For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রঞ্জি সেমিফাইনালে মধ্যপ্রদেশের সামনে বাংলা, ইন্দোর যাওয়ার আগে ডাক পেলেন করণ

রঞ্জি ট্রফির সেমিফাইনালে ৮ ফেব্রুয়ারি থেকে ইন্দোরে বাংলার সামনে মধ্যপ্রদেশ। কাল মনোজ তিওয়ারিরা ইন্দোরে যাচ্ছেন। বাংলা দলে ফেরানো হলো করণ লালকে।

  • |
Google Oneindia Bengali News

রঞ্জি ট্রফির সেমিফাইনালে ৮ ফেব্রুয়ারি থেকে ইন্দোরে মধ্যপ্রদেশের মুখোমুখি হবে বাংলা। সেই ম্যাচ খেলতে কালই ইন্দোরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মনোজ তিওয়ারিরা। ঝাড়খণ্ডের বিরুদ্ধে ইডেনে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলা। ওডিশার কাছে না হারলে সেমিফাইনাল ইডেনেই খেলতে পারতো লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন দল।

রঞ্জি সেমিফাইনালের জন্য বাংলা দলে করণ

গ্রুপ পর্যায়ে বাংলা ৭ ম্যাচে সংগ্রহ করে ৩২ পয়েন্ট। মধ্যপ্রদেশ ৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শেষ করেছিল। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও শেষ অবধি শেষ চারে জায়গা করে নিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। গত বছরের রঞ্জিতে বাংলার হার্ডল টপকেই ফাইনালে পৌঁছেছিল মধ্যপ্রদেশ। ২০১৫ সাল থেকে গত বছর অবধি পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যাচ্ছে মধ্যপ্রদেশকে একবারও হারাতে পারেনি বাংলা। ২০১৬ সালে ৩৫৫ রানে জেতার পর গত বছর সেমিফাইনালে বাংলাকে ১৭৪ রানে হারিয়েছিল মধ্যপ্রদেশ। এ ছাড়া তিনটি ম্যাচ ড্র হয়েছিল। তবে অতীতের পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাচ্ছে না বাংলা শিবির।

বাংলার বেশ কয়েকটি বিভাগে উন্নতির প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছিলেন অধিনায়ক মনোজ তিওয়ারি, হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা। তবে জানা যাচ্ছে, ইন্দোরে পাটা উইকেট থাকছে না। ইডেনের মতো উইকেটেই ম্য়াচ হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে বাংলার খুব একটা চিন্তার কথা নয়। ওপেনিং জুটি ক্লিক করছে না। ফলে করণ লালকে দলে নেওয়া হয়েছে। কাজী জুনেঈদ সইফিও রয়েছেন, যদিও তিনি ঝাড়খণ্ড ম্যাচে ব্যর্থ হয়েছেন। মনোজ জানিয়েছেন, অভিমন্যু ঈশ্বরনের সঙ্গে ভালো খেলতে পারেন এমন কাউকেই আমরা পেতে চাইছি।

মধ্যপ্রদেশে হিমাংশু মন্ত্রী, রজত পাটীদারের মতো ব্যাটার যেমন রয়েছেন তেমনই রয়েছেন আবেশ খান, কুমার কার্তিকেয়র মতো ক্রিকেটাররা। বাংলার অভিমন্যু ঈশ্বরন, অনুষ্টুপ মজুমদার, সুদীপ ঘরামি, মনোজ তিওয়ারি যেমন আছেন তেমনই শাহবাজ আহমেদ, আকাশ দীপ, মুকেশ কুমার, ঈশান পোড়েলরা বল হাতে কামাল দেখাচ্ছেন। আকাশ ঘটকও ভালো খেলছেন। শেষ সাক্ষাতে মনোজ ও শাহবাজ সেঞ্চুরি করেছিলেন মধ্যপ্রদেশের বিরুদ্ধে। তবে একটা সেশনে দ্রুত উইকেট হারানোই বাংলার কাজ কঠিন করে দিয়েছিল। এবার সেমিফাইনালে উঠেও বাংলার ফোকাস একই রয়েছে। ড্রেসিংরুমের ভালো পরিবেশও মাঠের খেলায় ইতিবাচক প্রভাব ফেলছে।

ঘোষিত বাংলা দল- মনোজ তিওয়ারি (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরন, অনুষ্টুপ মজুমদার, সুদীপ ঘরামি, শুভঙ্কর বল, শাহবাজ আহমেদ, অভিষেক পোড়েল, ঈশান পোড়েল, আকাশ দীপ, মুকেশ কুমার, কাজী জুনেঈদ সইফি, প্রদীপ্ত প্রামাণিক, গীত পুরী, প্রীতম চক্রবর্তী, সুমন্ত গুপ্ত, অঙ্কিত মিশ্র, আকাশ ঘটক, দুর্গেশ দুবে, করণ লাল।

English summary
Bengal Will Face Madhya Pradesh In Ranji Trophy Semi Final. Manoj Tiwary-Led Will Travel To Indore With 19-Member Squad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X