For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ জিততে শিখরের ভারতের টার্গেট ২৭৬

Google Oneindia Bengali News

এক ম্যাচ বাকি থাকতেই কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ পকেটে পুরে ফেলার সুযোগ ভারতের সামনে। জয়ের জন্য প্রয়োজন ২৭৬। প্রথম ম্যাচে ২৬৩ রানের টার্গেট যে দাপটের সঙ্গে শিখর ধাওয়ানের ভারত তুলে ফেলেছিল তাতে আজ অসুবিধা হওয়ার কথা নয়। টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা করেছে ৯ উইকেটে ২৭৫।

চাহালের ঘূর্ণিতে ধাক্কা

চাহালের ঘূর্ণিতে ধাক্কা

আজও শুরুটা ভালোই করেন শ্রীলঙ্কার দুই ওপেনার। ১৩.২ ওভারে ওঠে ৭৭ রান। চতুর্দশ ওভারে পরপর দুই বলে ওপেনার মিনোদ ভানুকা ও তিনে নামা ভানুকা রাজাপক্ষকে ফেরান যুজবেন্দ্র চাহাল। ৪২ বলে ৩৬ রান করেন মিনোদ ভানুকা। রাজাপক্ষ ফেরেন প্রথম বলেই। ২০.২ ওভারে শ্রীলঙ্কা ১০০ রান পেরোয়। ২৫ ওভারের মাথায় চারটি চার ও ১টি ছয়ের সাহায্যে ৭১ বলে ৫০ রান করে আউট হন আবিষ্কা ফার্নান্দো।

ভদ্রস্থ জায়গায়

ভদ্রস্থ জায়গায়

শুরুটা যত ভালো হয়েছিল সেইমতো বড় রান তুলতে পারেনি শ্রীলঙ্কার অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপ। শেষ অবধি প্রথম ম্যাচের তুলনায় সামান্য বেশি রান ওঠে। চরিথ আসালঙ্কা সর্বাধিক ৬৫ রান করেন, তাঁর ৬৮ বলের ইনিংসে রয়েছে ৬টি চার। ৪৫ বলে ধনঞ্জয় ডি সিলভা করেন ৩২। আগের ম্যাচের মতো এদিনও ঝোড়ো ইনিংস খেলে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন চামিকা করুণারত্নে। ৩৩ বলে ৪৪ করে অপরাজিত থাকেন তিনি।

তিন উইকেট চাহাল ও ভুবির

তিন উইকেট চাহাল ও ভুবির

ভারতের সফলতম বোলার যুজবেন্দ্র চাহাল। ভুবনেশ্বর কুমার। ১০ ওভারে ১টি মেডেন-সহ ৫০ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। ভুবনেশ্বর কুমার ১০ ওভারে ৩ উইকেট পেয়েছেন ৫৪ রান খরচ করে। শেষ ওভারে দেন ১১।

বাকিদের পারফরম্যান্স

বাকিদের পারফরম্যান্স

দীপক চাহার ৮ ওভারে ৫৩ রান দিয়ে ২টি পেয়েছেন। তবে কুলদীপ যাদব ১০ ওভারে ৫৫ রান দিয়ে কোনও উইকেট পাননি। ক্রুণাল পাণ্ডিয়া ৮ ওভারে ৩৭ রান ও হার্দিক পাণ্ডিয়া চার ওভারে ২০ রান খরচ করেছেন, তাঁদের ঝুলিতেও আসেনি কোনও উইকেট।

English summary
India Need 276 Runs To Win The ODI Series Against Sri Lanka. Asalanka And Avishka Hit Half Centuries. Bhuvneshwar And Chahal Grab 3 Wickets Each In Second ODI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X