For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রঞ্জিতে ফের ব্যর্থ চেতেশ্বর! পূজারা-রাহানের ভবিষ্যৎ নিয়ে বিরাট মন্তব্য রোহিতের

Google Oneindia Bengali News

ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দুই টেস্টের সিরিজের প্রথম টেস্ট কাল থেকে শুরু মোহালিতে। বিরাট কোহলির শততম টেস্টেই টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করতে চলেছেন রোহিত শর্মা। ভারতীয় দলে তিন ও পাঁচ নম্বর জায়গাটিতে কারা সুযোগ পাবেন তা নিয়ে চলছে জল্পনা। কেন না, চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানের বিকল্প খুঁজে নেওয়ার বড় সুযোগ এই সিরিজেই।

বিকল্পের সন্ধান

বিকল্পের সন্ধান

তিনে নামানো হতে পারে দুরন্ত ফর্মে থাকা শ্রেয়স আইয়ারকে। তিনটি টি ২০ আন্তর্জাতিকে শ্রেয়সকে আউটই করতে পারেনি শ্রীলঙ্কা। রাহানের বিকল্প হিসেবে দৌড়ে শুভমান গিল ও হনুমা বিহারী। গিলকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট মিডল অর্ডারেই খেলাতে চাইছে। এমনিতে রোহিত শর্মা ও লোকেশ রাহুল পরবর্তী টেস্টগুলিতে ওপেন করবেন। এই সিরিজে হয় ময়াঙ্ক আগরওয়ালই যাবেন রোহিতের সঙ্গে। আবার যদি গিলকে ওপেনার ভাবা হয়, তাহলে মিডল অর্ডারে খেলানো যাবে বিহারীকে। রোহিত আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথম একাদশ খোলসা করেননি। ফলে টসের আগে জানা যাবে না প্রথমেই কাদের পূজারা ও রাহানের বিকল্প ভাবা হচ্ছে।

ফের ব্যর্থতা

ফের ব্যর্থতা

পূজারা, রাহানেদের রঞ্জিতে রান করে আত্নবিশ্বাস বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে তাঁরা উল্লেখযোগ্য পারফরম্যান্স উপহার দিতে পারেননি। চলতি রঞ্জি ট্রফিতে তৃতীয় ম্যাচে গোয়ার বিরুদ্ধে আজ পূজারা চারে নেমে ৪৭ বলে ২৮ রানের বেশি করতে পারেননি, মেরেছেন চারটি বাউন্ডারি। দক্ষিণ আফ্রিকা সফরের পর ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়ার পর রঞ্জিতে পূজারা মুম্বইয়ের বিরুদ্ধে ০ ও ৯১ এবং ওডিশার বিরুদ্ধে ৮ রানে সাজঘরে ফিরেছিলেন। অথচ সৌরাষ্ট্রেরই চিরাগ জনি ওডিশা ম্যাচে ২৩৫ রান করার পর আজ ১৯০ বলে ১৪০ রানের ইনিংস খেলেছেন পূজারার ঠিক আগে নেমে। ২২টি চার ও ২টি ছক্কা রয়েছে তাঁর ইনিংসে।

নজরে রাহানে

নজরে রাহানে

অজিঙ্ক রাহানের অবস্থা পূজারার চেয়ে কিছুটা ভালো। সৌরাষ্ট্রের বিরুদ্ধে ১২৯ করেও অবশ্য শ্রীলঙ্কা সিরিজের দলে জায়গা পানননি। গোয়ার বিরুদ্ধে তিনি প্রথম ইনিংসে শূন্য ও দ্বিতীয় ইনিংসে ৫৬ রানের ইনিংস খেলেছিলেন। মুম্বই তৃতীয় ম্যাচটি খেলছে ওডিশার বিরুদ্ধে। ওডিশা প্রথমে ব্যাট করছে। ফলে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট চলাকালীন রঞ্জিতে রাহানের ব্যাট জ্বলে ওঠে কিনা সেদিকে নজর থাকবে।

পাশে রোহিত

পাশে রোহিত

বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের সেন্ট্রাল কনট্রাক্টে গ্রেডে এক ধাপ করে নেমে গিয়েছেন পূজারা ও রাহানে। তবে ভারতীয় টেস্ট দলের চমকপ্রদ সাফল্যে তাঁদের কথা উঠে এসেছে রোহিত শর্মার কথায়। তিনি বলেছেন, রাহানে ও পূজারার বিকল্প হয়ে ওঠার কাজটা মোটেই সহজ নয়। এই দুই ক্রিকেটার দেশের জন্য যা করেছেন তা ভাষায় প্রকাশ করা যায় না। কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে ৮০-৯০টি টেস্ট খেলেছেন। বিদেশের মাটিতে জয়ে অবদান রেখেছেন। ভারত যে টেস্টে ১ নম্বর দল হয়েছে তার পিছনে এঁদের পারফরম্যান্সের ভূমিকা অনস্বীকার্য। এমনটা নয় যে ভবিষ্যতেও পূজারা, রাহানের কথা ভাবা হবে না। নির্বাচকরাও বলেছেন, এই মুহূর্তে তাঁদের কথা ভাবা হচ্ছে না। ফলে পূজারা, রাহানের মতো ক্রিকেটার ভালোভাবেই আমাদের পরিকল্পনার অঙ্গ হিসেবে রয়েছেন।

English summary
Cheteshwar Fails Again In Ranji Trophy Against Goa. Indian Captain Rohit Sharma Feels Rahane, Pujara Big Shoes To Fill, Not Going To Be Easy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X