আইপিএলের সেরা পাঁচ বোলিং পারফরম্যান্সের দিকে নজর ফেরানো যাক
করোনা ভাইরাসের জেরে চলতি বছর আদৌ আইপিএল আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। মারণ ভাইরাসের আতঙ্কে এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে অলিম্পিক। সেক্ষেত্রে আইপিএল নিয়ে বিসিসিআই কী চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। সেই টানাপোড়েনের মধ্যেই দেখে নেওয়া যাক, টুর্নামেন্টের ইতিহাস সেরা পাঁচ বোলিং পারফরম্যান্স করেছেন কে কে।

ইশান্ত শর্মা
২০১১ সালে ডেকান চার্জার্সের জার্সিতে আইপিএল খেলেন ভারতীয় ফাস্ট বোলার ইশান্ত শর্মা। কোচি টাস্কার্সের বিরুদ্ধে এক ম্যাচে তিনি তিন ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। সেই ম্যাচও জিতেছিল ডেকান চার্জার্স।

অনিল কুম্বলে
ভারতের স্পিন লেজেন্ড অনিল কুম্বলে আইপিএলে-ও নিজেকে বিকশিত করেন। ২০০৯ সালে তাঁরই নেতৃত্বে আইপিএলের ফাইনালে পৌঁছেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ওই টুর্নামেন্টে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এক ম্যাচে মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে। ৩.১ ওভার বল করেই এই সাফল্য অর্জন করেছিলেন তিনি।

অ্যাডাম জাম্পা
অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা আইপিএলের ২০১৬-র সংস্করণ পুনে সুপারজায়ান্টেসের হয়ে খেলেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এক ম্যাচে ৪ ওভার বলে করে ১৯ রান দিয়ে ৬ উইকেট নিয়ে প্রতিপক্ষকে একাই গুড়িয়ে দিয়েছিলেন তিনি।

সোহেল তনবীর
পাকিস্তানের বাঁ-হাতি ফাস্ট বোলার সোহেল তনবীর, রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএলের প্রথম দুই মরশুম কাঁপিয়েছেন। ২০০৮ আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এক ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তনবীর।

আলজাররি জোসেফ
ওয়েস্ট ইন্ডিজের তরুণ ফাস্ট বোলার আলজাররি জোসেফ আইপিএলের গত মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে মাত্র ১২ রান দিয়ে ৬ উইকেট নেন। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত এটাই সেরা বোলিং পারফরম্যান্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এই পারফরম্যান্স করেছিলেন জোসেফ।