For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল হলে কী ফর্ম্যাটে কাটছাঁট! ৩ বারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের কী মত?

আইপিএল হলে কী ফর্ম্যাটে কাটছাঁট! ৩ বারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের কী মত?

  • |
Google Oneindia Bengali News

করোনা উদ্বেগ কাটিয়ে শেষ পর্যন্ত আইপিএল হলে কী টুর্নামেন্টের ফর্ম্যাটে কাটছাঁট হতে চলেছে। ভারতীয় ক্রিকেটমহলে অনেকেই এমনটা মনে করছেন। ফ্র্যাঞ্চাইজিদের মধ্যেও এই নিয়ে চর্চা। এই নিয়ে আইপিএলের তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের কী মত জেনে নেওয়া যাক।

কবে শুরু হওয়ার কথা ছিল

কবে শুরু হওয়ার কথা ছিল

২৯ মার্চ ১৩ তম আইপিএল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বজুড়ে করোনা মহামারি মারণ খেলা শুরু করায় টুর্নামেন্ট স্থগিত হয়। পরে বোর্ড অনির্দিষ্টকালের জন্য টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করে।

কবে হতে পারে আইপিএল

কবে হতে পারে আইপিএল

করোনায় বিশ্বজুড়ে এখন সংকট। বিশ্বে ৮১ লক্ষের বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত। এই পরিস্থিতিতে অক্টোবরে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের সূচি পিছিয়ে গেলে সেই সময় ফাঁকা মাঠে আইপিএল আয়োজন করতে পারে বিসিসিআই।

কেন ফর্ম্যাট বদলের সম্ভাবনা

কেন ফর্ম্যাট বদলের সম্ভাবনা

প্রথমেই বিদেশি নিয়ে সংকটে পড়তে পারে আইপিএল। করোনা মহামারীতে এখন যা পরিস্থিতি, আগামী ছয় মাস এই সংকট থাকতে চলেছে বলে অনেকেই মনে করছেন। সেক্ষেত্রে আন্তর্জাতিক বিমান পরিষেবায় হ্রাস টানা থাকবে। সেই সঙ্গে ঝুঁকি নিয়ে দেশের ক্রিকেটারদের আইপিএলে পাঠানোর ক্ষেত্রে অনেক ক্রিকেট বোর্ডই পিছিয়ে আসতে পারে। বিদেশ থেকে ক্রিকেটার এলেও তাঁদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করতে হবে। অন্যদিকে টুর্নামেন্টের ফর্ম্যাট পাল্টে ফেলা নিয়েও আলোচনা শোনা যাচ্ছে। প্রতিটি দল লিগ পর্বে হোম অ্যাওয়ে হিসেবে অন্য দলগুলির সঙ্গে দুটি ম্যাচ খেলে, এতে টুর্নামেন্ট দীর্ঘ হতে পারে। সেইকারণেই ফর্ম্যাট বদল হতে পারে বলে মনে করা হচ্ছে।

কী চাইছে চেন্নাই

কী চাইছে চেন্নাই

এই নিয়ে আইপিএলে তিনবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস তাদের মত জানিয়েছে। চেন্নাই ফ্র্যাঞ্চাইসির এক কর্তার মত, 'বিসিসিআই ২০২০ সালেই সমস্ত বাধা পেরিয়ে আইপিএল আয়োজন করার নিয়ে উদ্যোগী। বোর্ডের এই সিদ্ধান্তের প্রশংসা করতেই হবে। তবে টুর্নামেন্টে ফর্ম্যাট পাল্টানোর পক্ষে নই।ফ্র্যাঞ্চাইজি এতদিন অপেক্ষা করেছে। সেক্ষত্রে পূর্ণ সময়ের আইপিএলের পক্ষে চেন্নাই সুপার কিংস। '

কেকেআরের মত

কেকেআরের মত

প্রসঙ্গত গত সপ্তাহে কেকেআর ফ্র্যাঞ্চাইজির সিইও বেঙ্কি মাইসোরও আইপিএলের ফর্ম্যাট নিয়ে কাটাছেঁড়ার পক্ষে নয় বলে মত দিয়েছেন।

টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে কী বলছে অস্ট্রেলিয়াটি-২০ ক্রিকেট বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে কী বলছে অস্ট্রেলিয়া

English summary
chennai super kings says Don't want tinkering of IPL format
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X