For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টুইটারের 'নীল' খোঁচায় মহেন্দ্র সিং ধোনির অসম্মান! সোশ্যাল মিডিয়ার ঝড়ে জয় ক্যাপ্টেন কুলের

Google Oneindia Bengali News

হঠাৎই আজ সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল মহেন্দ্র সিং ধোনিকে ঘিরে। ভক্তরা গর্জে উঠলেন ভারত অধিনায়কের অসম্মানের প্রতিবাদে। কিছু সময় পর অবশ্য সম্মানরক্ষার লড়াই জিতলেন ক্যাপ্টেন কুলই।

ভ্যানিশ ব্লু টিক

ভ্যানিশ ব্লু টিক

টুইটারে আজকাল হঠাৎই মন্ত্রী থেকে সেলেবদের অ্যাকাউন্টের ব্লু টিক ভ্যানিশ হয়ে যাচ্ছে! সেই তালিকায় নয়া সংযোজন মহেন্দ্র সিং ধোনি। আজ আচমকাই দেখা যায়, ধোনির টুইটার অ্যাকাউন্টে ব্লু টিকটি নেই। এরপরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ের উপরের সারিতে উঠে আসে ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ (Inactive) এবং এমএস ধোনি (MS Dhoni)। প্রাক্তন ভারত অধিনায়কের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানাতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় ওঠে ধোনি-ঝড়!

ঝড়ে ফেরত

ঝড়ে ফেরত

ঘণ্টা দুয়েকের বেশি সময় পর ফের দেখা যায় ধোনির টুইটার অ্যাকাউন্টে ফিরে এসেছে ব্লু টিক। তাতে ধোনির অনুগামীরা আশ্বস্ত হলেও দেশের অন্যতম আইডলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ে এমন ছেলেখেলা একেবারেই মানতে চাননি। যদিও সম্মানরক্ষার লড়াই ক্যাপ্টেন কুলই জিতলেন বলেও সোশ্যাল মিডিয়ায় অনেকেই মন্তব্য করেছেন।

ফলোয়ার থাকলেও সক্রিয় নন

ফলোয়ার থাকলেও সক্রিয় নন

টি ২০ বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো দেশের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজে অবশ্য সোশ্যাল মিডিয়ায় একেবারেই সক্রিয় নন। যদিও ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারে তাঁর প্রচুর ফলোয়ার। টুইটারে ফলোয়ারের সংখ্যা ৮২ লক্ষ। ফেসবুকে ২৬ লক্ষ ও ইনস্টাগ্রামে ৩ কোটি ৪৫ লক্ষ ফলোয়ার। কিন্তু ভারতীয় দল বা চেন্নাই সুপার কিংসে ধোনির প্রাক্তন ও বর্তমান সতীর্থরা সোশ্যাল মিডিয়ায় যতটা সক্রিয়, ধোনি তার ঠিক উল্টো অবস্থানে। যেমন টুইটারেই গত বছর ১০ সেপ্টেম্বরের পর মাহি শেষ টুইটটি করেছেন চলতি বছরের ৮ জানুয়ারি। সেটি আবার ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন। এরপর আর নেই। যদিও ধোনির স্ত্রী সাক্ষী সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। ফেসবুকে ধোনির শেষ পোস্ট দেখা গিয়েছে ৩০ এপ্রিল। ধোনি ক্রিকেটকে আলবিদা জানানোর পোস্টটি অবশ্য করেছিলেন সোশ্যাল মিডিয়াতেই।

ধোনি ম্যাজিকের অপেক্ষা

ধোনি ম্যাজিকের অপেক্ষা

আগামী মাসেই ধোনিকে ফের দেখা যাবে ক্রিকেট মাঠে। আইপিএলের বাকি ম্যাচগুলি শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর থেকে। প্রথম দিনই ধোনির ম্যাচ। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। প্রাক্তন ভারত অধিনায়কের দল পয়েন্ট তালিকায় রয়েছে দ্বিতীয় স্থানে। ধোনি নিজে অবশ্য ৭ ম্যাচে ৩৭ রান করেছেন। গতবারের ব্যর্থতা ঢেকে ফের সিএসকে-কে চ্যাম্পিয়ন করানোর লক্ষ্যেই রয়েছেন ক্যাপ্টেন কুল। পয়েন্ট তালিকায় দিল্লি ক্যাপিটালসের পরেই চেন্নাই সুপার কিংস রয়েছে। সাতটি ম্যাচে জিতেছে পাঁচটিতে।

English summary
Blue Tick Of Former Indian Cricket Captain MS Dhoni's Twitter Account Has Been Restored. CSK Captain Dhoni's Twitter Account Lost That Blue Tick Today For A Few Hours.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X