For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল, তবু অনড় আইসিসি

Google Oneindia Bengali News

প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউদাম্পটনে ১৮ জুন থেকে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী-সহ অনেক প্রাক্তন ক্রিকেটারই মনে করছেন, তিন ম্যাচের ফাইনালের সেরাকেই চ্যাম্পিয়ন বেছে নেওয়া সবদিক দিয়ে ভালো হতো। যদিও সেই তত্ত্ব খারিজ করে দিয়েছে আইসিসি।

বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল, তবু অনড় আইসিসি

আইসিসি-র ভারপ্রাপ্ত সিইও জিওফ অ্যালারডাইস বলেন, আন্তর্জাতিক ক্রিকেটের সূচি এমনভাবে তৈরি তাতে একমাস ধরে শুধু আইসিসি টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য বাকি দলগুলির খেলা এক মাসের বেশি ধরে আটকে রাখা বাস্তবে সম্ভব নয়। সে জন্যই একটি ফাইনালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জনপ্রিয়তাতেও খুশি আইসিসি। এমনকী কয়েকটি সিরিজে শুধু ওই দুই দেশ নয়, বিশ্বব্যাপী যে আগ্রহ লক্ষ্য করা গিয়েছে তা টেস্ট ক্রিকেটের পক্ষে খুবই ইতিবাচক। কংকাসন বা কোভিড পরিবর্ত নেওয়ার নিয়ম ফাইনালেও থাকছে বলে জানিয়েছে আইসিসি।

বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল

যদিও এবারের ফাইনাল ঘিরে আশঙ্কার মেঘ জমতে শুরু করেছে ক্রিকেটপ্রেমীদের মনে। ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসর টুইটে জানিয়েছেন, সাউদাম্পটনে আবহাওয়ার যা পূর্বাভাস তাতে টেস্টের পাঁচ দিনেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে একটি রিজার্ভ ডে থাকলেও জয়-পরাজয় নির্ধারিত হবে কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল

আইসিসি চাইছে টি ২০ বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এ মাসেই নিয়ে নিতে। যদিও বিসিসিআই জুলাইয়ের মাঝামাঝি অবধি সময় চাইতে পারে বলে খবর। ভারতে করোনা পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই ভালো। তবে অ্য়ালারডাইস বলেছেন, বিসিসিআইকে ২৮ জুন অবধি সময় দেওয়া হয়েছে সিদ্ধান্ত জানানোর জন্য। ভারতে টি ২০ বিশ্বকাপ হলেও অংশগ্রহণকারী দেশগুলির মতামত জানতে চাওয়া হবে। তার ভিত্তিতেই সব দিক বিবেচনা করবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি।

English summary
Many Former Cricketers Including Indian Coach Ravi Shastri Opined For Best Of Three WTC Finals To Decide The Champion. ICC Rejected The Idea Saying It Is Not Realistic.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X