For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাজে এল না পাণ্ডিয়া’র লড়াই, বরোদা বধ করে বিজয় হাজারে অভিযান শুরু বাংলা’র

কাজে এল না পাণ্ডিয়া’র লড়াই, বরোদা বধ করে বিজয় হাজারে অভিযান শুরু বাংলা’র

Google Oneindia Bengali News

জয় দিয়ে বিজয় হাজারে অভিযান শুরু করলো বাংলা। এলিট গ্রুপ 'বি'-এর প্রথম ম্যাচে বরোদা'র বিরুদ্ধে ২৭ রানে জয় তুলে নিল অরুণ লালে ছেলে'রা।

কাজে এল না পাণ্ডিয়া’র লড়াই, বরোদা বধ করে বিজয় হাজারে অভিযান শুরু বাংলা’র

বুধবার তিরুবনন্তপুরমে গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে বাংলা'কে ব্যাটিং করতে আমন্ত্রণ জানান বরোদা'র অধিনায়ক কেদার দেবধর। প্রথমে ব্যাটিং করার সুযোগ ঠিক মতো কাজে লাগাতে পারেনি বাংলা। ৪৯.৪ মাত্র ২৩০ রামে শেষ হয়ে যায় বাংলার ইনিংস। অভিষেক দাস, কইফ আহমেদ এবং ঋত্বিক রায় চৌধুরি ছাড়াও বাংলার অন্য কোনও ব্যাটসম্যান এই ম্যাচে রান বাড় রান পাননি।

ওপেন করতে নেমে শ্রীবৎস গোস্বামী ০ রানে প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক সুদীপ চ্যাটার্জি ডাগ আউটে ফেরেন ব্যক্তিগত ১৪ রানে। ৫৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া বাংলা'র ব্যাটিংয়ের হাল ধরেন অভিষেক দাস এবং কইফ আহমেদ। ৯০ বলে ৬২ রানের ইনিংস খেলে বাংলা'কে পোক্ত ভিতের উপর দাঁড় করান অভিষেক। তাঁর ইনিংসে এসেছে ন'টি বাউন্ডারি। অভিষেকের সঙ্গে জুটি বেঁধে বাংলার ইনিংস'কে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেওয়া কইফের ব্যাট থেকে আসে ৬৩ রান। ৩টি চার এবং ২টি ছয় দিয়ে সাজানো ছিল কইফের ইনিংস। অভিষেক বাংলার ১১৫ রানের মাথায় পান্ডিয়ার বলে প্যাভিলিয়নে ফিরলে বাংলার স্কোর'কে লড়াই করার জায়গায় পৌঁছে দেন ঋত্বিক। ৪৮ রান আসে তাঁর ব্যাট থেকে।

বাংলা'র দলনেতা সুদীপ চ্যাটার্জি ছাড়াও এই ম্যাচে রান পাননি শহবাজ আহমেদ, সুমন্ত গুপ্ত, ঋত্বির চ্যাটার্জি'রা। বরোদার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন অতীত শেঠ, তিনটি উইকেট পেয়েছেন লুকমান মেরিওয়ালা, দু'টি শিকার ক্রণাল পান্ডিয়া'র।

অধিকাংশ ব্যাটার আজ ব্যর্থ হলেও মুকেশ কুমার, আকাশদ্বীপ'দের বিধ্বংসী স্পেল আজ বাংলার ব্যাটসম্যানদের ব্যর্থতা ঢেকে দিয়েছে। ঋত্বিক চ্যাটার্জি এবং শহবাজ আহমেদের স্পেল বরোদা'কে শুরু থেকেই বিপাকে ফেলে। মূলত এই দুই বোলারের কারণেই ১০০ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ক্রুণাল পান্ডিয়া-অতীত শেঠ'দের বরোদা।

বরোদার টপ অর্ডারে ধস নামানোর পর পরবর্তী কাজটা দক্ষতার সঙ্গে সমপন্ন করেন মুকেশ কুমার-আকাশদ্বীপ'রা। ২৩১ রান তাড়া করতে নেমে ৪৮.২ ওভারে ২০৩ রানে থমকে যায় বরোদার ইনিংস। দলটির হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন ক্রুণাল পান্ডিয়া। এছাড়া ৩৮ রান করেন প্রত্যুশ কুমার এবং অধিনায়ক কেদারের ব্যাট থেকে আসে ৩৫ রানের ইনিংস। আকাশদ্বীপ একাই তিনটি উইকেট নিয়েছে এই ম্যাচে। বাংলা'র হয়ে দু'টি করে উইকেট পেয়েছেন মুকেশ কুমার, শাহবাজ আহমেদ এবং ঋত্বিক চ্যাটার্জি।

English summary
Bengal beat Baroda in the first match of Vijay Hazare tropy 2021. Bengal won the match by 27 runs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X