১৪ দিন পর আইপিএলের প্রস্তুতি শুরু ধোনিদের, সিএসকে শিবিরে পুনর্মিলন
১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পর্ব কাটানোর পর ফের একসঙ্গে মিলিত হল চেন্নাই সুপার কিংস। একই সঙ্গে দুবাইতে আইপিএলের অনুশীলনও শুরু করে দিলেন মহেন্দ্র সিং ধোনিরা। যদিও দলের করোনা আক্রান্ত ক্রিকেটারদের আরও কিছুদিন আইসোলেশনেই থাকতে হবে।

১৪ দিন পর পুনর্মিলন
১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পর্ব কাটানোর পর ফের এক জায়গায় মিলিত হলেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা। শুক্রবার সকালে দুবাইয়ের তাজ হোটেলের ডাইনিং হলে জড়ো হয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দলের অধিকাংশ সদস্য।

ধোনি-ওয়াটসন কথা
হোটেলের লবিতে একই সোফার দুই দিকে বসে প্রাতঃরাশ সারতে দেখা যায় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও অস্ট্রেলিয় ব্যাটসম্যান শেন ওয়াটসনকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস। লিখেছে, 'ওয়াটু থালা দারিশানাম'। সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

দুবাইতে অনুশীলনে ধোনিরা
শুক্রবার দুবাইতে আইপিএলের জন্য অনুশীলন শুরু করল চেন্নাই সুপার কিংস। বিসিসিআইয়ের নির্দশিকা অনুযায়ী টুর্নামেন্টে অংশ নিতে চলা সব দলের ক্রিকেটারদের আমিরশাহীতে সাত দিনের জন্য কোয়ারেন্টাইন বিধি মেনে চলতে হয়। তারপরের কোভিড-১৯ টেস্টে দুই ক্রিকেটার সহ মোট ১৩ জন সদস্যের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়লে, মহেন্দ্র সিং ধোনিদের আরও সাত দিন ঘরবন্দি হয়ে থাকতে হয়।

ভারতে অনুশীলন সিএসকে-র
আইপিএল খেলতে দুবাই পৌঁছনোর আগে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে পাঁচ দিনের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছিলেন সিএসকে-র ক্রিকেটাররা। সেই শিবির কিছুটা হলেও এমএস ধোনিদের এগিয়ে রেখেছেন বলে মনে করেন সিএসকে ফ্যানরা।
ছবি সৌ:সিএসকে টুইটার