For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীলঙ্কা সফরের জন্য অধিনায়ক ধাওয়ানের প্রস্তুতি শুরু, নেট দুনিয়ায় ভাইরাল ছবি

শ্রীলঙ্কা সফরের জন্য অধিনায়ক ধাওয়ানের প্রস্তুতি শুরু, নেট দুনিয়ায় ভাইরাল ছবি

  • |
Google Oneindia Bengali News

বিরাট কোহলি ও রোহিত শর্মার অনুপস্থিতিতে শ্রীলঙ্কায় ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আপ্লুত হয়েছিলেন শিখর ধাওয়ান। প্রবল উৎসাহ নিয়ে নিজের প্রস্তুতিও শুরু করে দিলেন টিম ইন্ডিয়ার বাঁ-হাতি ওপেনার। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই ভাইরাল করলেন গব্বর। দিলেন বিশেষ বার্তাও।

প্রস্তুতি শুরু ধাওয়ানের

করোনা ভাইরাসের আবহে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি শুরু করেন দিলেন শিখর ধাওয়ান। নিজের জিমে গা ঘামানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গব্বর। লিখেছেন, প্রতিদিনই শক্তিশালী হচ্ছেন তিনি। পোস্টটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। সদ্য ভারতীয় দলের অধিনায়কত্ব পাওয়া ধাওয়ানের সাফল্যের শুভেচ্ছায় সামিল হয়েছেন নেটিজেনরা।

অধিনায়ক ধাওয়ানের সাফল্য কামনা

অধিনায়ক ধাওয়ানের সাফল্য কামনা

এতদিন ধরে ভারতীয় ক্রিকেটকে সেবা করার পুরস্কার পেলেন শিখর ধাওয়ান, মনে করেন ধারাভাষ্যকার তথা প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। শ্রীলঙ্কা সফরে ধাওয়ান নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া সফল হবে বলেই মনে করেন অন্যান্য ক্রিকেট বিশেষজ্ঞরা। টি২০ বিশ্বকাপের আগে এই সফর দেশের তরুণ ক্রিকেটারদের কাছে একটা বড় সুযোগ বলে মনে করে ক্রিকেট মহল।

বেশ কয়েক ধাপ পেরিয়ে

বেশ কয়েক ধাপ পেরিয়ে

করোনা ভাইরাসের আবহে আগামী শ্রীলঙ্কায় তিন ম্যাচের টি২০ ও ওয়ান ডে সিরিজ খেলতে যাবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে ভারতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমারদের। তার মধ্যে সাত দিন কড়া বিধির মধ্যে থাকতে হবে ভারতীয় ক্রিকেটারদের। শেষ সাত দিনে নিয়ম কিছুটা শিথিল করা হবে বলে বিসিসিআই সূত্রে খবর। আগামী সোমবার অর্থাৎ ১৪ জুন থেকে মুম্বইয়ে ধাওয়ানদের কোয়ারেন্টাইন শুরু হবে বলেও খবর। কলম্বো পৌঁছেও ভারতীয় দলকে তিন দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে বিসিসিআই সূত্রে খবর। দ্বীপারাষ্ট্রে পৌঁছে নিজেদের মধ্যে তিনটি প্রস্তুতি ম্যাচও খেলবেন ভারতীয় ক্রিকেটাররা।

ধাওয়ানের পারফরম্যান্সের দিকে তাকিয়ে দেশ

ধাওয়ানের পারফরম্যান্সের দিকে তাকিয়ে দেশ

আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করা শিখর ধাওয়ানের কাছ থেকে শ্রীলঙ্কা সফরে বড় ইনিংস দেখতে চাইছেন ক্রিকেট প্রেমীরা। বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুলদের অনুপস্থিতিতে তিনিই যে টিম ইন্ডিয়ার ব্যাটিং বিভাগের সেরা স্তম্ভ, তা বলার অপেক্ষা রাখে না। দেশের হয়ে ৩৪টি টেস্ট, ১৪২টি ওয়ান ডে ও ৬৫টি টি২০ ম্যাচ খেলা ধাওয়ান তিন ফর্ম্যাটে যথাক্রমে ২৩১৫, ৫৯৭৭ ও ১৬৭৩ রান করেছেন। তিন ফর্ম্যাট মিলিয়ে ২৪টি শতরান রয়েছে ভারতীয় ওপেনারের।

English summary
Captain Shikhar Dhawan starts training for upcoming Sri Lanka tour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X