For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চম বারের জন্য আইপিএল জয়ের পর মুম্বই ড্রেসিং রুমে কী বলেন অধিনায়ক রোহিত?

পঞ্চম বারের জন্য আইপিএল জয়ের পর মুম্বই ড্রেসিং রুমে কী বলেন অধিনায়ক রোহিত?

  • |
Google Oneindia Bengali News

এ যেন ফুটবলে ব্রাজিল এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার মতো পরিস্থিতি। সব দল একদিকে তো অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স। পঞ্চমবারের জন্য আইপিএল খেতাব জিতে অন্যান্যদের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছেন নীল জার্সিধারীরা। ম্যাচ জয়ের মুম্বই ক্রিকেটারদের উচ্ছ্বাসে সেই গর্ব এবং আভিজাত্য ঝরে পড়েছে। দলকে পাঁচ বার আইপিএল খেতাব জেতাতে পেরে বেজায় খুশি হয়েছেন অধিনায়ক রোহিত শর্মাও। ম্যাচ শেষে ড্রেসিং রুমে তাঁর দেওয়া বার্তা যে স্বর্ণলিপি দিয়ে সাজানো।

পঞ্চম বারের জন্য আইপিএল জয়ের পর মুম্বই ড্রেসিং রুমে কী বলেন অধিনায়ক রোহিত?

মঙ্গলবার আইপিএল ২০২০ জয়ের আনন্দ এবং উচ্ছ্বাসের একপ্রস্ত মাঠেই সেরে নেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা। এরপর ট্রফি নিয়ে ড্রেসিং রুমে চলে উৎসব। তাতে সামিল হন ক্রিকেটারের পরিবারের সদস্যরাও। সেখানেই দলের সহ খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই কঠিন সময়ে এতবড় নজির গড়া সম্ভব হতো না বলে জানিয়েছেন হিটম্যান।

রোহিত শর্মার কথায়, মাঠ এবং ড্রেসিং রুমে একে অপরের প্রতি বিশ্বাস এবং শৃঙ্খলার বলেই পঞ্চম বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এই জয়ের জন্য প্রথম একাদশ ছাড়াও সাইড বেঞ্চে বসে মরশুম কাটিয়ে দেওয়া দলের সকল ক্রিকেটার, কোচ, ফিজিও এবং মেডিক্যাল দলকে ধন্যবাদ জানিয়েছেন রো। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যামস্ট্রিংয়ের পেশিতে চোট পেয়ে চার ম্যাচ খেলতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। দলের ফিজিও এবং মেডিক্যাল দলের নিরলস পরিশ্রমে তিনি ফের প্রথম একাদশে ফিরতে পেরেছেন বলে জানাতে ভোলেননি হিটম্যান।

গত অগাস্ট নয়, করোনা ভাইরাসের কঠিন সময়ে গত মে থেকেই একটু একটু করে মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল প্রস্তুতি শুরু হয়েছিল বলে জানিয়েছেন রোহিত শর্মা। পরিস্থিতি প্রতিকূল হওয়ায় আমিরশাহীতে পৌঁছেও বহুদিন হোটেলে বসেই কাটাতে হয়েছে ক্রিকেটারদের। তা সত্ত্বেও দলের ক্রিকেটারদের মধ্য়ে বন্ধন দেখে তিনি মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন রোহিত।

আইপিএল ২০২০-তে ম্যাচ জেতানো সেরা বোলিং পারফরম্যান্সগুলি দেখে নেওয়া যাকআইপিএল ২০২০-তে ম্যাচ জেতানো সেরা বোলিং পারফরম্যান্সগুলি দেখে নেওয়া যাক

English summary
Captain Rohit Sharma thanks all team members, support staff for IPL 2020 victory
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X