For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বদেশী কামিন্সের পদাঙ্ক অনুসরণ লি-র, করোনা বিধ্বস্ত ভারতকে আর্থিক অনুদান প্রাক্তন তারকার

স্বদেশী কামিন্সের পদাঙ্ক অনুসরণ লি-র, করোনা বিধ্বস্ত ভারতকে আর্থিক অনুদান প্রাক্তন ফাস্ট বোলারের

  • |
Google Oneindia Bengali News

পথ দেখিয়েছিলেন প্যাট কামিন্স। সেই পথে হাঁটলেন ব্রেট লি। করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারতকে আর্থিক অনুদান দিলেন আরও এক অস্ট্রেলিয় তারকা। তাঁদের বিবেচনা এবং ভারতের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছেন এ দেশের ক্রিকেট প্রেমী মানুষ। এ কাজে পথ দেখানোর জন্য অস্ট্রেলিয় ফাস্ট বোলার প্যাট কামিন্সের প্রশংসাও করেছেন ব্রেট লি।

স্বদেশী কামিন্সের পদাঙ্ক অনুসরণ লি-র, করোনা বিধ্বস্ত ভারতকে আর্থিক অনুদান প্রাক্তন তারকার

বাড়তে থাকা করোনা ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে ভারতকে লড়াই করার রসদ জোগাতে এগিয়ে এলেন ব্রেট লি। ক্রিপ্টো রিলিফ ফান্ডে এক বিটকয়েন বা ৪১ লক্ষ টাকা দান করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার। এই টাকা অতিমারীর ভয়ঙ্কর পরিস্থিতিতে ভারতের বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের ঘাটতি মেটাতে কাজে আসবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এই ইস্যুতে একটি পোস্ট করেছেন ব্রেট লি। যেখানে তিনি নিজের অনুদানের বিষয়টি জানিয়েছেন। অস্ট্রেলিয় তারকার কথায়, ভারত তাঁর দ্বিতীয় ঘরের মতো। এ দেশ থেকে তিনি যে ভালোবাসা পেয়েছেন, সেই টানে তিনি ভারতীয় নাগরিকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন লি। একই সঙ্গে এই কঠিন পরিস্থিতি সঙ্ঘবদ্ধতার কথা উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার।

সোমবার মহানুভবতার প্রথম নিদর্শন রাখেন প্যাট কামিন্স। করোনা ভাইরাসে নাজেহাল ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন কেকেআর তথা অস্ট্রেলিয় তারকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তহবিলে ৩৮ লক্ষ টাকা জমা করেন কামিন্স। সেই দেখাদেখি একই কাজে ব্রতী হলেন ব্রেট লিও। চোখ খুলে দেওয়ার জন্য তিনি স্বদেশী ক্রিকেটারকে ধন্যবাদও জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ভারতে সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক দিনে দেশে কোভিড ১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রায় তিন হাজার ছুঁয়ে ফেলেছে। বর্তমানে ভারতে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১ কোটি ৮০ লক্ষের কাছাকাছি গিয়েছে। প্রাণ হারিয়ে ১ লক্ষ ৯৫ হাজারেরও বেশি মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছে প্রশাসন। দেশের নাগরিকদেরও সচেতন হতে বললেন ব্রেট লি।

English summary
Brett Lee donated 1 Bitcoin to Crypto Relief to help purchase oxygen in hospitals across India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X