For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিএসি-র ইচ্ছায় রবি শাস্ত্রীই হতে পারেন টিম ইন্ডিয়ার কোচ!

ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল হারের পর কে হবেন ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ, তা নিয়ে জল্পনা চলছেই। কোচ নির্বাচনে কপিল দেবের নেতৃত্বে গড়ে দেওয়া হয়েছে তিন সদস্যের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি।

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল হারের পর কে হবেন ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ, তা নিয়ে জল্পনা চলছেই। কোচ নির্বাচনে কপিল দেবের নেতৃত্বে গড়ে দেওয়া হয়েছে তিন সদস্যের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি। কিন্তু তারই মধ্যে সুপ্রিম কোর্ট মনোনিত বিসিসিআই-র কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর বা সিএসি-র ইচ্ছায় টিম ইন্ডিয়ার হেড কোচ পদে বহাল থাকতে পারেন রবি শাস্ত্রীই। তা কেন দেখে নিন।

ভোট পরবর্তী সন্ত্রাস

ভোট পরবর্তী সন্ত্রাস

বালিগঞ্জে সন্ত্রাস। কংগ্রেস কর্মীর বাড়িতে গিয়ে ভাঙচুর, মারধর, মেয়েদের শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় ০জনের নামে এফআইআর হয়েছে। ১২ জনকে আটক করেছে পুলিশ।

সিএসি-র বক্তব্য

সিএসি-র বক্তব্য

প্রাক্তন ক্যাগ প্রধান বিনোদ রাই নেতৃত্বাধীন কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর বা সিএসি কিন্তু টিম ইন্ডিয়ার কোচ পদে কোনও বিদেশিকে বসাতে রাজি নয়। কমিটির বক্তব্য, ভারতকে বিশ্বকাপ জেতানো গ্যারি কার্স্টেনের মতো কোনও ব্যক্তিত্ব আবেদন করলে একমাত্র তাঁর কথাই ভাবা যেতে পারে। অন্যথায় স্বদেশী কাউকে ভারতীয় ক্রিকেট দলের কোচ করার পক্ষপাতি সিএসি। যদি নতুন কাউকে বাছতেই হয়, তবে তাঁকে নিয়ে আগামী পাঁচ বছরের জন্য পরিকল্পনা করতে হবে বলে কমিটির বক্তব্য।

মৃত ৬

মৃত ৬

মুম্বইয়ে ১০০ বছরের পুরনো বহতল ভেঙে পড়ে মৃত্যু হল ৬ জনের।

শাস্ত্রীর প্রশংসা

শাস্ত্রীর প্রশংসা

সমালোচকরা যাই বলুন, রবি শাস্ত্রীর কোচিংয়ে ভারতীয় দলের পারফরম্য়ান্স ভালো বলেই মত সুপ্রিম কোর্ট মনোনিত বিসিসিআই-র কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের। যে বিশ্বকাপ নিয়ে এত প্রশ্ন উঠছে, সেই টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স ভালো বলেই দাবি বিনোদ রাই নেতৃত্বাধীন কমিটির। আর তারাই কোচ নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, তেমনটাই ঠিক রয়েছে।

গর্তে শিশু

গর্তে শিশু

মহারাষ্ট্রের আহমেদনগরে গর্তে পরে গিয়েছে ৬ বছরের একটি ছেলে। উদ্ধারকাজে সেনা।

শাস্ত্রীর পাশে কোহলি ও দল

শাস্ত্রীর পাশে কোহলি ও দল

পারফরম্যান্স নিয়ে যতই প্রশ্ন উঠুক, টিম ইন্ডিয়ার হেড কোচ পদে রবি শাস্ত্রীকেই ভোট দিয়ে রেখেছেন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মতো দলের বাকি ক্রিকেটারারও রবি শাস্ত্রীকেই কোচ হিসেবে দেখতে চাইছেন বলে সূত্রের খবর। শাস্ত্রীর কোচিংয়ে ভারতীয় ক্রিকেট দলের জয়ের হার ৭০ শতাংশ বলে জানানো হয়েছে। খেলোয়াড়দের সঙ্গেও তাঁর সম্পর্ক ভালো বলেই শোনা যায়।

মূল্যবৃদ্ধি

মূল্যবৃদ্ধি

পেট্রোলের দাম বাড়ল লিটারপ্রতি ১.০৬ টাকা। ডিজেলের দাম বাড়ল লিটার প্রতি ২.৯৪ টাকা।

সরে দাঁড়িয়েছেন মাহেলা

সরে দাঁড়িয়েছেন মাহেলা

বিসিসিআই সূত্রে খবর, ভারতীয় ক্রিকেট দলের কোচ পদে প্রায় দুই হাজার আবেদন জমা পড়েছে। রবি শাস্ত্রীর কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার ক্ষমতাধারী মাহেলা জয়াবর্দেনে টিম ইন্ডিয়ার কোচ হওয়ার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন। এরপর শাস্ত্রীকে যাঁরা কড়া টক্কর দিতে পারেন, তাঁদের মধ্যে অন্যতম টম মুডির আবেদন যদি সিএসি-র নির্দেশ অনুযায়ী বাদ দেওয়া হয়, তবে রবিন সিং, রাজ সিং দুঙ্গারপুররা লড়াইয়ে ধোপে টিকবে না বলেই মনে করা হচ্ছে।

English summary
CAC not keen on foreign coach, so Ravi Shastri will retains his job
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X