For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কামিন্স-মর্গ্যানদের অনুপস্থিতিতে কাদের ঘাড়ে বাড়তি দায়িত্ব, জানালেন কেকেআর কোচ

কামিন্স-মর্গ্যানদের অনুপস্থিতিতে কাদের ঘাড়ে বাড়তি দায়িত্ব, জানালেন কেকেআর কোচ

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে থমকে যাওয়া আইপিএল ফের শুরু করার উদ্যোগ নিয়েছে বিসিসিআই। যদিও টুর্নামেন্টের অবশিষ্ট ম্যাচগুলিতে ইংল্যান্ডের ক্রিকেটাররা খেলবেন না বলে খবর। প্যাট কামিন্স সহ অস্ট্রেলিয়ার অন্যান্য ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণও অনিশ্চিত বলে ধরে নেওয়া হচ্ছে। এই অবস্থায় বৈতরণী পার করতে দলের কোন কোন ক্রিকেটারদের বাড়তি দায়িত্ব নিতে হতে পারে, তা জানিয়ে দিলেন কলকাতা নাইট রাইডার্স বা কেকেআরের কোচ তথা প্রাক্তন ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালাম।

কামিন্স-মর্গ্যানের অনুপস্থিতি বড় চাপ

কামিন্স-মর্গ্যানের অনুপস্থিতি বড় চাপ

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে প্রাথমিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে দেশের ক্রিকেটারদের আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরশাহীতে পাঠানো হবে না। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যানের আগমন। অন্যদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে আনুষ্ঠানিক ঘোষণা না করা হলেও আইপিএলের অবশিষ্ট ম্যাচগুলি খেলতে না আসার কথা প্রাথমিকভাবে জানিয়ে দিয়েছেন ফাস্ট বোলার প্যাট কামিন্স। দুই তারকার সম্ভাব্য অনুপস্থিতিতে দল চাপে পড়ে যাবে বলে স্বীকার করে নিয়েছেন কেকেআরের হেড কোচ তথা প্রাক্তন ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালাম। তাঁর কথায়, আইপিএলের প্রথম পর্বে খেলা ক্রিকেটারদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়ে গিয়েছিল। সেভাবে দলকে তৈরিও করা হয়েছিল। মর্গ্যান ও কামিন্সের অনুপস্থিতি সেই পরিকল্পনায় বড়সড় ধাক্কা বলে মনে করেন কেকেআর কোচ।

গিল এবং রানাকে বাড়তি দায়িত্ব নিতে হবে

গিল এবং রানাকে বাড়তি দায়িত্ব নিতে হবে

আপাতত অধিনায়ক ইয়ন মর্গ্যান এবং প্যাট কাামিন্সকে বাদ রেখেই আইপিএলের জন্য ঘুঁটি সাজাতে শুরু করেছেন কেকেআর কোচ। জানিয়েছেন যে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার রথীদের পাওয়া না গেলে তরুণ শুভমান গিল ও নীতীশ রানাদের মতো স্থানীয় ক্রিকেটারদের বাড়তি দায়িত্ব নিতে হবে। সেক্ষেত্রে তাঁরা নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন বলেও মনে করেন ব্রেন্ডন ম্যাকালাম।

মর্গ্যানের অনুপস্থিতিতে অধিনায়ক হতে পারেন কে

মর্গ্যানের অনুপস্থিতিতে অধিনায়ক হতে পারেন কে

আইপিএলের গত মরসুমে দীনেশ কার্তিককে সরিয়ে ইয়ম মর্গ্যানকে নেতা নির্বাচন করেছিল কেকেআর। ইংল্যান্ডের ওই ব্যাটসম্যান আইপিএলের আগামী ম্যাচগুলিতে না খেললে ফের কার্তিকের হাতে কেকেআরের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হবে বলে মনে করেননি ক্রিকেট বিশেষজ্ঞরা। হয়তো সেই প্রস্তাবে ডিকে নিজেই রাজি হবেন না। পরিবর্তে শুভমান গিল কিংবা নীতীশ রানার মধ্যে যে কোনও একজনকে কেকেআরের নতুন অধিনায়ক নির্বাচন করা হলে অবাক হওয়ার কোনও কারণ থাকবে না। কোচ ম্যাকালামের কথাতেও তার আভাস স্পষ্ট। প্রতিযোগিতায় আন্দ্রে রাসেলের নাম নিয়েও আলোচনা হতে পারে বলে খবর।

আইপিএল কোথায় এবং কবে

আইপিএল কোথায় এবং কবে

করোনা ভাইরাসের আবহে আইপিএলের অবশিষ্ট অংশ ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলেছে। বিসিসিআই দিন ঘোষণা না করলেও ১৭ কিংবা ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। টি২০ বিশ্বকাপ শুরুর আগে আইপিএল শেষ করা হবে।

করোনায় রাশিয়ান জিমন্যাস্টদের প্রস্তুতি দেখার সুযোগ হারাল জাপানের কামোকরোনায় রাশিয়ান জিমন্যাস্টদের প্রস্তুতি দেখার সুযোগ হারাল জাপানের কামো

English summary
Brendon McCullum says opportunity for Subhman Gill and Nitish Rana as KKR going to misss Pat Cummins and Eoin Morgan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X