
ভারতের বিধ্বংসী বোলিংয়ে ওভালে অসহায় আত্মসমর্পণ ইংল্যান্ডের, ৬ উইকেট নেওয়ার ফাঁকে নজির বুমরাহর
টি ২০ সিরিজ জেতার পর ওভালে একদিনের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার মুখে ভারত। আজ লন্ডনের আকাশ মেঘলা, পিচে ঘাস রয়েছে। ফলে টস জিতে ফিল্ডিং নিতে দ্বিধা করেননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর এরপরেই বল হাতে জ্বলে উঠলেন মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ। পাওয়ারপ্লে-র ১০ ওভারে ইংল্যান্ডের স্কোর গিয়ে দাঁড়ায় ৫ উইকেটে ৩০।

নিজের প্রথম ওভারটি করতে এসেই জোড়া ধাক্কা দেন বুমরাহ। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে দলের ৬ রানের মাথায় বোল্ড হন জেসন রয়। পাঁচ বল খেলে তিনি কোনও রান করতে পারেননি। এক বছর পর একদিনের আন্তর্জাতিক খেলতে নেমে দুই বলের বেশি টেকেননি জো রুট। বুমরাহর এই ওভারের শেষ বলে শূন্য রানেই ফেরেন রুট। ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে দাঁড়ায় ৬। ৭ রানে পড়ে তৃতীয় উইকেট, ম্যাচের তৃতীয় ওভার তথা নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে বেন স্টোকসে সাজঘরে ফেরান শামি। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক এদিন ফিরলেন গোল্ডেন ডাক সঙ্গী করে। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে বুমরাহর তৃতীয় শিকার হন জনি বেয়ারস্টো। ২০ বলে ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি, ইংল্যান্ড চতুর্থ উইকেট হারায় ১৭ রানের মাথায়।
অষ্টম ওভারের পঞ্চম বলে লিয়াম লিভিংস্টোনকে বোল্ড করে দেন বুমরাহ। ৮ বল খেলে তিনি কোনও রান করতে পারেননি। ভারতের তৃতীয় বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিকে প্রথম দশ ওভারে চারটি উইকেট নেওয়ার নজির গড়লেন বুমরাহ। ২০০৩ সালে জাভাগল শ্রীনাথ জোহানেসবার্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং ২০১৩ সালে ভুবনেশ্বর কুমার পোর্ট অব স্পেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ১০ ওভারের মধ্যে চার উইকেট তুলে নিয়েছিলেন। সেই নজির এদিন স্পর্শ করলেম বুমরাহ। ৫ ওভারের শেষে তাঁর বোলিং ফিগার ছিল ২টি মেডেন ওভার-সহ ৯ রান দিয়ে ৪ উইকেট।
১৩.৫ ওভারে ৫৩ রানে ইংল্যান্ডের ষষ্ঠ উইকেট পড়ে। ১৮ বলে ১৪ রান করে প্রসিদ্ধ কৃষ্ণর বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে ফেরেন মঈন আলি। ১৪.৩ ওভারে দলের ৫৯ রানের মাথায় মহম্মদ শামির শিকার জস বাটলার। ৬টি চারের সাহায্যে ৩২ বলে ৩০ রান করেন ইংল্যান্ড অধিনায়ক। ১৬.৩ ওভারে ক্রেগ ওভার্টন সাত বলে ৮ রান করে মহম্মদ শামির তৃতীয় শিকার হলে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৬৮। যদিও এরপর ডেভিড উইলি ও ব্রাইডন কার্সের জুটি ইংল্যান্ডকে ১০০ রান পার করে দেয়। তবে ২৩.২ ওভারে ইংল্যান্ড নবম উইকেট হারায় ১০৩ রানে। কার্স ২৬ বলে ১৫ রান করে বুমরাহর শিকার। প্রথম ভারতীয় হিসেবে ওভালে একদিনের আন্তর্জাতিকে পাঁচ উইকেট পাওয়ার নজির গড়ার পর ইংল্যান্ডের শেষ উইকেটটিও তুলে নেন বুমরাহ। ২৫.২ ওভারে ১১০ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ২৬ বলে ২১ রান করে ডেভিড উইলি বুমরাহর বলে বোল্ড হতেই যবনিকা পড়ে ইংল্যান্জের ইনিংসে। বুমরাহ ৭.২ ওভারে ১৯ রান দিয়ে ৬ উইকেট নেন। মহম্মদ শামি ৭ ওভারে ৩১ রান খরচ করে নেন ৩ উইকেট। পাঁচ ওভারে ২৬ রান দিয়ে একটি উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ।