For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরিয়ার নিয়ে রটনায় মারাত্মক চটে সংবাদমাধ্যমকে তুলোধনা ভুবনেশ্বর কুমারের

Google Oneindia Bengali News

কার্যত স্বভাববিরুদ্ধভাবেই এবার সংবাদমাধ্যমকে তুলোধনা করলেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। একটি সংবাদপত্রের খবর দেখে অনেকেই খবর করে যে, ভারতের এই পেসার টেস্ট খেলতে আগ্রহী নন। এতেই মারাত্মক চটে গিয়েছেন ভুবি।

সংবাদমাধ্যমকে তুলোধনা ভুবনেশ্বর কুমারের

গত কয়েক বছরে মাঝেমধ্যেই চোটের কারণে বাইরে থাকতে হয়েছে ভুবনেশ্বর কুমারকে। তিনি শেষ টেস্ট খেলেছেন ২০১৮ সালের জানুয়ারিতে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তিন বছর ধরে সাদা জার্সিতে ভুবিকে দেখা যাচ্ছে না। চলতি বছর দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে না খেললেও সীমিত ওভারের ক্রিকেট খেলেন। অভিজ্ঞ ভুবি চেনা ঢঙেই ভরসা দেন ভারতীয় বোলিং আক্রমণকে। তবে এবারের আইপিএলেও চোটের কারণে তাঁকে কয়েকটি ম্যাচে বাইরে থাকতে হয়েছিল। এবারের আইপিএলে পাঁচটি ম্যাচ খেলেন তিনি, উইকেট পান তিনটি। তবে কাঙ্ক্ষিত ফিটনেস লেভেল না থাকাতেই ইংল্যান্ড সফরের টেস্ট দল বাছার সময় ভুবির নাম নির্বাচকরা বিবেচনা করেননি বলে জানা গিয়েছিল।

এরই মধ্যে আজ প্রথমে একটি সংবাদপত্র ও পরে তা দেখে আরও কিছু সংবাদমাধ্যম দাবি করে, ভুবনেশ্বর কুমার আর টেস্ট ম্যাচ খেলতে আগ্রহী নন। যদিও এর তীব্র প্রতিবাদ করে সংবাদমাধ্যমকে তুলোধনা করেছেন ভুবনেশ্বর কুমার। তিনি আজ বিকেলে টুইটারে লেখেন, সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানতে পারলাম আমি নাকি আর টেস্ট খেলতে আগ্রহী নই! পরিষ্কার করে জানাতে চাই, দল নির্বাচন যাই হোক না কেন আমি সব সময় তিন ফরম্যাটের জন্যই নিজেকে তৈরি রাখি। ভবিষ্যতেও তার অন্যথা হবে না। সংবাদমাধ্যমগুলিকে পরামর্শ দিতে চাই, সূত্রের দাবি বলে নিজেদের ধারণাকে প্রতিবেদন লিখে প্রতিষ্ঠা করা থেকে বিরত থাকুন!

সংবাদমাধ্যমকে তুলোধনা ভুবনেশ্বর কুমারের

ভুবনেশ্বর কুমার ভারতের হয়ে ২১টি টেস্ট খেলেছেন, উইকেট পেয়েছেন ৬৩টি। ইনিংসে সেরা বোলিং বিরাশি রানের বিনিময়ে ছয় উইকেট। ম্যাচের সেরা বোলিং দুই ইনিংস মিলিয়ে ৯৬ রানের বিনিময়ে ৮ উইকেট। একদিনের আন্তর্জাতিকে ১১৭টি ম্যাচে ভুবির শিকার ১৩৮টি। টি ২০ আন্তর্জাতিকে ৪৮ ম্যাচে ৪৫টি উইকেট রয়েছে তাঁর।

English summary
Bhuvneshwar Kumar Has Rubbished The Newspaper Report Which Claimed He No Longer Has The Drive To Play Test Cricket. Selectors Ignored Bhuvneshwar For The Upcoming England Tour Of Indian Test Squad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X