আইপিএল ২০২০ : টুর্নামেন্টের ইতিহাসে ডেথ ওভারে সর্বাধিক ছক্কা দেওয়া বোলারদের তালিকা
দীর্ঘ প্রায় সাত মাসের জড়তা কাটিয়ে ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু হলে ক্রিকেট ফের স্বাভাবিক ছন্দে ফিরবে বলে মনে করছে বিশ্ব। টুর্নামেন্টে ব্যাট-বলের তুখোর লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেট প্রেমীরা। তার আগে দেখে নেওয়া যাক আইপিএলের ইতিহাসে ডেথ ওভারে সবচেয়ে বেশি ছক্কা খাওয়া বোলারদের তালিকা।

ডোয়েন ব্রাভো
আইপিএলের ইতিহাসে ডেথ ওভারে সবচেয়ে বেশি ছক্কা দেওয়া বোলারদের তালিকার শীর্ষ স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ তথা চেন্নাই সুপার কিংসের অল-রাউন্ডার ডোয়েন ব্রাভো। টুর্নামেন্টের সবকটি ফর্ম্যাট ধরলে শেষ চার ওভারে ব্রাভোর বলে মোট ৭৬টি ছক্কা হাঁকিয়েছেন ব্যাটসম্যানরা।

উমেশ যাদব
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় ফাস্ট বোলার উমেশ যাদব। আইপিএলের সবকটি ফর্ম্যাট ধরলে শেষ চার ওভারে তিনি প্রতিপক্ষ দলকে মোট ৫৩টি ওভার বাউন্ডারি দিয়েছেন।

বিনয় কুমার
ভারত তথা কর্নাটকের প্রাক্তন ফাস্ট বোলার বিনয় কুমার আইপিএলের শেষ চার ওভারে ৪৮টি ছক্কা খেয়েছেন। টুর্নামেন্টের ইতিহাসে ডেথ ওভারে সবচেয়ে বেশি ছক্কা দেওয়া বোলারদের তালিকার তৃতীয় স্থানে রয়েছেন তিনি।

ভুবনেশ্বর কুমার
তালিকার পঞ্চম স্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের স্ট্রাইক বোলার ভুবনেশ্বর কুমার। আইপিএলের সবকটি ফর্ম্যাট ধরলে শেষ চার ওভারে কুমারের বলে মোট ৪৭টি ছক্কা হাঁকিয়েছেন ব্যাটসম্যানরা।

প্রতি বলে ছক্কার গড়
প্রতি বলে ছক্কা খাওয়া গড়ের নিরিখে আইপিএলে সবার আগে রয়েছেন ভারতীয় অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া। টুর্নামেন্টে ১১৩ বলে তিনি ২৩টি ছক্কা (৫.৭৮ গড়) দিয়েছেন।