For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিসিসিআইয়ের আইপিএল পরিকল্পনায় অসন্তুষ্ট ব্রডকাস্টারের চাহিদা ঠিক কী?

বিসিসিআইয়ের আইপিএল পরিকল্পনায় অসন্তুষ্ট ব্রডকস্টারদের চাহিদা ঠিক কী?

  • |
Google Oneindia Bengali News

কবে থেকে শুরু হতে পারে আইপিএল, চলবে কত তারিখ পর্যন্ত, তা নিয়ে হালকা আভাস দিয়েছে বিসিসিআই। তাতেই ব্রডকাস্টার স্টার অসন্তুষ্ট হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। তাদের তরফে সূচি লম্বা করার আবেদন করা হয়েছে বলেও খবর।

কী বলছে ব্রডকাস্টার

কী বলছে ব্রডকাস্টার

এখনও পর্যন্ত যা খবর, করোনা ভাইরাসের আবহে ৪৪ দিনে আইপিএল শেষ করার পরিকল্পনা করছে বিসিসিআই। তেমনটা হলে দিওয়ালির আগেই টুর্নামেন্ট শেষ হওয়ার কথা। তাতেই ব্রডকাস্টার স্টার ক্ষুব্ধ হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। দিওয়ালির সপ্তাহে আইপিএল শেষ করার জন্য স্টার, বিসিসিআই-কে আবেদন করেছে বলে খবর। সন্দেহ নেই যে ব্যবসায়ীক স্বার্থেই এমনটা চায় ব্রডকাস্টার।

আইপিএলের সম্ভাব্য সূচি

আইপিএলের সম্ভাব্য সূচি

এক রিপোর্টে বলা হয়েছে করোনা ভাইরাসের আবহে সৌদি আরবে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে নাকি শুরু হচ্ছে আইপিএল। ৮ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্ট চলবে বলে জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ইস্যুতে নেটিজেনরা লেখালেখিও শুরু করেছেন।

সূচি প্রকাশ

সূচি প্রকাশ

বিসিসিআইয়ের অ্যাপেক্স কমিটির বৈঠকে আইপিএলের সূচি মোটামুটি ঠিক হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। অগাস্টের প্রথম সপ্তাহে সেই সূচি প্রকাশিত হবে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে।

বিসিসিআই কর্তাদের মুখে কুলুপ

বিসিসিআই কর্তাদের মুখে কুলুপ

শুক্রবার টেলি কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে বসেছিল বিসিসিআইয়ের অ্যাপেক্স কমিটি। সেই বৈঠকে আইপিএল শুরুর দিন এবং সূচি চূড়ান্ত করা হয়নি বলে ভারতীয় বোর্ডের শীর্ষ কর্তারা জানিয়েছেন। তবে করোনা ভাইরাসের জেরে চলতি বছরের টুর্নামেন্ট যে ভারতের বাইরে হতে চলেছে, তা প্রায় নিশ্চিত।

ম্যান ইউয়ের হারে ব্যথীত যুবরাজ কী জবাব দিলেন বন্ধু কেপি-কে?ম্যান ইউয়ের হারে ব্যথীত যুবরাজ কী জবাব দিলেন বন্ধু কেপি-কে?

English summary
Broadcaster unhappy on BCCI's tentative plan for IPL 2020 from September 26
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X