For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম ইংল্যান্ড সিরিজে পূজারার অবাঞ্ছিত রেকর্ড, টপকে গেলেন টেলরকে

ভারত বনাম ইংল্যান্ড ২০২১ : পূজারার অবাঞ্ছিত রেকর্ড, টপকে গেলেন টেলরকে

  • |
Google Oneindia Bengali News

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে চলতে থাকা দ্বিতীয় টেস্টে টানটান লড়াই চলছে। চতুর্থ ইনিংসে ইংল্যান্ডকে পাহাড়প্রমাণ লক্ষ্য দিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন রবিচন্দ্রণ অশ্বিন ও বিরাট কোহলি। যাঁরা ব্যর্থ হয়েছেন তাঁদের মধ্যে অন্যতম চেতেশ্বর পূজারা। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে রান আউট হয়েছেন চেতেশ্বর পূজারা। সঙ্গে এক অবাঞ্ছিত রেকর্ডের মালিক হয়েছেন ভারতীয় ব্যাটসম্যান।

৭ রান করে আউট পূজারা

৭ রান করে আউট পূজারা

চেন্নাইয়ের চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৩ বলে ৭ রান করে রান আউট হয়েছেন চেতেশ্বর পূজারা। রান নিতে গিয়ে ক্রিজে ঢোকার ঠিক আগের মুহুর্তে তাঁর হাত থেকে ব্যাট পরে যাওয়ায় বিপর্যয় ঘটে যায়। পূজারাকে আউট করেন ওলি পোপ।

নবম বার রান আউট পূজারা

নবম বার রান আউট পূজারা

২০১০ সালে ভারতীয় দলের হয়ে প্রথম বার টেস্ট খেলেন চেতেশ্বর পূজারা। তারপর থেকে এখনও পর্যন্ত টেস্টে মোট ৯ বার রান আউট হয়েছেন ভারতীয় ব্যাটসম্যান। গত ১১ বছরে টেস্টে এতবার রান আউট হননি বিশ্বের অন্য কোনও ব্যাটসম্যান।

দ্বিতীয় স্থানে রয়েছেন রুট

দ্বিতীয় স্থানে রয়েছেন রুট

লজ্জাজনক এই নজির গড়ার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন জো রুট। গত ১১ বছরে টেস্টে আট বার রান আউট হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। একই সময়কালে টেস্টে ৬ বার রান আউট হয়েছেন নিউজিল্যান্ডের রস টেলর, পাকিস্তানের আজহার আলি ও শ্রীলঙ্কার রঙ্গনা হেরথ।

পূজারার টেস্ট কেরিয়ার

পূজারার টেস্ট কেরিয়ার

এই ম্যাচের আগে পর্যন্ত ভারতের হয়ে ৮২টি টেস্ট খেলেছেন চেতেশ্বর পূজারা। ৬১৯৯ রান এসেছে তাঁর ব্যাট থেকে। টেস্টে ১৮টি শতরান ও ২৯টি অর্ধশতরান এসেছে পূজারার ব্যাট থেকে। তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ২০৬।

ইংল্যান্ডের টার্গেট ৪৮২, অশ্বিনের পঞ্চম টেস্ট শতরানে রুটদের হার নিশ্চিতইংল্যান্ডের টার্গেট ৪৮২, অশ্বিনের পঞ্চম টেস্ট শতরানে রুটদের হার নিশ্চিত

English summary
Cheteshwar Pujara has been run out 9 times in his test career since his debut
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X