For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিসিসিআইয়ের থেকে মুখ ফেরাচ্ছে দুই প্রধান স্পনসর, বার্ষিক কেন্দ্রীয় চুক্তি ঘোষণাও পিছিয়ে গেল

  • |
Google Oneindia Bengali News

বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ছিল আজ। যদিও তাতে কোনও সিদ্ধান্তই চূড়ান্ত হলো না। তবে একটা বিষয় নিশ্চিত হয়ে গিয়েছে, বিসিসিআয়ের সঙ্গে চুক্তি থেকে সরে দাঁড়াতে চাইছে ভারতীয় দলের জার্সি স্পনসর বাইজু'স এবং কিট স্পনসর এমপিএল। বিসিসিআইয়ের সঙ্গে ক্রিকেটারদের বার্ষিক কেন্দ্রীয় চুক্তি ঘোষণাও পিছিয়ে গিয়েছে।

বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি থেকে সরতে চাইছে দুই স্পনসর

এডটেক সংস্থা বাইজু'স গত জুন মাসে ভারতীয় দলের জার্সি স্পনসরশিপের চুক্তির মেয়াদ ২০২৩ সালের নভেম্বর অবধি বাড়িয়েছিল। ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে। তবে এই সংস্থা চুক্তি ভেঙে দিয়ে সরে যেতে চাইছে। বিসিসিআইয়ের তরফে বলা হয়েছে মার্চ মাস অবধি চুক্তি চালিয়ে যেতে। বিসিসিআইকে গত ৪ নভেম্বর একটি মেল পাঠায় এডটেক সংস্থাটি। টি ২০ বিশ্বকাপের পরই চুক্তি ভেঙে দেওয়ার অনুরোধ জানানো হয়। তবে বিসিসিআই কর্তারা ওই সংস্থাকে ৩১ মার্চ পর্যন্ত চুক্তি বজায় রাখার পাল্টা অনুরোধ করেছেন। ২০১৯ সালে অপোর স্থলাভিষিক্ত হয়েছিল এই এডটেক সংস্থাটি। ফিফা বিশ্বকাপের অন্যতম স্পনসরও ছিল এই বাইজু'স। এই সংস্থায় ৫০ হাজার কর্মী রয়েছেন। সম্প্রতি ৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা ঘোষণা করেছে সংস্থাটি।

কিট স্পনসর এমপিএলও সরে যেতে চাইছে। এই সংস্থার সঙ্গে বোর্ডের চুক্তি রয়েছে ২০২৩ সালের ডিসেম্বরের ৩১ তারিখ অবধি। ২০২০ সালের নভেম্বরে কিট স্পনসর হিসেবে নাইকির স্থলাভিষিক্ত হয় এমপিএল। এমপিএল স্পোর্টসের তরফে ২ ডিসেম্বর বিসিসিআইকে মেল পাঠিয়ে লেখা হয় ভারতীয় দলের কিট ও মার্চেন্ডাইজিংয়ের পুরো বিষয়টি কেওয়াল কিরণ ক্লোদিং লিমিটেডের হাতে তুলে দিতে। তবে ভারতের পুরুষ দল দেশের মাটিতে পরপর সিরিজ খেলবে। ভারতীয় মহিলা দলেরও বিশ্বকাপ-সহ নানা সিরিজ রয়েছে। ফলে যাতে কোনও সমস্যা না হয় তা সুনিশ্চিত করতে এমপিএলকেও ৩১ মার্চ অবধি চুক্তিতে থাকার অনুরোধ করেছে বিসিসিআই। কিট প্রস্তুতের বিষয়টি যাতে ব্যাহত না হয় তা সুনিশ্চিত করতে শুধু জার্সিতে বুকের কাছে যে লোগো থাকে তাতে প্রয়োজনে বদল আনার প্রস্তাবও দেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি বছরেই পেটিএম টাইটেল স্পনসরশিপ তুলে দিয়েছিল মাস্টারকার্ডের হাতে।

বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে ক্রিকেটারদের গ্রেড ও বার্ষিক কেন্দ্রীয় চুক্তি ঘোষণার কথা ছিল। জানা যাচ্ছে, নতুন নির্বাচকমণ্ডলী গঠিত না হওয়া পর্যন্ত এই ঘোষণা করা হবে না। আরও জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা করা হবে। হার্দিক পাণ্ডিয়ার হাতে সাদা বলের অধিনায়কত্ব তুলে দিতে চান বোর্ডকর্তারা। তাঁরা হার্দিকের সঙ্গে কথা বলেছেন। হার্দিক কয়েক দিন সময় চেয়েছেন। এই বিষয়ে নতুন নির্বাচকমণ্ডলীর সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

English summary
Byju's And MPL Sports Want To Exit From Sponsorship Agreements With The BCCI. BCCI Will Announce New Central Contracts After The Formation On New Selection Panel.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X