For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনিকে ছাড়বে না সিএসকে, ২০২২ আইপিএল মেগা নিলামে স্রেফ ‘অনুমতি’র অপেক্ষা

ধোনিকে ছাড়বে না সিএসকে, ২০২২ আইপিএল মেগা নিলামে স্রেফ ‘অনুমতি’র অপেক্ষা

Google Oneindia Bengali News

পুরনো চাল ভাতে বাড়ে বা বলা যেতে পারে বুড়ো হাড়ের ভেল্কি। মহেন্দ্র সিং ধোনি আবার প্রমাণ করে দিয়েছেন বয়স বাড়লেও তাঁর স্ট্যামিনা কমেনি। এখনও হাঁটুর বয়সিদের বিরুদ্ধে তিনি বুক চিতিয়ে লড়াই করে জয় ছিনিয়ে আনতে পারেন। আর ক্ষুরধার মস্তিষ্ক দিয়ে দলকে জিতিয়েও দিতে পারেন। তাই এহেন ক্রিকেট রত্নকে ছাড়তে চায় না চেন্নাই সুপার কিংস।

ধোনিকে ছাড়বে না সিএসকে, ২০২২ আইপিএল মেগা নিলামে স্রেফ ‘অনুমতি’র অপেক্ষা

সিএসকে কর্তৃপক্ষ সর্বতোভাবে চেষ্টা করবে এম এস ধোনিকে দলে রেখে দিতে। চেন্নাই সুপার কিংস ধোনিকেই প্রথম খেলোয়াড় হিসেবে ধরে রাখার পরিকল্পনা করেছে। তারপর অন্যদের কথা ভাবা হবে ২০২২-এর নিলামে। চেন্নাই সুপার কিংস শুধু ২০২২-এর রিটেনশন রুলের অপেক্ষায় রয়েছে। ধোনিকে রেখে দেওয়া নিয়ে তাঁদের মধ্যে কোনএ সংশয় নেই। বরং তাঁরা এই কাজটাই সর্বাগ্রে করতে চাইছে।

৪০ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যানের অধীনে দলের পারফরম্যান্সের পর সিএসকে-তে ধোনি ছাড়া কোনও কথা নেই। সিএসকে ধোনিকে ছাড়া অন্য কিছু ভবাতে রাজি নয়। আগামী আইপিএল মরশুমের জন্য নিলামে বেশিরভাগ খেলোয়াড়কে ফ্রি করে দেওয়ার পাশাপাশি আইপিএল ২০২২-এ দুটি নতুন দলও থাকবে।

সিএসকে বলেছে, "কোন দল বা ফ্র্যাঞ্চাইজি ধোনির মতো একজনকে ধরে রাখতে চাইবে না। সব দলই চায় ধোনির মতো খেলায়াড়কে ধরে রাখতে। এবার দুটি নতুন দল যোগ দিচ্ছে আইপিএলে। ফলে প্রতিযোগিতাটি আরও জমজমাট পর্যায়ে পৌঁছবে। এবার এমন অনেক কিছু আছে ঘটনা ঘটবে। অনেক পরিবর্তন হবে। কিন্তু আমাদের এক নম্বর লক্ষ্য ধোনিকে ধরে রাখা। তার জন্য কোনও চেষ্টার কসুর করা হবে না।

সিএসকের কথায়, বিসিসিআই এবার নিলামের নিয়ম প্রকাশ করুক। তারপর নির্ধারিত নিয়ম অনুসারে বাকিটা আমরা দেখে নেব। ধোনি শুক্রবার ফাইনালের পরে বলেছিলেন যে মেগা-নিলামের সময় অগ্রাধিকার হবে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা যায় এমন দল গড়া। আবার আমি আগেও বলেছি, এটা বিসিসিআই-এর উপর নির্ভর করবে। দুটি নতুন দল এসেছে এবার। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে সিএসকে-র জন্য কী ভাল।

ফ্র্যাঞ্চাইজি যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী দল গড়তে হবে। মূল লক্ষ্য হওয়া উচিত আমাদের আগামী ১০ বছরের জন্য কে অবদান রাখতে পারে। সেটা মাথায় রেখে ভবিষ্যতের দল গড়তে হবে। আর তার জন্য আমাদের কঠোর নজর রাখতে হবে। নিলামেও সেই মতো পরিকল্পনা নিয়ে এগোতে হবে।

English summary
Chennai Super Kings plans to retain Mahendra Singh Dhoni in 2022 IPL mega auction,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X