pujara Has Scored 109 Off 206 Balls Against Worcestershire.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X