For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল নিলামের পরই টেস্টে কেরিয়ারের সেরা বোলিং গ্রিনের, সাড়ে ১৭ কোটি টাকা দর নিয়ে কী প্রতিক্রিয়া?

Google Oneindia Bengali News

আইপিএল নিলামে তাঁর দর উঠেছে ১৭ কোটি ৫০ লক্ষ টাকা। খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সে। প্রথমবার আইপিএলে দল পাওয়ার ঠিক পরেই বল হাতে বিধ্বংসী মেজাজে ক্যামেরন গ্রিন। তাঁর দাপটেই মেলবোর্নে বক্সিং ডে টেস্টে মাত্র ১৮৯ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার নিজেও প্রত্যাশা করেননি আইপিএলে এতটা দর পাবেন।

আইপিএল নিলামের পরই টেস্টে কেরিয়ারের সেরা বোলিং গ্রিনের

ক্যামেরন গ্রিনকে নেওয়ার জন্য আইপিএলের নিলামে প্রথমে আগ্রহ হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দর কষাকষিতে নেমে পড়়ে মুম্বই ইন্ডিয়ান্স। আরসিবি ৬.৭৫ কোটি অবধি দর হেঁকেছিল। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স ৭ কোটি দর দিয়ে বসে। তারপর থেকে মুম্বই ইন্ডিয়ান্সের লড়াই চলতে থাকে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। যদিও শেষ অবধি রিকি পন্টিংয়ের প্রশিক্ষণাধীন দলে খেলা হলো না গ্রিনের। মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই আইপিএল অভিষেক হবে। বিপুল টাকা খরচ করে মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে নিয়েছে। টিম ম্যানেজমেন্টের আস্থার পূর্ণ মর্যাদা দিতে চাইছেন গ্রিন।

মেলবোর্ন টেস্টের প্রথম দিনের শেষে গ্রিন বলেন, আমি আইপিএল নিলামে নিজের নাম রেখেছিলাম। সত্যি কথা বলতে কি, এতটা দর পাওয়ার মতো আমি কিছু করিনি। তারপরও এই দর উঠেছে। ফলে আইপিএল নিলামে এই দর পাওয়া আমাকে একেবারেই বদলে দেবে না। আমার চিন্তাভাবনা বা ক্রিকেটে আত্মবিশ্বাসেও কোনও বদল আসবে না। নিজে যে বদলাবেন না সেই প্রত্যয় ধরা পড়েছে গ্রিনের কথায়। টেস্টে যাতে ফোকাস ধরে রাখতে পারেন আইপিএল নিলামে অপ্রত্যাশিত দর পাওয়ার পর, তা নিশ্চিত করতে সতীর্থদের সহযোগিতার কথাও উল্লেখ করেন গ্রিন। তবে আইপিএলে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দর পাওয়া গ্রিনের সঙ্গে নানা মজা, রসিকতাও করছেন সতীর্থরা।

এদিকে, গ্রিনের দাপটে মেলবোর্ন টেস্টে ব্যাকফুটে প্রোটিয়ারা। টস জিতে ফিল্ডিং নিয়েছিল অস্ট্রেলিয়া। ৬৮.৪ ওভারে ১৮৯ রানে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয়। টপ অর্ডারের ব্যর্থতা ঢেকে মার্কো জানসেন ৫৯ ও কাইল ভেরেইন ৫২ রান করেন। ১০.৪ ওভারে তিনটি মেডেন-সহ ২৭ রানের বিনিময়ে ৫ উইকেট নেন গ্রিন। মিচেল স্টার্ক দুটি এবং স্কট বোল্যান্ড ও নাথান লিয়ঁ একটি করে উইকেট নেন। জবাবে দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৪৫। ডেভিড ওয়ার্নার শততম টেস্টে ৩২ ও মার্নাস লাবুশেন ৫ রানে ক্রিজে রয়েছেন। উসমান খাওয়াজা ১ রানে আউট হন।

English summary
Cameron Green Bags 5 Wickets Against South Africa Just After Record Deal In IPL Auction. Green Secures His Career Best Bowling Figure In The Boxing Day Test.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X