For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জসপ্রীত বুমরাহ এজবাস্টনে ভুল ধরালেন মার্ক বুচারের, কপিল দেবকে মনে করিয়ে কী বললেন? দেখুন ভিডিও

Google Oneindia Bengali News

এজবাস্টনে ভারত-ইংল্যান্ড অসমাপ্ত সিরিজের পঞ্চম টেস্টে ঘটল নজিরবিহীন ঘটনা। টসের পর দুই অধিনায়কের সংক্ষিপ্ত সাক্ষাৎকার নিয়ে থাকেন সম্প্রচারকারী চ্যানেলের ধারাভাষ্যকার। আজ টসের সময় সঞ্চালকের ভূমিকায় ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তথা স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার মার্ক বুচার। জসপ্রীত বুমরাহর সঙ্গে কথা বলার আগেই বড় ভুল করে ফেলেন তিনি।

বুমরাহ টেস্ট ক্যাপ্টেন

বুমরাহ টেস্ট ক্যাপ্টেন

রোহিত শর্মা করোনা আক্রান্ত থাকায় এজবাস্টন টেস্টে খেলতে পারছেন না। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ। কপিল দেব জমানার ৩৫ বছর পর ফের ভারতকে টেস্টে নেতৃত্ব দিচ্ছেন কোনও পেসার। স্বাভাবিকভাবেই যা অনেকের কাছেই আকর্ষণের ব্যাপার। এদিন টস জেতেন বেন স্টোকস। ইংল্যান্ড অধিনায়ককে কয়েকটি প্রশ্ন করার পর জসপ্রীত বুমরাহর সাক্ষাৎকার নিতে যান বুচার। আর শুরুতেই গলদ, যা শুধরে দেন বুমরাহ।

ভুল ধরালেন বুচারের

বুচার বলেন, এই প্রথম ভারতকে কোনও পেসার নেতৃত্ব দিচ্ছেন। এ কথা শুনেই জসপ্রীত বুমরাহ বলেন, আমি প্রথমবার ফাস্ট বোলার হিসেবে নেতৃত্ব দিচ্ছি না। আমার আগে কপিল দেব ভারতকে নেতৃত্ব দিয়েছেন। উল্লেখ্য, কপিল দেশকে নেতৃত্ব দিয়েছেন ১৯৮৩ থেকে ১৯৮৭ সাল অবধি। বুমরাহর কথায় অপ্রস্তুত মার্ক বুচার ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করতে গিয়ে বলেন, কপিল অলরাউন্ডার ছিলেন। এরপর বুমরাহ আর তর্ক না বাড়িয়ে বলেন, আচ্ছা! আপনি আপনি কপিল দেবকে অলরাউন্ডার বোঝাতে চেয়েছেন। যাই হোক, দেশকে নেতৃত্ব দিতে পারা এক বিরাট বিষয়। এর চেয়ে বড় কিছু হতে পারে না। তাই খুব ভালো অনুভূতি রয়েছে। আমাদের দলে প্রস্তুতিতে আমি খুশি। ইংল্যান্ডের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পেয়েছি লেস্টারে প্রস্তুতি ম্যাচ চলাকালীন।

ভারতের কম্বিনেশন

ভারতের কম্বিনেশন

ভারতীয় দল এক স্পিনারে এই টেস্ট খেলতে নেমেছে। জসপ্রীত বুমরাহ ছাড়াও জোরে বোলার হিসেবে একাদশে রয়েছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর। অলরাউন্ডার হিসেবে খেলছেন রবীন্দ্র জাদেজা, তিনিই স্পিন বোলিং করবেন। শুভমান গিলের সঙ্গে চেতেশ্বর পূজারা ওপেন করেছেন। তিনে নেমেছেন হনুমা বিহারী। এ ছাড়াও রয়েছেন বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ।

গিল ব্যর্থ

ভারত অবশ্য ইনিংসের সপ্তম ওভারেই ধাক্কা খেয়েছে। জেমস অ্যান্ডারসন ফিরিয়ে দিয়েছেন শুভমান গিলকে। ২৭ রানের মাথায় ভারতের ওপেনিং জুটি ভাঙে। চারটি চারের সাহায্যে গিল ২৪ বলে ১৭ রান করে আউট হয়েছেন। এরপর ধীরে ধীরে দলের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন পূজারা ও বিহারী। ১৫ ওভারের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৪৩। পূজারা ৩৮ বলে ১৩ ও হনুমা বিহারী ২৯ বলে ৬ রান করে ক্রিজে রয়েছেন।

English summary
Bumrah Corrected Presenter Mark Butcher When He Remarked That Jasprit Was The First Pacer To Lead India. England Have Won The Toss And Elected To Field First.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X