For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা ছাড়ছেন দিন্দা, কী বললেন কোচ অরুণ লাল

বাংলা ছাড়ছেন দিন্দা, কী বললেন কোচ অরুণ লাল

  • |
Google Oneindia Bengali News

বাংলা ছেড়ে আগামী মরসুমে অন্য রাজ্যের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অশোক দিন্দা। এ মরশুমে বাংলা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে সিএবির কাছে নো অবজেকশন সার্টিফিকেট চেয়ে আবেদন করেছেন তিনি। সম্ভাবত ছত্তীসগড় অথবা গোয়ার হয়ে বল হাতে বাইশ গজে নামতে পারেন তিনি। অভিজ্ঞ পেসাররের দল ছাড়ার প্রসঙ্গ নিয়ে এবার বাংলার কোচ অরুণ লাল মুখ খুললেন।

টিমম্যান না হলে ক্রিকেটার হওয়া যায় না

টিমম্যান না হলে ক্রিকেটার হওয়া যায় না

দিন্দাকে নিয়ে বাংলার কোচ অরুণ লাল সাফ জানিয়েছেন, 'দলে সব ক্রিকেটার সমান। এখানে কেউ বড়, কেউ ছোট নয়। বড় ক্রিকেটার হলেই হবে না দলের নিয়ম মানা শিখতে হবে। ক্রিকেটে ডিসিপ্লিন সবার আগে। টিমম্যান না হলে দলে বড় ক্রিকেটারেরও কোনও জায়গা হয় না।'

কোচ রণদেবের সঙ্গে দিন্দার ঝামেলা

কোচ রণদেবের সঙ্গে দিন্দার ঝামেলা

গত মরসুমে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ম্যাচের আগের দিন বড় বিতর্কে জড়িয়েছিলেন দিন্দা। বাংলার ড্রেসিংরুমে বোলিং কোচ রণদেব বসুর সঙ্গে আপত্তিকর বাক্যবিনিময়ে জড়ান তিনি। ফলে দল থেকে তাঁকে বাদ দেওয়ার কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়। নকআউটের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে দিন্দাকে ছাড়াই বাংলা দল মাঠে নেমেছিল।

দিন্দাকে নিয়ে কোচ অরুণ লাল যা বললেন

দিন্দাকে নিয়ে কোচ অরুণ লাল যা বললেন

সেই নিয়ে কোচ অরুণ লাল বলেন, 'দলের বোলিং কোচের সঙ্গে দিন্দা যে আচরণ করেছে তা ক্রিকেটারসুলভ নয়। কখনই তা মেনে নেওয়া যায় না। দিন্দার ক্ষমা চাওয়া উচিত ছিল। দিন্দাকে ছাড়াই রঞ্জি ট্রফিতে বাংলা দলের বোলিং ইউনিট যা পারফর্ম করেছে অবশ্য প্রশংসীয়। দিন্দার আগামী দিনের জন্যে অনেক শুভেচ্ছা রইল।'

দিন্দার অভিযোগ

দিন্দার অভিযোগ

দিন্দা অবশ্য পুরো ঘটনাতে রাজনীতির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। সিএবি যদিও শৃঙ্খলাভঙ্গের কারণে গত মরসুমে দিন্দাকে বাইরে রেখে অধিকাংশ ম্যাচে দল তৈরি করে।

English summary
Bengal team Coach arun lals message regarding ashok dinda
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X