For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাইকে হারানো নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়সের প্রশংসায় পঞ্চমুখ ম্যাকালাম

IPL 2022: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাইকে হারানো নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়সের প্রশংসায় পঞ্চমুখ ম্যাকালাম

Google Oneindia Bengali News

জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। হাতে গোনা কিছু ক্রিকেটার ছাড়া প্রায় গোটা একদা একটা নতুন দলকে নিয়ে ব্যালেন্স করে দলের কম্বিনেশন ভালই গড়েছেন ব্রেন্ডন ম্যাকালাম।

IPL 2022: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাইকে হারানো নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়সের প্রশংসায় পঞ্চমুখ ম্যাকালাম

শ্রেয়স আইয়রারে নেতৃত্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে ছয় উইকেটে হারিয়েছে কলকাতা। দলের এই জয়ে অভিভূত ব্রেন্ডন ভুয়োশি প্রশংসা করলেন সদ্য কেকেআর-এর নেতৃত্বের দায়িত্ব নেওয়া শ্রেয়স আইয়ারের।

ম্যাচের শেষে নাইটদের প্রশিক্ষক বলেন, "অসাধারণ জয়। কেকেআর-এর অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ার প্রথম জয় পেল, ভাল মতো দলকে নেতৃত্ব দিয়েছে ও। ক্যাম্পের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে নিজের সম্পর্ক আরও দৃঢ় করে তোলার কাজটা ভাল মতোই করছে শ্রেয়স। ওর উপস্থিতিটাই দলকে মোটিভেট করে। নিজের খেলার প্রতি ওর ভরসা রয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিএসকে'র বিরুদ্ধে এই জয়ের ফলে শুরুটা দারুণ হল। গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়ে বেশ খুশি।"

ম্যাকালাম আগেই জানিয়েছিলেন শ্রেয়স আইয়ারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি কতটা খুশি। কোচ হিসেবে এই রকম একজন তরুণের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই অন্য রকম। এ দিনও নিজের অনুভূতি আড়াল করলেন না নিউজিল্যান্ডের কিংবদন্তি। তিনি বলেন, "আমি অভিভূত ওর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায়। কোচিং কেরিয়ারের আপনি খুব কম সুযোগ পাবেন এই রকম কারোর সঙ্গে কাজ করার। আমি মনে করি ওর কেরিয়ারের সেরা সময়টা সামনেই আসছে। ওর মধ্যে এমন এক জন ক্রিকেটার হয়ে ওঠার ক্ষমতা রয়েছে সেরা ক্রিকেটার হওয়ার এবং যে দীর্ঘ সময় ধরে বিশ্ব ক্রিকেট এবং ভারতীয় ক্রিকেটকে শাষন করবে।"

কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ছয় উইকেটে পরাজিত করেছে। প্রথমে বোলিং করে ১৩১ রানে আটকে দেয় চেন্নাইকে কলকাতার ফ্রাঞ্চাইজিটি। চেন্নাইয়ের হয়ে একমাত্র মহেন্দ্র সিং ধোনি ছাড়া কেউই রান পাননি। দীর্ঘ এক বছর ক্রিকেটের বাইরে থেকেও প্রথম ম্যাচেই অর্ধ-শতরান করেন মাহি। জবাবে ১৮.৩ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নাইট রাইডার্স। নাইটদের হয়ে দু'টি উইকেট পান উমেশ যাদব। একটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী এবং আন্দ্রে রাসেল।

কেকেআর-এর হয়ে ৪৪ রান করেন অজিঙ্ক রাহানে। কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার ২০ রানে অপরাজিত ছিলেন।

English summary
KKR Head coach Brendon McCullum was ecstatic after defeating the defending champions and heaped praise on his team’s new skipper Shreyas Iyer.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X