For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্যাচ গড়াপেটার অভিযোগে করা যাবে না এফআইআর, জানাল কর্নাটক উচ্চ ন্যায়ালয়

ম্যাচ গড়াপেটার অভিযোগে করা যাবে না এফআইআর, জানাল কর্নাটক উচ্চ ন্যায়ালয়

Google Oneindia Bengali News

কোনও ক্রিকেটার যদি ম্যাচ গড়াপেটা করে থাকেন তা হলে সেটা ক্রিকেটপ্রেমীদের আবেগেকে নিয়ে ছিনিমিনি হলেও কোনও ভাবেই অপরাধ নয়, জানাল কর্নাটক উচ্চ ন্যায়ালয়। ২০১৯ সালে কর্নাটক প্রিমিয়ার লিগে চার জনের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগে মামলা দায়ের করা হয় কর্নাটক হাই কোর্টে।

ম্যাচ গড়াপেটার অভিযোগে করা যাবে না এফআইআর, জানাল কর্নাটক উচ্চ ন্যায়ালয়

প্রায় দু'বছর আগের সেই মামলার রায় দানের সময়ে বিচারক শ্রীনিবাশ হরিশ কুমার বলেছেন, "ম্যাচ গড়াপেটা একজন ক্রিকেটার কতটা অসাধু মনোভাবাপন্ন, বিশৃঙ্খল এবং দুর্নীতিগ্রস্থ তার পরিচয় দিতে পার। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিসিসিআই রয়েছে। বিসিসিআই নিজেদের আইন অনুযায়ী অভিযুক্ত প্লেয়ারকে শাস্তি দিতেই পারে। কিন্তু কখনওই ভারতীয় দণ্ডবিধির ৪২০ নম্বর ধারায় এফআইআর দায়ের করা যাবে না।"

কর্নাটক পুলিশ অ্যাক্টের ২(৭) ধারা তুলে আদালত জানায়, এই ধারায় বলা রয়েছে গেম অব চান্স কখনওই কোনও অ্যাথেলেটিক বা খেলাকে বোঝায় না। ক্রিকেট একটা খেলা এবং সেই খেলাকে কেন্দ্র করে যদি বেটিং করাও হয় তাহলেও সেটাকে কর্নাটক পুলিশ অ্যাক্টে গড়াপেটার দায়েরার মধ্যে আনা যায় না। ২০১৯ সালে ম্যাচ গড়াপেটার দায়ে অভিযুক্ত হয়েছিলেন কর্নাটকের প্রাক্তন অধিনায়ক সিএম গৌতম, আবরার কাজি, বুকি অমিত মালভি এবং বেলাগাভি প্যান্থার্সের মালিক আলি আসপাক। এই চারজনের বিরুদ্ধে আইপিসি-এর ৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছিল।

শুধু ৪২০ ধারাই নয়, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি ধারায় লাঘু করা যাবে না জানিয়েছেন বিচারক।

২০১৮ এবং ২০১৯ সালে কর্নাটক প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটার দায়ে এই চার জনকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ আধিকারিকদের অভিযোগ ছিল বোর্ডের কিছু আধিকারিকের সাহায্য নিয়েই কেপিএল-এ ম্যাচ ফিক্স করছেন ক্রিকেটার এবং দলের আধিকারিকরা। ২০১৯ সালের ৬ নভেম্বর বেঙ্গালুরুর সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর কে প্রকাশ ম্যাচ গড়াপেটার তদন্ত করতে গিয়ে কয়েকজন ক্রিকেটার, কোচ এবং ফ্র্যাঞ্চাইজি মালিককে জেরা করে বুঝতে পারেন ১৫ অগস্ট থেকে ৩১ অগস্টের মধ্যে কর্নাটক প্রিমিয়ার লিগের কিছু ম্যাচে গড়াপেটা হয়েছিল। কুবন পার্ক থানায় নিজের রিপোর্ট জমা দেন তিনি। এর ভিত্তিতে চার জনের বিরুদ্ধে এফআইআর করা হয় এবং চার্জশিট তৈরি হয়।

ম্যাচ গড়াপেটার ঘটনা এই প্রথম নয়, ভারতীয় ক্রিকেটে ম্যাচ গড়াপেটার ভুরিভুরি নিদর্শন রয়েছে। আইপিএল-এর মতো প্রথমসারির ফ্রাঞ্চাইজি লিগও কলঙ্কিত হয়েছে গড়াপেটার কারণে। ম্যাচ গড়াপেটা করে কেরিয়ার শেষ হয়ে গিয়েছে শান্তাকুমারান শ্রীসান্থের। গড়াপেটার দায়ে দীর্ঘদিন বিদ্ধ ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। এই অভিযোগ উঠেছিল প্রাক্তন ক্রিকেটার অজয় জাডেজার বিরুদ্ধেও।

English summary
Karnataka high court informed in a verdict that cricket match fixing cannot be granted as cheating thus cannot register FIR against such offence. BCCI can take disciplinary action against such incidents.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X