For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিকেট মাঠে আজব ঘটনা, ১০ জনে খেলতে হল পাকিস্তান সুপার লিগে

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তান সুপার লিগে ঘটল এক নজিরবিহীন ঘটনা। তাও আবার ফাইনালে ওঠার লড়াইয়ে, এলিমিনিটের ২-এ। গতকাল কিছুটা সময় ১০ জনে খেলতে হল পেশোয়ার জালমিকে, ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে।

ক্রিকেট মাঠে আজব ঘটনা, ১০ জনে খেলতে হল পাকিস্তান সুপার লিগে

(ছবি- পাকিস্তান সুুপার লিগ)

ঘটনার সূত্রপাত ম্যাচের ১১তম ওভারে। বোলিং করছিলেন মহম্মদ ইরফান। নিজের স্পেলের শেষ ওভারের শেষ বলটি করতে গিয়ে প্রথমে পড়ে যান। কিছুক্ষণ পর ফের তিনি শেষ বলটি করতে যান। আবারও পড়ে যান। ১২ ওভারে বাউন্ডারির ধারে মহম্মদ ইরফানকে নিয়ে যাওয়া হয় শুশ্রূষার জন্য। তাঁর পরিবর্ত হিসেবে মাঠে নামেন হায়দার আলি।

দ্বাদশ ওভারটি করেছিলেন আমাদ বাট। এই ওভারের শেষে দেখা যায় আলিকে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন আম্পায়ার আলিম দার। তখনও শুশ্রূষা চলছে ইরফানের। আম্পায়ারের নির্দেশে মাঠ ছাড়তে বাধ্য হন আলি। এরপর ১৪ ও ১৫তম ওভার ১০ জনে খেলতে বাধ্য হয় পেশোয়ার জালমি। ইরফানের পরিবর্তে কাউকে মাঠে নামতে দেওয়া হয়নি।

১৬তম ওভার শুরুর আগে আলিম দারের সঙ্গে কথা বলতে দেখা যায় জালমি অধিনায়ক ওয়াহাব রিয়াজ ও প্রাক্তন পাক অধিনায়ক শোয়েব মালিককে। এরপর পরিবর্ত হিসেবে খালিদ উসমানকে মাঠে নামার অনুমতি দেন আম্পায়াররা। জানা গিয়েছে আম্পায়াররা নিশ্চিত ছিলেন না ইরফানের সত্যিই চোট লেগেছে কিনা সে ব্যাপারে। এরপর চিকিৎসকদের কাছ থেকে নিশ্চিত হয়ে তবেই ফিল্ডিং করা দলকে পরিবর্ত কোনও ক্রিকেটারকে মাঠে নামানোর অনুমতি দেওয়া হয়। ক্র্যাম্পের কারণেই এই বিপত্তি বলে পরে জানা যায়। ইসলামাবাদকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে পেশোয়ার। কাল ফাইনালে মুখোমুখি হবে মুলতান সুলতান্স ও পেশোয়ার জালমি।

English summary
Bizarre Incident In PSL 2021 As Peshawar Zalmi Fielding With Ten Men Against Islamabad United. Substitute Haider Ali Was Sent Back By Umpires After Mohammad Irfan's Injury.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X