For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিরাট মধ্য মেধার অধিনায়ক, রাহানে যেন পতৌদি'! কিংবদন্তি বেদীর বোমায় বিতর্ক

'বিরাট মধ্য মেধার অধিনায়ক, রাহানে যেন পতৌদি'! কিংবদন্তি বেদীর বোমায় বিতর্ক

  • |
Google Oneindia Bengali News

বিরাট কোহলিকে মধ্য মেধার অধিনায়ক বলে কটাক্ষ করে বিতর্ক তৈরি করলেন বিস্ফোরক মন্তব্য করত সিদ্ধহস্ত বিষেণ সিং বেদী। এমনকী অবিলম্বে বিরাটের অধিনায়কত্ব ছেড়ে কেবল ব্যাটিংয়ে মনোসংযোগ করা উচিত বলেও মনে করেন দেশের প্রাক্তন কিংবদন্তি স্পিনার। পরিবর্তে যাঁকে তিনি ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেখতে চান, তাঁর মস্তিষ্ককে টাইগার পতৌদির সঙ্গে তুলনা করেছেন বেদী।

বিরাট মধ্য মেধার

বিরাট মধ্য মেধার

বিরাট ক্রিকেটার হিসবে বড় হলেও অধিনায়ক হিসেবে মোটেই সফল নন বলে মনে করেন বিষেণ সিং বেদী। তাঁর কথায়, সবার পক্ষে সবকিছু সম্ভব হয় না। বিরাট ব্যাটসম্যান হিসেবে দক্ষ হলেও তিনি মধ্য মেধার অধিনায়ক বলে দাবি করেছেন দেশের কিংবদন্তি স্পিনার।

বিরাটের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত

বিরাটের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত

বিষেণ সিং বেদী মনে করেন, সাধারণ কিংবা মধ্য মেধা নিয়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের চেয়ার বিরাট কোহলির আঁকড়ে ধরে বসে থাকা উচিত নয়। দলের সাফল্যের স্বার্থে অবিলম্বে বিরাটের টিম ইন্ডিয়ার নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত বলে পরামর্শ দিয়েছেন দেশের প্রাক্তন স্পিনার। তাঁর কথায়, অধিনায়কত্ব ছেড়ে পুরোপুরি ব্যাটিংয়ের প্রতি নিবেদিত প্রাণ হোক কোহলি।

রাহানের প্রশংসায় পঞ্চমুখ

রাহানের প্রশংসায় পঞ্চমুখ

অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারানো ভারতীয় দলের অধিনায়ক অজিঙ্ক রাহানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিষেণ সিং বেদী। তাঁর কথায়, রাহানের নেতৃত্ব তিনি খুব মন দিয়ে দেখেছেন। সিরিজে যেভাবে জিঙ্কস দলের বোলারদের ব্যবহার করেছেন, তা দেখে মুগ্ধ হয়েছেন বেদী। নেতা অজিঙ্ক রাহানের গুনকে কিংবদন্তি নবাব মনসুর আলি খান পতৌদির সঙ্গে তুলনা করেছেন দেশের প্রাক্তন স্পিনার। ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী টেস্ট সিরিজেই বিরাট কোহলিকে সসম্মানে রাহানের হাতে ভারতীয় দলের ব্যাটন তুলে দেওয়া উচিত বলে মনে করেন বেদী।

কোহলি ও রাহানের নেতৃত্বের রেকর্ড

কোহলি ও রাহানের নেতৃত্বের রেকর্ড

এখনও পর্যন্ত ভারতকে ৫৬টি টেস্ট নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলির। ৩৩টি ম্যাচ জিতেছেন। ১৩টি ম্যাচে হেরে যাওয়ার পাশাপাশি ১০ ম্যাচ ড্র করেছে বিরাটের টিম ইন্ডিয়া। অন্যদিকে ভারতকে ৫টি টেস্টে নেতৃত্ব দিয়ে চারটি জিতেছেন অজিঙ্ক রাহানে। একটি ড্র করেছেন।

টিম ইন্ডিয়ার গাব্বার বীরত্বকে আত্মনির্ভর ভারতের সঙ্গে জুড়ে দিলেন মোদী!টিম ইন্ডিয়ার গাব্বার বীরত্বকে আত্মনির্ভর ভারতের সঙ্গে জুড়ে দিলেন মোদী!

English summary
Bishan Singh Bedi wants Ajinkya Rahane to take over Team India's captaincy, not happy with Virat Kohli
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X