For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রঞ্জি ট্রফি খেলার যোগ্যতা অর্জন করল চণ্ডীগড়, বিসিসিআই-র বৈঠকে সিদ্ধান্ত

রঞ্জি ট্রফি খেলার যোগ্যতা অর্জন করল চণ্ডীগড়, বিসিসিআই-র বৈঠকে সিদ্ধান্ত

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘ প্রায় চার দশকের অপেক্ষার অবসান হল। অবশেষে বিসিসিআই-র সঙ্গে সংযুক্ত হল চণ্ডীগড়।

এর অর্থ, এবার থেকে রঞ্জি ট্রফি সহ অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে আলাদা রাজ্য বা দল হিসেবে খেলতে পারবে চণ্ডীগড়। যোগ্যতা থাকলে নিজেদের এলাকা থেকেই উঠে আসতে পারবেন চণ্ডীগড়ের ক্রিকেটাররা। প্রতিভা দেখানোর জন্য অন্য রাজ্যে গিয়ে খেলতে হবে না।

রঞ্জি ট্রফি খেলার যোগ্যতা অর্জন করল চণ্ডীগড়, বিসিসিআই-র বৈঠকে সিদ্ধান্ত

এতদিন দেশের ক্রিকেট মানচিত্রে আলাদা মর্যাদা পেত না কেন্দ্রশাসিত চণ্ডীগড়। বিসিসিআই-র সঙ্গে সংযুক্ত ছিল না এই রাজ্য। ফলে এখানকার ক্রিকেটারকে হয় পাঞ্জাব নয় হরিয়ানায় গিয়ে সেখানকার খেলোয়াড়দের সঙ্গে কঠিন লড়াই করে উপরে উঠতে হত। ফলে তিন রাজ্যের ক্রিকেটারদের কাছেই সুযোগও খুব মিলত।

এই নিয়মের সমাপ্তি ঘটানোর জন্য ১৯৮২ সাল থেকে বিসিসিআই-র কাছে আবেদন করে আসছে ইউনিয়ন টেরিটোরি ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ইউটিসিএ। হবে হবে করেও বিষয়টি এতদিন বিশ বাঁও দলে পড়েছিল। শনিবার এ ব্যাপারে ফের বৈঠকে বসে। অবশেষে সেখানেই ঠিক হয় যে এবার থেকে চণ্ডীগড়কে স্বতন্ত্র ক্রিকেটীয় রাজ্য বা দলের মর্যাদা দেওয়া হবে। বিসিসিআই-র সিদ্ধান্তে স্বভাবতই খুশি ইউনিয়ন টেরিটোরি ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ইউটিসিএ।

English summary
Chandigarh finally gets BCCI affiliation after nearly four decades
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X