For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের সেরা ১১ বাঁ-হাতি ক্রিকেটারের দলে জায়গা পেলেন ভারতের এক, কে তিনি জানতে পড়ুন


 ১৩ অগাস্ট বিশ্বজুড়ে বাঁ-হাতি দিবস পালন করা হয়ে থাকে। ১৯৭৬ সালে আমেরিকার ডিন আর ক্যাম্পবেল চালু করেন এই প্রথা। তারপর থেকে প্রতি বছর এই দিনে বাঁ-হাতি মিথদের স্মরণ করে বিশ্ব।

  • |
Google Oneindia Bengali News

১৩ অগাস্ট বিশ্বজুড়ে বাঁ-হাতি দিবস পালন করা হয়ে থাকে। ১৯৭৬ সালে আমেরিকার ডিন আর ক্যাম্পবেল চালু করেন এই প্রথা। তারপর থেকে প্রতি বছর এই দিনে বাঁ-হাতি মিথদের স্মরণ করে বিশ্ব। ঠিক সে উপলক্ষ্যেই বিশ্বের সর্বকালের সেরা ১১ জন বাঁ-হাতি ক্রিকেটারের একটি দল তৈরি করলেন বিশেষজ্ঞ ও ক্রিকেট ফ্যানরা। এক নজরে দেখে নিন সেই দলে জায়গা পেলেন কারা।

সৌরভ গাঙ্গুলী

সৌরভ গাঙ্গুলী

ব্যাট হাতে অফ সাইডের ভগবান বলে পরিচিত ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে এই দলের তাঁর প্রিয় ওপেনিং স্লটে রাখা হয়েছে। অধিনায়ক হিসেবে কৃতিত্বের সাক্ষী রাখা মহারাজকে সম্ভবত দলের নেতাও বাছা হয়েছে।

অ্যাডাম গিলক্রিস্ট

অ্যাডাম গিলক্রিস্ট

ওয়ান ডে-তে আগ্রাসী অথচ ক্যালকুলেটিভ ব্যাটিং কাকে বলে তা বিশ্বকে প্রথম দেখিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক তথা লেজেন্ড অ্যাডাম গিলক্রিস্ট। ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে তাঁর যোগ্য উত্তরসূরি বলা হয়। সেই অজি মিথকেও এই দলের ওপেনিং স্লটে রাখা হয়েছে।

ব্রায়ান লারা

ব্রায়ান লারা

এই ক্যারিবিয়ান ব্যাটসম্যানকে ক্রিকেটের রাজপুত্র বলা হয়ে থাকে। টেস্ট ক্রিকেটের এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ৪০০ রান করার মালিক ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান চার্লস লারাকে এই দলের তিন নম্বরে জায়গা দেওয়া হয়েছে।

অ্যালেস্টার কুক

অ্যালেস্টার কুক

ব্যাটিং ও নেতৃত্বের মাধ্যমে ইংল্যান্ড ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া বাঁ-হাতি অ্য়ালেস্টার কুককে সে দেশে 'স্যার'-র মর্যাদা দেওয়া হয়েছে। পছন্দের ওপেনিং স্লট না পেলেও তাঁকে ব্যাটিং অর্ডারের চার নম্বরে রাখা হয়েছে।

সনৎ জয়সূর্য

সনৎ জয়সূর্য

১৫ ওভারের ফিল্ড রেস্ট্রিকশনের সুযোগ নিয়ে কীভাবে প্রতিপক্ষ দলের বোলারদের তুলে তুলে বাউন্ডারির বাইরে পাঠাতে হয়, তা প্রথম বিশ্বকে দেখিয়েছিলেন শ্রীলঙ্কান লেজেন্ড সনৎ জয়সূর্য। তিনি বাঁ-হাতিদের দলে ফিফথ ম্যান।

গ্রেম স্মিথ

গ্রেম স্মিথ

দক্ষিণ আফ্রিকাকে ১০০টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দেওয়া গ্রেম স্মিথ ব্যাট হাতে ছিলেন বোলারদের ত্রাস। তিনি যে এই দলে নির্বাচিত হবেন, তা তো স্বাভাবিক।

অ্যান্ডি ফ্লাওয়ার

অ্যান্ডি ফ্লাওয়ার

জিম্বাবোয়ে ক্রিকেটের ব্যাটিং লেজেন্ডদের তালিকা তৈরি করলে তার শীর্ষ থাকবেন বাঁ-হাতি অ্যান্ডি ফ্লাওয়ার। ক্রিকেট বিশ্বকে সুইপ শট দক্ষতার সঙ্গে মারতে শিখিয়েছিলেন তিনি। ফ্লাওয়ারকে এই দলে সাত নম্বরে রাখা হয়েছে।

কুমার সাঙ্গাকারা

কুমার সাঙ্গাকারা

জয়সূর্য-রনতুঙ্গা-ডি সিলভা যুগের পর শ্রীলঙ্কান ব্যাটিং যাঁদের হাত ধরে বিকশিত হয়, তাঁদের মধ্যে অন্যতম কুমার সাঙ্গাকারা। বিশ্বের সর্বকালের সেরা বাঁ-হাতিদের দলে আট নম্বরে জায়গা করে নিয়েছেন সাঙ্গা।

ওয়াসিম আক্রম

ওয়াসিম আক্রম

সুইংয়ের সুলতান, ডেথ ওভারে ইয়র্কার স্পেশালিস্ট পাকিস্তানের লেজেন্ড ওয়াসিম আক্রম ব্যাট হাতেও দেশকে বহু ম্যাচ জিতিয়েছেন। তাই তাঁকে এই দলে নয় নম্বরে নামাতে চান ক্রিকেট বিশেষজ্ঞরা।

মিচেল স্টার্ক

মিচেল স্টার্ক

ছয় ফুট চার ইঞ্চি উচ্চতা সম্পন্ন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের বিষাক্ত পেস ও সুইং-র সামনে কোনও উত্তর খুঁজে পান না এ যুগের ব্যাটসম্যানরা। ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে ২২ গজে কম্পন ধরানো স্টার্ক বাঁ-হাতি ক্রিকেটারদের দলে টেনথ ম্যান।

 ট্রেন্ট বোল্ট

ট্রেন্ট বোল্ট

এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বোলার। ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ফাইনাল পর্যন্ত পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া বোল্ট এই দলে রয়েছেন একাদশ তম স্থানে।

১২-এ শাকিব

১২-এ শাকিব

২০১৯ বিশ্বকাপে কার্যত একার কাঁধে বাংলাদেশকে লড়াইয়ে ফেরানো বাঁ-হাতি অল রাউন্ডার শাকিব আল হাসানকে দলের ১২তম সদস্য বাছা হয়েছে।

নজরে কারা

নজরে কারা

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেন, শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক অর্জুনা রনতুঙ্গা, পাকিস্তান ও ভারতের ব্যাটিং লেজেন্ড সইদ আনোয়ার ও যুবরাজ সিংকে রিজার্ভ ক্যাটাগরিতে রাখা হয়েছে।

English summary
Best Left hand batsmen choosen at World Left Handers Day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X