For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021: কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েই প্লে অফ পাকা করতে চাইছে ধোনির চেন্নাই সুপার কিংস

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্যাচে কাল আবু ধাবিতে ভারতীয় সময় বিকেল সাড়ে ৩টেয় মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। আইপিএলের দ্বিতীয়ার্ধে দুই দলই দুটি ম্যাচেই জিতেছে। কেকেআরের খেলায় উল্লেখযোগ্য উন্নতি দেখা গিয়েছে। আরসিবিকে প্রথম ম্যাচে ৯২ রানে অল আউট করে ৯ উইকেটে জিতে ইয়ন মর্গ্যানের দল সাত থেকে ছয়ে উঠে এসেছিল। এরপর মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে নাইটরা উঠে এসেছেন চারে। সংযুক্ত আরব আমিরশাহীতে এই দুই দলকেই হারিয়ে চলতি আইপিএলে টানা ৫টি ম্যাচ জিতেছে ধোনির সিএসকে।

কঠিন চ্যালেঞ্জের মুখে নাইটরা

কঠিন চ্যালেঞ্জের মুখে নাইটরা

আইপিএলের প্রথমার্ধে নাইটরা সাতটি ম্যাচে মাত্র দুটিতে জয়ের মুখ দেখেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে ওপেনার বরুণ চক্রবর্তীর বিধ্বংসী ফর্ম, সেই সঙ্গে শুভমান গিল ও রাহুল ত্রিপাঠির ব্যাটিং এবং বল হাতে বরুণ চক্রবর্তী, সুনীল নারিনের পারফরম্যান্স নাইটদের প্রথম চারে তুলে নিয়ে এসেছে। যদিও এখনও অবধি কেকেআরের চার থেকে ছয় নম্বর ব্যাটসম্যানদের ফর্ম বাকিদের তুলনায় বেশ খারাপ, মিডল অর্ডারের ব্যাটিং স্ট্রাইক রেট ১২০-র মতো। দুই ম্যাচেই টপ অর্ডার নাইটদের উতরে দিলেও চেন্নাই সুপার কিংস ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হতেই পারে কেকেআর মিডল বা লোয়ার মিডল অর্ডারকে। উল্লেখ্য, চলতি আইপিএলের প্রথম সাক্ষাতেই ৫.২ ওভারে ৩১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়েছিল কেকেআর। এরপর দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল ও প্যাট কামিন্স ঝোড়ো ব্যাটিং করেও পরাজয় ঠেকাতে পারেননি। চেন্নাই সুপার কিংসের বোলাররা ডেথ ওভারে বৈচিত্র্যপূর্ণ ও বুদ্ধিদীপ্ত বোলিং করে বিপক্ষ ব্যাটসম্যানদের কাজ কঠিন করে দিচ্ছেন।

দুরন্ত ছন্দে সিএসকে

দুরন্ত ছন্দে সিএসকে

চেন্নাই সুপার কিংসও যেভাবে প্রতিকূল পরিস্থিতি থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে তাতে কোনও বিভাগ নিয়েই উদ্বেগ নেই। গতকালের ম্যাচে মঈন আলিকে দিয়েই বোলিংই করাননি ধোনি। এমনকী বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কলের মারমুখী ব্যাটিং সত্ত্বেও পাঁচ বোলারেই আস্থা রেখেছেন ধোনি। উইকেটের চরিত্র বুঝে বোলিং পরিবর্তনে নিশ্চিত হয়েছে ব্রেক থ্রু। অভিজ্ঞ ডোয়েইন ব্র্যাভা গতির তারতম্য ঘটিয়ে একই ওভারে বিভিন্ন রকম বোলিং করে ব্যাটসম্যানদের বোকা বানিয়ে সাফল্য পাচ্ছেন। মহেন্দ্র সিং ধোনির ক্রিকেটীয় মস্তিষ্কও সিএসকে-র সাফল্যের অন্যতম বড় কারণ। সর্বোপরি ধোনি জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরশাহীতে তিন মাঠের ভিন্ন চরিত্র। কিন্তু প্রথমার্ধের মতোই আইপিএলের দ্বিতীয়ার্ধেও দলের ক্রিকেটাররা পরিস্থিতি বুঝে নিয়ে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালনে মনোনিবেশ করেছেন।

দুই দল কেমন হতে পারে?

দুই দল কেমন হতে পারে?

রবিবাসরীয় ম্যাচে দুই দলেই পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। প্লে অফ নিশ্চিত করেই ধোনিরা কিছু রদবদলের পথে হাঁটতে পারেন। কালকের ম্যাচে ৫৪ রান করলে আইপিএলে ৪ হাজার রান পূর্ণ করবেন দীনেশ কার্তিক। চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ- ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ দু প্লেসি, মঈন আলি, অম্বাতি রায়ুডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ডোয়েইন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জশ হ্যাজলউড বা স্যাম কারান।
কলকাতা নাইট রাইডার্স- শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতীশ রানা, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী।

পরিসংখ্যানে এগিয়ে সিএসকে

পরিসংখ্যানে এগিয়ে সিএসকে

দুই দলের শেষ পাঁচটি সাক্ষাতে চারটি ম্যাচেই জিতেছে চেন্নাই সুপার কিংস। গত বছরের আইপিএলে প্রথম সাক্ষাতে সিএসকে ৬ উইকেটে জিতলেও ফিরতি ম্যাচে কেকেআর জিতেছিল ১০ রানে। এখনও অবধি আইপিএলে দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে ২৬ বার। ১৬টিতে জিতেছে সিএসকে, ৯টিতে কেকেআর, একটি ম্যাচ অমীমাংসিত ছিল। এবারের আইপিএলে প্রথম সাক্ষাতে ফাফ দু প্লেসির অপরাজিত ৯৫ ও ঋতুরাজ গায়কোয়াড়ের ৬৪ রানের দৌলতে সিএসকে ৩ উইকেটে ২২০ তুলেছিল। কেকেআর ম্যাচ হেরে যায় ১৮ রানে। প্যাট কামিন্স ৩৪ বলে ৬৬ করে অপরাজিত থাকেন। আন্দ্রে রাসেল ২২ বলে ৫৪ রান করে স্যাম কারানের শিকার হন। দীনেশ কার্তিক ২৪ বলে ৪০ রান করেছিলেন। দীপক চাহার ২৯ রানে ৪টি এবং লুঙ্গি এনগিডি ২৮ রানের বিনিময়ে ৩ উইকেট নেন।

English summary
Chennai Super Kings Will Confirm IPL Play Off Spot If They Beat Kolkata Knight Riders In Abu Dhabi Tomorrow. In Their First Meeting CSK Beat KKR By 18 Runs In Mumbai.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X