For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপ জিততে ভারতকে কোন বিভাগে উন্নতি করতে হবে? পরামর্শ দিলেন ব্রেট লি

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে ভারত স্মরণীয় জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। বিরাট কোহলি-হার্দিক পাণ্ডিয়ার লড়াকু পার্টনারশিপেই যা নিশ্চিত হয়েছে। রোহিত শর্মার দলের পরের ম্য়াচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে। তারপর রবিবার সামনে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হারালেই শেষ চার নিশ্চিত করে ফেলবে ভারত। তবে আনন্দের আবহের মধ্যেই বোলিং বিভাগে উন্নতির প্রয়োজন রয়েছে বলে মনে করছেন ব্রেট লি।

নজরে ডেথ ওভার

নজরে ডেথ ওভার

পাকিস্তান গতকালের ম্যাচে শেষ ১০ ওভারে ৯৯ রান তুলে স্কোরটা নিয়ে গিয়েছিল ১৫৯-এ, যা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে যথেষ্ট ভালো স্কোর। শেষ ৫ ওভারে ওঠে ৫৩ রান। টি ২০-তে কয়েক মিনিটে বদলে যায় ম্যাচের রং। তারপর আবহাওয়ার কারণে দুর্বল দলের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট হলে সেটাও সমস্যা বাড়ানোর পক্ষে যথেষ্ট। প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় টপ অর্ডারের কাছে রান প্রত্যাশা করছেন। যা সঠিকও। গতকাল ব্যর্থ হয়েছেন ওপেনাররা। বিরাট ও হার্দিকের মধ্যে কারও একজনের উইকেট পাকিস্তান তুলে নিতে পারলে ম্যাচের রং অন্যরকম হতেই পারতো। তবে ব্যাটিংয়ের চেয়েও চিন্তা থাকবে বোলিং নিয়ে। বিশেষ করে ডেথ ওভারের বোলিং।

ভারতের পারফরম্যান্স

ভারতের পারফরম্যান্স

গতকালের ম্যাচে পাওয়ারপ্লে-তে ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিংরা ভালো বোলিং করেছেন। ১০ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ছিল ২ উইকেটে ৬০ রান। ৯ ওভারে ছিল ৫০ রান। দশম ওভারে হার্দিক পাণ্ডিয়া ১০ রান দেন। একাদশ ওভারে রবিচন্দ্রন অশ্বিন দেন ১০ রান। ১২তম ওভারে অক্ষর প্যাটেল ২১ রান খরচ করেন। এরপর তাঁকে আর বল না দেওয়ায় রোহিত শর্মা সঠিক কাজ করেছেন বলে মন্তব্য করেছেন মদন লাল। ত্রয়োদশ ওভারে মহম্মদ শামি দেন ৫ রান, একটি উইকেটও পান। ১৪তম ওভারে পাণ্ডিয়া ২ রান খরচ করে ২ উইকেট তুলে নেন। ১৫তম ওভারে অশ্বিন ৮ রান দিলে এই ওভারের শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১০৬।

শেষ ৫ ওভারে

শেষ ৫ ওভারে

১৬তম ওভারে হার্দিক পাণ্ডিয়া ১০ রান দেন, তুলে নেন একটি উইকেট। ১৭তম ওভারে অর্শদীপ সিং ৯ রান খরচ করে আরও একটি উইকেট পান। ১৮তম ওভারে শামি দেন ১০ রান। ১৯তম ওভারে অর্শদীপ ১৪ রান খরচ করেন। শেষ ওভারে ভুবনেশ্বর কুমার ১০ রান দেন, একটি উইকেটের বিনিময়ে। ব্রেট লি বলেছেন, ভারতীয় দলে জসপ্রীত বুমরাহকে দরকার ছিল। ভারতকে যদি বিশ্বকাপ জিততে হয় তাহলে শেষ ৫ ওভারে ভালো বল করতে হবে। কেন না, ডেথ ওভারে যারাই ভালো বোলিং করতে পারবে বিশ্বকাপ তারাই জিতবে। তবে মহম্মদ শামিকে ভারতীয় দলে বুমরাহ-র উপযুক্ত বিকল্প হিসেবে মনে করছেন লি।

বিরাটের প্রশংসা ব্রেট লি-র

বিরাটের প্রশংসা ব্রেট লি-র

বিরাট কোহলির খারাপ সময়ে তাঁর যেভাবে সমালোচনা চলছিল তাতে অবাক লি। লেজেন্ডস লিগ ক্রিকেট খেলার ফাঁকে তিনি বলেছিলেন, বিরাটের মতো ক্রিকেটারকে যখন আক্রমণ করা হয় তা দেখে অদ্ভূত লাগে। যাঁরা সমালোচনা করেন তাঁরা কোহলির রেকর্ডের দিকে তাকান না। তিন ফরম্যাটেই তাঁর পারফরম্যান্স মনে না রেখেই আক্রমণ করা হয়। খেলায় শতরান বা অর্ধশতরান আসছে না এমনটা হতেই পারে। বিরাট কোহলি একজন কিংবদন্তি। খুব বেশি সময় তিনি রান পাবেন না এটা হতে পারে না।

টি ২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার চাপ বাড়ায় স্বস্তি পাকিস্তানের! বৃষ্টি বাঁচিয়ে দিল জিম্বাবোয়েকেটি ২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার চাপ বাড়ায় স্বস্তি পাকিস্তানের! বৃষ্টি বাঁচিয়ে দিল জিম্বাবোয়েকে

English summary
Brett Lee Opines If India Have To Win The T20 World Cup They Have To Bowl Well In Death Overs. Indian Bowlers Have Leaked 53 Runs In The Last 5 Overs Against Pakistan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X