For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচক প্রধান বাছাইয়ের সাক্ষাৎকার পর্বেও প্রাধান্য পেল এমএস ধোনির ভবিষ্যত!

নির্বাচক প্রধান বাছাইয়ের সাক্ষাৎকার পর্বেও প্রাধান্য পেল এমএস ধোনির ভবিষ্যত!

  • |
Google Oneindia Bengali News

বিসিসিআই-র নতুন নির্বাচক প্রধানের আসনে বসেছেন ভারতের প্রাক্তন বাঁ-হাতি স্পিনার সুনীল জোশী। এমএসকে প্রসাদের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। তবে তা এমনিই হয়নি। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে অনেকগুলি ধাপ পেরোতে হয়েছে কর্নাটকের এই প্রাক্তন স্পিনারকে। প্রাথমিক বাছাই পর্বের গাঁট অতিক্রম করে বিসিসিআই-র ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি সদস্যদের সামনে রীতিমতো সাক্ষাৎকার দিয়ে তবেই টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচকের আসনে বসতে পেরেছেন তিনি। বেশ কিছু কঠিন প্রশ্নের মোকাবিলা করতে হয়েছে সুনীল জোশীকে। তার মধ্যে অন্যতম নাকি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যত।

ক্রিকেটে নেই ধোনি

ক্রিকেটে নেই ধোনি

২০১৯-র জুলাইতে ইংল্যান্ডে হওয়া বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেই ম্যাচ হেরেছিলেন বিরাট কোহলিরা। তারপর থেকে দেশের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ক্রিকেট খেলতে দেখা যায়নি। তিনি আদৌ ভারতীয় দলের জার্সিতে মাঠে নামবেন নাকি অবিলম্বে অবসর নেবেন, তা এখন ভারতীয় ক্রিকেটে বড় প্রশ্ন। ইতিমধ্যে বিসিসিআই-র বার্ষিক আর্থিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে মাহিকে। এই পরিস্থিতিতে তিনি আইপিএলে কেমন খেলেন, সেদিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। তাকিয়ে রয়েছে বিসিসিআই।

কী চায় বিসিসিআই

কী চায় বিসিসিআই

২০১১-র বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যত কী, তা এখনও ঠিক করতে পারেনি বিসিসিআই। বোর্ড সভাপতির চেয়ারে বসে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ধোনি কবে অবসর নেবেন, সেটা তিনিই সিদ্ধান্ত নেবেন।

ধোনির সঙ্গে কথা বলা প্রয়োজন

ধোনির সঙ্গে কথা বলা প্রয়োজন

এমএস ধোনির অবসরের বিষয়টি তাঁর ওপর ছেড়ে দিয়েও ক্রিকেটারের সঙ্গে কথা বলার জন্য লোক খুঁজছিল বিসিসিআই। হয়তো পেয়েও গিয়েছে তারা। সম্ভবত নতুন নির্বাচক প্রধান সুনীল জোশীকেই হয়তো কথা বলতে হবে দেশের সর্বকালের সেরা অধিনায়কের সঙ্গে।

সাক্ষাৎকারেও ধোনি

সাক্ষাৎকারেও ধোনি

লড়াইয়ে ছিলেন চার জন। ভারতের প্রাক্তন ফাস্ট বোলার ভেঙ্কটেস প্রসাদ, স্পিনার লক্ষ্মণ শিবরামাকৃষ্ণাণ ও রাজেশ চৌহানকে টপকে বিসিসিআই-র নির্বাচক প্রধান হলেন সুনীল জোশী। তার আগে জোশী সহ অন্যান্য প্রার্থীদের ক্রিকেট আ্যাডভাইজারি কমিটির সামনে সাক্ষাৎকার দিতে হয়। সেই সাক্ষাৎকারের মূল প্রশ্নই নাকি ছিল, মহেন্দ্র সিং ধোনির কেরিয়ারের ভবিষ্যত সম্পর্কে মতামত জানানো।

কী বললেন মদনলাল

কী বললেন মদনলাল

সাক্ষাৎকারে এমএস ধোনিকে নিয়ে একমাত্র সুনীল জোশীই সোজাসাপ্টা উত্তর দিয়েছেন বলে জানিয়েছেন ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির প্রধান মদনলাল। ভারতের প্রাক্তন স্পিনারের উত্তর যথাযথ হয়েছে বলেও দাবি মদনলালের। একই সঙ্গে বিরাট কোহলি ভারতীয় দলের জন্য যোগ্য অধিনায়ক কিনা, সে প্রশ্নও সাক্ষাৎকারে করা হয় বলেও জানানো হয়েছে।

English summary
CAC asked question on MS Dhoni's future on Chief selectors interview
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X