For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেস্টে পেস শক্তির উত্থানে বিরাটকে কৃতিত্ব ভারতীয় ফাস্ট বোলারের

টেস্টে পেস শক্তির উত্থানে বিরাটকে কৃতিত্ব ভারতীয় ফাস্ট বোলারের

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেট দলের পেস আক্রমণ এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা। জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা নির্ভর টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণকে ভয় পান বিশ্বের তাবড় ব্যাটসম্যানরা। একদা স্পিন নির্ভর ভারতের বোলিং আক্রমণে এই রদবদল অধিনায়ক বিরাট কোহলির জন্যই হয়েছে বলে মনে করেন টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার।

টেস্টে পেস শক্তির উত্থানে বিরাটকে কৃতিত্ব ভারতীয় ফাস্ট বোলারের

একটা সময় ছিল, যখন ভারতীয় ক্রিকেটকে শাসন করতেন স্পিনাররা। ভগবত চন্দ্রশেখর, এররাপল্লি প্রসন্ন, বিষেণ সিং বেদী থেকে অনিল কুম্বলে ও হরভজন সিং - ভারতীয় স্পিনাররা বিশ্ব শাসন করেছে যুগ যুগ ধরে। মাঝে কপিল দেব, জাভাগাল শ্রীনাথ, জাহির খানরা বিচ্ছিন্নভাবে উঠে এসেছেন ঠিকই, কিন্তু দলগত প্রভাব বিস্তারে কোনওদিনই সক্ষম হয়নি টিম ইন্ডিয়ার পেসাররা। সেই পরম্পরায় বদল ঘটেছে এ যাবৎকালে। বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় টেস্ট দলের প্রধান শক্তি লুকিয়ে রয়েছে তাদের পেস আক্রমণে।

ভারতীয় দলে এমন পরিবর্তনের শ্রেয় অধিনায়ক বিরাট কোহলিকে দিয়েছেন ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। জানিয়েছেন, দলের ফাস্ট বোলারদের সর্বদা স্বাধীনতা দিয়ে এসেছেন বিরাট। বোলারদের মনে বিশ্বাস ও ভরসা জোগাতে কোহলি বিরাট ভূমিকা নিয়েছেন বলে মনে করেন কুমার। দুঃসময়ে ভারত অধিনায়ক ফাস্ট বোলারদের পাশে দাঁড়িয়েছেন বলেও জানিয়েছেন ভুবি। সর্বোপরি সুচিন্তিত ভাবনার মাধ্যমে কোহলি এমন এক ফাস্ট বোলিং কম্বিনেশন তৈরি করেছেন, যাঁরা ভারতের মাটিতেও প্রতিনিয়ত সফল হচ্ছে বলে বক্তব্য ভুবনেশ্বর কুমারের।

English summary
Bhuvneshwar Kumar credits Virat Kohli for pacers rise in test cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X