For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জস বাটলার গেইল-জয়বর্ধনের নজির স্পর্শ করলেন বিস্ফোরক শতরানে! ইংল্যান্ডকে হারাতে শ্রীলঙ্কার দরকার ১৬৪

Google Oneindia Bengali News

চলতি টি ২০ বিশ্বকাপে প্রথম শতরানটি এল ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জস বাটলারের ব্যাট থেকে। শেষ বলে ছক্কা হাঁকিয়ে ৯৫ থেকে ১০১ রানে পৌঁছে অপরাজিত থাকলেন তিনি। সেই সঙ্গে চার ম্যাচে ২১৪ রান করে তিনিই আপাতত চলতি বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রাহক। শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসঙ্কা আজ ১ রানে রান আউট হওয়ায় ৭ ম্যাচে তাঁর রান ১৭০। বাটলার এদিন তাঁর টি ২০ আন্তর্জাতিক শতরানটিও পূর্ণ করলেন মাত্র ৬৭ বলে।

১০ ওভারে ইংল্যান্ডের স্কোর ছিল তিন উইকেটে ৪৭। সেখান থেকে বাটলার আর মর্গ্যানের ঝোড়ো ব্যাটিং ইংল্যান্ডকে পৌঁছে দিল ১৬৩ রানে। ২০ ওভারে চার উইকেট হারিয়ে এই রান তুলল বিশ্বের এক নম্বর টি ২০ দল। আজ শারজায় গ্রুপ ১-এর ম্যাচে টস জিতে ফিল্ডিং নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনকা। ডিউ ফ্যাক্টরের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ৬ বলে ৯ রান করে ওয়ানিন্দু হাসারঙ্গার বলে বোল্ড হন জেসন রয়। তবে অপর ওপেনার জস বাটলার ছিলেন বিধ্বংসী মেজাজে। পঞ্চম ওভারের শেষ বলে দুষ্মন্ত চামিরার বলে বোল্ড হন টি ২০ ক্রিকেটে বিশ্বের ১ নম্বর ব্যাটার ডেভিড মালান। তিনি এদিন ৬ রান করেন। বাংলাদেশের বিরুদ্ধে ২৮ রানে অপরাজিত থাকলেও অস্ট্রেলিয়া ম্যাচে ৮ এবং আজ ৬ রান করায় আইসিসি টি ২০ ক্রমতালিকায় তিনি এক নম্বর জায়গা হারাতে চলেছেন। একদিনের আন্তর্জাতিকের পর এবার টি ২০ আন্তর্জাতিকেও পাক অধিনায়ক বাবর আজম হয়ে যাবেন বিশ্বের ১ নম্বর ব্যাটার। ইতিমধ্যেই আইসিসি টি ২০ র‌্যাঙ্কিংয়ে ভারতকে তিনে নামিয়ে বিশ্বের দুই নম্বর দল হয়ে গিয়েছে পাকিস্তান।

বিস্ফোরক শতরানে গেইল-জয়বর্ধনের নজির স্পর্শ বাটলারের!

ইংল্যান্ডের তৃতীয় উইকেট পড়ে ৫.২ ওভারে ৩৫ রানে। প্রথম বলেই হাসারঙ্গার দ্বিতীয় শিকার হন জনি বেয়ারস্টো, তিনি লেগ বিফোর হন। ১০.১ ওভারে ৫০ রান পূর্ণ করে ইংল্যান্ড। এরপর বাটলার ও মর্গ্যান ১৩ ওভারে ১১২ রানের পার্টনারশিপ গড়েন। ৩৬ বলে ৪০ রান করে হাসারঙ্গার ম্যাচে তৃতীয় তথা টি ২০ আন্তর্জাতিকে ৫০তম শিকার হন ইয়ন মর্গ্যান। ১৮.২ ওভারে চতুর্থ উইকেট হারায় ইংল্যান্ড। ১৫ ওভারে ইংল্যান্ডের ১০০ রান হয়েছিল। শেষ ৫ ওভারে উঠল ৬৩ রান। হাসারঙ্গা ২১ রানে তিনটি উইকেট নেন। একটি উইকেট পান দুষ্মন্ত চামিরা।

বিস্ফোরক শতরানে গেইল-জয়বর্ধনের নজির স্পর্শ বাটলারের!

বাটলার ৪৫ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। তখনও অবধি তিনি চারটি চার ও একটি ছয় মেরেছিলেন। পরের ৫০ করতে নিলেন মাত্র ২২ বল। শেষ বলে ছক্কা হাঁকিয়ে শতরান পূর্ণ করার পর বাটলারের নামের পাশে লেখা ৬৭ বলে অপরাজিত ১০১। ছটি করে চার ও ছয় মেরেছেন।

বিস্ফোরক শতরানে গেইল-জয়বর্ধনের নজির স্পর্শ বাটলারের!

প্রস্তুতি ম্যাচে ভারতের বিরুদ্ধে ১৮ রান করার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫১ বলে ৭৩ রান করেছিলেন জস বাটলার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ছিলেন ২৪ রানে। বাংলাদেশের বিরুদ্ধে ১৮ রান করার পর অস্ট্রেলিয়া ম্যাচে ৩২ বলে ৭১ রান করে অপরাজিত ছিলেন। এদিন অপরাজিত রইলেন ১০১ রানে। টি ২০ বিশ্বকাপে সর্বাধিক ২টি শতরান রয়েছে ক্রিস গেইলের। একটি রয়েছে মাহেলা জয়বর্ধনের। বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে টি ২০ বিশ্বকাপে শতরান করলেন বাটলার যিনি চলতি বছরের আইপিএলের প্রথমার্ধেও শতরান করেছিলেন।

English summary
Buttler Hits First Hundred Of T20 WC 2021 As England Set The Target Of 164 Runs For SL. England's Wicketkeeper-Batter Hits Last Ball Six To Remain Not Out On 101 And To Become Highest Run Scorer In This WC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X