For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিএবি-র উদ্যোগে ময়দানে প্রথম এই ব্যবস্থা দেখে খুশি ঝুলন

  • |
Google Oneindia Bengali News

মহিলা ক্রিকেটকে বরাবরই গুরুত্ব দিয়ে আসে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। জাতীয় স্তরে সাফল্যও আসছে। মহিলা ক্রিকেটের মানোন্নয়নে সিএবি-র পদক্ষেপ দেশের কাছেও দৃষ্টান্ত। এবার আরও একটি পদক্ষেপ করল সিএবি, যাতে দীর্ঘদিনের অসুবিধার অবসান ঘটল। ময়দানে প্রথম এমন উদ্যোগ দেখে খুশি ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বাংলার গর্ব ঝুলন গোস্বামী।

আলাদা অনুশীলনের ব্যবস্থা

আলাদা অনুশীলনের ব্যবস্থা

বাংলার মহিলা ক্রিকেটারদের জন্য ময়দানে এতদিন কোথাও আলাদা অনুশীলনের পরিকাঠামো ছিল না। ঝুলনদের তাই অনুশীলনের জন্য বারেবারেই ছুটে আসতে হয় ইডেনে, ব্যবহার করতে হয় ইডেনের ড্রেসিংরুম-সহ যাবতীয় পরিকাঠামো। এটা সত্যিই একটা অসুবিধা ছিল। তবে বাংলার মহিলা ক্রিকেটারদের জন্য এবার ময়দানে সম্পূর্ণ আলাদা অনুশীলনের জায়গার বন্দোবস্ত করল সিএবি। আজ ওয়াইএমসিএ তাঁবুতে সেই ব্যবস্থার উদ্বোধনে হাজির ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্ম সচিব দেবব্রত দাস, কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী-সহ সিএবি ও ওয়াইএমসিএ-র আধিকারিকরা। এখানে মহিলা ক্রিকেটারদের পাশাপাশি বাংলার অনূর্ধ্ব ১৬ ও অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররাও অনুশীলনের সুযোগ পাবেন। পাঁচটি পিচে এখানে সারা বছরই নেট প্র্যাকটিসের সুবিধা মিলবে।

খুশি ঝুলন

খুশি ঝুলন

সিএবি-র এই উদ্যোগের প্রশংসা করেছেন ঝুলন গোস্বামী। জাতীয় নির্বাচক মিঠু মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ব্যবস্থাপনা ঘুরে দেখে তিনি বলেন, এটা নিঃসন্দেহে দারুণ উদ্যোগ। এর ফলে নিয়মিত ময়দানে আমরা অনুশীলন করতে পারব। ইডেনের কাছাকাছি এই ব্যবস্থা হওয়ায় সেখানকার ইন্ডোর ব্যবহার করতেও সকলেরই সুবিধা হবে।

অভিষেকের আশ্বাস

অভিষেকের আশ্বাস

সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, ময়দানে এই ব্যবস্থার ফলে মহিলা ক্রিকেটারদের অনুশীলন নিয়ে চিন্তা করতে হবে না। নিয়মিত তাঁরা অনুশীলন করতে পারবেন। ইডেনের ইন্ডোর, স্টেট অব দ্য আর্ট জিমন্যাসিয়াম, সুইমিং পুলও ব্যবহার করতে পারবেন ক্রিকেটাররা।

ছবি- সিএবি মিডিয়া

English summary
CAB inaugurates practice facility at Maidan. Jhulan Goswami says this will give us a place to practice on a permanent basis. The proximity of Eden Gardens makes it easier to do indoors also.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X