For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল-শ্রেয়সদের জন্য ঝাঁপাচ্ছে নতুন দলগুলি, আইপিএলের রিটেনশন লিস্টে নামই নেই একঝাঁক তারকার

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের রিটেনশনের নিয়ম অনুযায়ী সর্বাধিক ৪ জন ক্রিকেটারের বেশি রাখতে পারে না পুরানো ৮টি দল। সেই সমীকরণ মাথায় রেখেই আটটি দল মোট ২৭ জন ক্রিকেটারকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার তিনজন করে ক্রিকেটার বেছে নিতে পারবে পঞ্চদশ আইপিএলের দুই নতুন দল লখনউ ও আমেদাবাদ। এমনকী নিলাম থেকে অনেক ক্রিকেটারকেই ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির।

তারকারা দল পেলেন না

আজ আটটি দল তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে ভারতের অনেক তারকারই নাম নেই সেই তালিকায়। ভারতের টি ২০ অধিনায়ক তথা পাঞ্জাব কিংসের লোকেশ রাহুল নিজেই অবশ্য পাঞ্জাব কিংস ছাড়তে চেয়েছিলেন। শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিনকেও যে দিল্লি ক্যাপিটালস ধরে রাখবে না তাও জানা গিয়েছিল আগেই। তবে অনেককেই অবাক করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এক সিদ্ধান্ত। ১৪ ম্যাচে ৪১১ রান করা ওপেনার দেবদত্ত পাড়িক্কলকে ধরে না রাখার বিষয়টি নয়। বরং আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী হর্ষল প্যাটেলকে ছেড়ে দিয়ে মহম্মদ সিরাজকে ধরে রাখার সিদ্ধান্ত। হর্ষল ১৫ ম্যাচে ৩২ উইকেট পেয়ে ভারতের হয়ে টি ২০ অভিষেকেও ভালো বোলিং করেছেন। এমনকী ১৫ ম্যাচে ১৮ উইকেট পাওয়া যুজবেন্দ্র চাহালকেও ধরে রাখেনি আরসিবি।

ভরসা নিলাম আর নতুন দল

ভরসা নিলাম আর নতুন দল

এবারের আইপিএলে ১৬ ম্যাচে ২৪ উইকেট পাওয়া আবেশ খানকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। ১৬ ম্যাচে ২১ উইকেট পাওয়া শার্দুল ঠাকুরকে রাখেনি চেন্নাই সুপার কিংস। পাঞ্জাব কিংস দুজনকে ধরে রেখেছে। তবে ১২ ম্যাচে ১৮ উইকেট পাওয়া অর্শদীপ সিংকে রেখে মহম্মদ শামি (১৪ ম্যাচে ১৯ উইকেট) ছেড়ে দিয়েছে পাঞ্জাব। সূর্যকুমার যাদবকে রেখে ঈশান কিষাণকে ছেড়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। দীপক চাহার, রাহুল চাহার, চেতন সাকারিয়ার মতো ক্রিকেটাররা রিটেনশন লিস্টে জায়গা পাননি। কলকাতা নাইট রাইডার্স শুভমান গিল, দীনেশ কার্তিক, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠিদের ধরে রাখেনি। সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে শেষ বলে ছক্কা মেরে তামিলনাড়ুকে চ্যাম্পিয়ন করানো শাহরুখ খানকেও ধরে রাখার পথে হাঁটেনি পাঞ্জাব কিংস। ঋদ্ধিমান সাহাকেও নতুন কোনও দলের দিকে তাকিয়ে থাকতে হবে।

তারকা বিদেশিরাও দল হারালেন

তারকা বিদেশিরাও দল হারালেন

বিদেশিদের মধ্যে অনেক তারকাই পুরানো দলে থাকতে পারেননি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ক্রিস মরিসকে ছেড়ে দিয়েছে রাজস্থান। কাগিসো রাবাডাকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। রশিদ খান অবশ্য আইপিএলের নতুন দুটি দলের মধ্যে কোনও একটিকে খেলবেন। ডেভিড ওয়ার্নার, ক্রিস গেইল, ফাফ দু প্লেসিদেরও রিটেনশন লিস্টে ঠাঁই হয়নি। আন্দ্রে রাসেল, সুনীল নারিনকে ধরে রেখে ইয়ন মর্গ্যান, প্যাট কামিন্সদের ছেড়ে দিয়েছে কেকেআর। জোফ্রা আর্চার, বেন স্টোকসদেরও রাখেনি রাজস্থান রয়্যালস। জনি বেয়ারস্টো সানরাইজার্সের হয়ে সাত ম্যাচে ২৪৮ রান করেছিলেন। তিনিও অরেঞ্জ আর্মিতে নেই। কেকেআর যেমন শাকিব আল হাসানকে ধরে রাখেনি, তেমনই রাজস্থান রয়্যালস ছেড়ে দিয়েছে মুস্তাফিজুর রহমানকে। ক্রিস গেইল, ডোয়েইন ব্র্যাভোর আইপিএল ভবিষ্যতও অনিশ্চয়তার মুখে।

English summary
Big Names Including Rahul, Shreyas, Hardik, Warner, Morris, Gayle, Rabada, Du Plessis Released By Their IPL Teams. Chahal, Harshal Also Ignored In The IPL Retention List.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X