For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেটল্যাগের ধাক্কায় বেসামাল পূজারা, রঞ্জি ফাইনালে সুবিধা বাংলার

জেটল্যাগের ধাক্কায় বেসামাল পূজারা, রঞ্জি ফাইনালে সুবিধা বাংলার

  • |
Google Oneindia Bengali News

রঞ্জি ফাইনালে বাংলা বনাম সৌরাষ্ট্র লড়াই। সেই ম্যাচে বাইশ গজে ব্যাট হাতে দেওয়াল তুলে বড়ো রান হাঁকানোর আগেই অসুস্থ চেতেশ্বর পূজারা। অবসৃত হয়ে এদিন মাত্র ৫ রান করেই ফিরে গেলেন। ২৪ বল ক্রিজে ছিলেন পূজি। এইটি চার হাঁকান।

ঠিক কী ঘটেছে

টস জিতে এদিন বাংলার বিরুদ্ধে রঞ্জি ফাইনালে সৌরাষ্ট্র ব্যাটিং নেয়। জাতীয় দল থেকে রঞ্জি দল, তিন নম্বরে ব্যাটিং করলেন পূজারা। এদিন অবশ্য সৌরাষ্ট্রের প্রথম দুই উইকেট পরে যাওয়ার পরা পূজি ব্যাটিংয়ে আসেননি। পরে ছয় নম্বরে ব্যাটিং করতে এসে ডিহাইড্রেশনের কারণে মাঠে পূজারা অসুস্থ হয়ে পড়েন। পূজারার জন্য ফিজিও মাঠে ছুটে আসেন। পরে অসুস্থ পূজারা অবসর নিয়ে মাঠ ছাড়েন।

কেন অসুস্থতা

কেন অসুস্থতা

মিডল অর্ডারে এদিন ব্যাট করতে নেমে ২৪ বল খেলে ৫ রান করেন পূজারা। মাঠে অসুস্থ বোধ করার ব্যাট হাতে এদিন তিনি একেবারেই স্বচ্ছন্দ ছিলেন না। উল্লেখ্য এর আগে রঞ্জি ফাইনালের প্রস্তুতিতে ম্যাচের আগের দিন পূজারা জেটল্যাগের কথা উল্লেখ করেন। শেষ কয়েকদিন রাত ৪টেয় উঠে দুপুর দুপুর ঘুমিয়ে পড়ার কথা বলেন।

নিউজিল্যান্ড থেকে কবে দেশে ফিরলেন পূজারা

নিউজিল্যান্ড থেকে কবে দেশে ফিরলেন পূজারা

উল্লেখ্য রঞ্জিতে বাংলা ও সৌরাষ্ট্র দলে খেলা দুই ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ও চেতেশ্বর পূজারা নিউজিল্যান্ড সফর সেরে বুধবার দেশে ফিরেছেন। জেটল্যাগের ধাক্কা এদিন ম্যাচের মাঝেই অসুস্থ হয়ে পড়লেন পূজারা।

পূজারার গলায় ইনফেকশন

পূজারার গলায় ইনফেকশন

পূজারার গলায় ইনফেকশন হয়েছে বলে জানা গিয়েছে। টনসিলের সমস্যায় ভুগছেন পূজি। সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকট অবশ্য জানিয়েছেন, 'এদিন পূজারা অসুস্থ বোধ করে। কোনও চাপ তৈরি না হলে পূজারাকে ব্যাটিংয়ে পাঠানো হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর চার উইকেট পড়লে পূজি ব্যাটিংয়ে আসেন। এদিন পূজারাকে চিকিৎসকদের পরামর্শে রাখা হবে। দ্বিতীয় দিন পূজারা ব্যাট করতে পারবেন বলে আশা রয়েছে।'

চোট পান অনুষ্টুপ

এদিন লাঞ্চের আগে স্লিপে কঠিন ক্যাচ নিতে গিয়ে বাংলার ব্যাটসম্যান অনুষ্টুপ আঙুলে চোট পান। ক্যাচ মিসের পরপরই অনুষ্টুপ মাঠ ছেড়েছিলেন। দীর্ঘ সময় তিনি মাঠে ছিলেন না। কোয়ার্টার ও সেমিফাইনালে বাংলা দলের হয়ে অনুষ্টুপ সেঞ্চুরি হাঁকান।

English summary
Bengal vs Saurashtra, Ranji Trophy final: Cheteshwar Pujara retires hurt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X